
দুবাই: বাবর আজমের পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার ভারত (India)। এক সপ্তাহের ব্যবধানে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছিল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান বিরাট কোহলির (৬০)। ১৮২ রানের টার্গেটটা ভালোই বলা যায়। কিন্তু মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার যখন ক্রিজে থিতু হয়ে যান, তখন উইকেটের জন্য হাপিত্যেশ করতেই হয়। শেষ অবধি পেন্ডুলামের মতো দুলতে থাকে ভারত-পাক ম্যাচের ফল। তার থেকেও যেটা বড় কথা আজকের ম্যাচে সেটা অবশ্যই, ‘ক্যাচ মিস, ম্যাচ মিস’। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পাকিস্তান।
এশিয়া কাপে শেষ সাক্ষাতে ৫ উইকেটে বাবর আজমের পাকিস্তানকে হারিয়েছে রোহিত শর্মার ভারত।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৫ বার। ১টি ম্যাচ নিস্ফলা।
এক সপ্তাহের ব্যবধানে ফের ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান বিরাট কোহলির (৬০)। ১৮২ রানের টার্গেটটা ভালোই বলা যায়। কিন্তু মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার যখন ক্রিজে থিতু হয়ে যান, তখন উইকেটের জন্য হাপিত্যেশ করতেই হয়। শেষ অবধি পেন্ডুলামের মতো দুলতে থাকে ভারত-পাক ম্যাচের ফল। তার থেকেও যেটা বড় কথা আজকের ম্যাচে সেটা অবশ্যই, ‘ক্যাচ মিস, ম্যাচ মিস’। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পাকিস্তান।
গ্রুপ পর্বে বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মেন ইন ব্লু। দুবাইতেই হারের বদলা নিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৫ উইকেটে জিতল পাকিস্তান।
শেষ ওভারে অর্শদীপ সিং তুলে নিলেন আসিফ আলির উইকেট। ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন আসিফ।
শেষ ওভারে ম্যাচ জিততে পাকিস্তানের চাই ৭ রান। জয়ের দোরগোড়ায় বাবর আজমের দল।
অল্পের জন্য আসিফ আলির ক্যাচ ফস্কালেন অর্শদীপ সিং।
মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভারতের বিরুদ্ধে যে ঝড় উঠেছিল, তা থামিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ৫১ বলে ৭১ রান করে মাঠ ছাড়লেন রিজওয়ান।
ভুবনেশ্বর কুমার তুলে নিলেন মহম্মদ নওয়াজের উইকেট। ২০ বলে ৪২ রান করে মাঠ ছাড়লেন নওয়াজ।
খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানকে উইকেট থেকে টলাতে পারছেন না ভারতীয় বোলাররা। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৩৫। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ৩০ বলে ৪৭ রান।
৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের জয়ের আশা দেখাচ্ছেন পাক উইকেটকিপার-ব্যাটার। গত দুই বছরে টি-২০ ক্রিকেটে তাঁর থেকে বেশি রান করতে পারেননি কোনও ক্রিকেটার।
খেলা বাকি আর ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে পাকিস্তান। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে এখনও তুলতে হবে ৬০ বলে ১০৬ রান।
পাক দলের বিরুদ্ধে ভারতীয় স্পিনারদের দাপট। দ্বিতীয় ধাক্কা খেল পাকিস্তান। যুজবেন্দ্র চাহাল ভারতকে এনে দিলেন দ্বিতীয় সাফল্য। ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন ফখর জামান।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জমে ওঠার আগেই পাক অধিনায়কের উইকেট সাবাড় করে নিয়েছেন রবি বিষ্ণোই। ৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৬।
চতুর্থ ওভারে উইকেটের খোঁজে স্পিনার নিয়ে এসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম উইকেট এনে দিলেন রবি বিষ্ণোই। ১০ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন পাক অধিনায়ক বাবর।
চতুর্থ ওভারে রোহিত শর্মা বাবরদের বিরুদ্ধে এগিয়ে দিলেন রবি বিষ্ণোইকে। স্পিনার দিয়ে উইকেট নেওয়ার চেষ্টা।
