মুম্বই: বুধ-রাতে পাওয়া যাবে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ফাইনালিস্ট। বিশ্বকাপের গ্রুপ পর্ব রবিবার শেষ হয়েছে। এ বার নকআউট শুরু হওয়ার পালা। ২৪ ঘণ্টা পর এ বারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। যে দল জিতবে তারা টুর্নামেন্টের ফাইনালে খেলবে ১৯ নভেম্বর। আমেদাবাদে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। শীর্ষ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্য দিকে কিউয়িরা চার নম্বরে শেষ করে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে। আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) সেমিফাইনাল ম্যাচ।
ওডিআই বিশ্বকাপে ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর কিউয়িরা ২০১৫ ও ২০১৯ সালে রানার্স হয়েছিল। বুধবার যে দল মুম্বইয়ে জিতবে তারা বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ১৫ নভেম্বর অর্থাৎ বুধবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে )।