ICC World Cup 2023: রবিবাসরীয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-ল্যাথামরা

IND vs NZ, ICC ODI World Cup 2023: রবিবার বিশ্বকাপের ম্যাচে ধরমশালায় মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। এই দু'টো দলই চলতি বিশ্বকাপে এখনও অপরাজিত। ৪টি করে ম্যাচে খেলে ৪টিতেই জিতেছেন রোহিত-বিরাটরা এবং কনওয়ে-রাচিনরা। আজ যে দলই হারুক না কেন, সেটি চলতি বিশ্বকাপে তাদের প্রথম হার হবে।

ICC World Cup 2023: রবিবাসরীয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-ল্যাথামরা
ICC World Cup 2023: রবিবাসরীয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-ল্যাথামরা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2023 | 12:40 PM

ধরমশালা: রবিবাসরীয় বিশ্বকাপ জমে উঠবে আজ। ধরমশালায় মুখোমুখি হবে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। দুই দলই এখনও অবধি চলতি বিশ্বকাপে (ICC World Cup) ১টি ম্যাচও হারেনি। আজ রোহিত শর্মা-বিরাট কোহলিরা চাইবেন নিজেদের পঞ্চম ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে পিছিয়ে থাকবে না কিউয়িরাও। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে নামবেন টম ল্যাথামরা। ভারত-নিউজিল্যান্ডের ফাইভ স্টার পারফরম্যান্স দেখার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন আজকের ম্যাচে কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

এক ঝলকে দেখে নিন রবিবাসরীয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে দুই দলের ক্রিকেটাররা —

১. রোহিত শর্মা – আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের রেকর্ড স্পর্শ করতে হলে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে তুলতে হবে আর ৯৩ রান। কিউয়িদের বিরুদ্ধে ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে হলে রোহিতকে ১১১ রান তুলতে হবে।

২. বিরাট কোহলি – ওডিআইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য বিরাটের চাই আর ৬৭ রান। এবং ওডিআইতে ১৫০টি ক্যাচের রেকর্ড থেকে ২ ক্যাচ দূরে রয়েছেন বিরাট। ওডিআইতে ১৫০টি ছক্কার রেকর্ডের জন্য বিরাটের চাই আর ৪টি ছয়।

৩. শুভমন গিল – ওডিআইতে ২ হাজার রান পূর্ণ হওয়া থেকে ১৪ রান দূরে রয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল।

৪. লোকেশ রাহুল – ওডিআইতে ২৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য লোকেশ রাহুলের চাই আর ৫৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০টি চারের রেকর্ড গড়তে হলে রাহুলকে মারতে হবে আর ১টি চার।

৫. ঈশান কিষাণ – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোনের সামনে রয়েছেন ঈশান কিষাণ। আর ৬৭ রান করলে ওডিআইতে তাঁর ১ হাজার রানের রেকর্ড পূর্ণ হবে।

৬. শ্রেয়স আইয়ার – ওডিআইতে ২ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য শ্রেয়স আইয়ারের প্রয়োজন আর ১০২ রান।

৭. কুলদীপ যাদব – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২৫০টি উইকেটের রেকর্ড গড়ার জন্য কুলদীপ যাদবের প্রয়োজন আর ৬টি উইকেট।

৮. রবীন্দ্র জাডেজা – ওডিআইতে চারের ডাবল সেঞ্চুরির জন্য রবীন্দ্র জাডেজার চাই আর ৯টি চার।

৯. টম ল্যাথাম – ওডিআইতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য ৮২ রান করতে হবে টম ল্যাথামকে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে মোট ১ হাজার রান পূর্ণ করার জন্য টমকে করতে হবে আর ৮ রান।

১০. মিচেল স্যান্টনার – আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য মিচেল স্যান্টনারের প্রয়োজন  আর ৭টি উইকেট। ভারতের মাটিতে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেন স্যান্টনার। তার জন্য তাঁকে আর ৩টি উইকেট নিতে হবে।

১১. ড্যারেল মিচেল – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১০০টি ছয়ের রেকর্ডের জন্য ড্যারেল মিচেলের প্রয়োজন আর ৫টি ছয়।

১২. উইল ইয়ং – আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ১ হাজার রেকর্ড পূর্ণ করার জন্য উইল ইয়ংকে করতে হবে আর ৫৮ রান।

১৩. ট্রেন্ট বোল্ট – আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে ট্রেন্ট বোল্টকে নিতে হবে আর ৭টি উইকেট।

১৪. লকি ফার্গুসন – ওডিআইতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে লকি ফার্গুসনকে নিতে হবে আর ৫টি উইকেট।