ইনিংসের দ্বিতীয় তথা, নিজের প্রথম ওভারে মাত্র ২ রান ভারতের তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ১৮২ রান।
কোটি কোটি বিরাটপ্রেমীর মন ভেঙে দিলেন হ্যারিস রউফ। শেষ ওভারে উইকেট দিয়ে বসলেন বিরাট কোহলি। ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। স্ট্রাইকরেট ১৩৬.৩৬।
১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭১। ক্রিজে বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার।
নাসিম শাহ তুলে নিলেন দীপক হুডার উইকেট। ১৪ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন হুডা
মহম্মদ হাসনেইনকে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ২২ গজে চেনা ছন্দে ভিকে। টি-টোয়েন্টিতে সব চেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেললেন কোহলি।
সাত নম্বরে নেমে পর পর দুটো আপারকাট হুডার। ক্রিজে বিরাট কোহলি ও দীপক হুডা।
১৫ ওভারে পাঁচ উইকেট খুইয়ে ১৩৫ রান ভারতের। কোহলি ৪০ রানে ব্যাট করছেন। সঙ্গী দীপক হুডা। ছন্দে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত তাঁর ক্রিজে থাকাটা প্রয়োজন।
শূন্য রানে আউট হার্দিক পান্ডিয়া। দুটি বল খেলে মহম্মদ হাসনেইনের স্লোয়ার বাউন্সারে মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিলেন হার্দিক। পাকিস্তানের বড় সাফল্য। গত ম্যাচে একার হাতে শেষ করেছিলেন বাবরদের।
পন্থকে ফেরালেন শাদাব খান। আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ১২ বলে ১৪ রান। ৩ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নিলেন শাদাব। ১৪ ওভারে ১২৮ রান ভারতের।
দলীয় একশো রানে পৌঁছাল ভারতের স্কোর। দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-পন্থ। ১১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০১।
নওয়াজের বলে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সূর্যকুমার যাদব। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন। ১০ বলে ১৩ রান। ৯.৪ ওভারে তিন উইকেট খুইয়ে ৯১ রান ভারতের। ক্রিজে ঋষভ পন্থ।
চর, ছয় হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টায় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৭৯। বিরাট ৮ ও সূর্য ১০ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুলকে ফেরালেন শাদাব খান। মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিলেন। ২০ বলে ২৮ রান রাহুলের। ২টি ছয় ও ১টি চার।
প্রথম পাওয়ার প্লে ওভারে ১ উইকেট খুইয়ে ৬২ রান তুলল ভারত।
২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট রোহিত শর্মা। মহম্মদ নওয়াজের স্লোয়ারে ক্যাচ খুশদিল শাহের হাতে ক্যাচ দিয়ে বসলেন। ১৫ বলে ২৮ রান রোহিতের। ৩টি চার ও ২টি ছয়। ক্রিজে বিরাট কোহলি।
৪.২ ওভারে দলীয় পঞ্চাশ রানে পৌঁছে গেল ভারত। দুই ওপেনারের ব্যাটে চার-ছয়ের বন্যা
দ্বিতীয় ওভারে নাসিম শাহের বলে দুটি ছয় লোকেশ রাহুলের। ৩ ওভারে বিনা উইকেট হারিয়ে ৩৪ রান ভারতের। লোকেশ রাহুল ১৮, রোহিত শর্মা ১৬ রানে ব্যাট করছেন।
প্রথম ওভারের শেষ বলে নাসিমের বলে পেল্লাই ছয় রোহিতের। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১।
ওভারের চতুর্থ বলে নাসিমের বলে বাউন্ডারি রোহিত শর্মার।
শুরু হল ভারত-পাকিস্তান সুপার ফোর-এর ম্যাচ। ইনিংসের সূচনায় নামলেন অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বল হাতে নাসিম শাহ।
দুবাইয়ের পিচে ঘাস রয়েছে। এতে শুরুর দিকে পেসাররা সুবিধা পেতে পারেন। আবার শিশিরের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। পাকিস্তানকে হারাতে হলে ভারতকে বড় টার্গেট দিতে হবে।
পাকিস্তান দলে একটি পরিবর্তন। চোট পাওয়া পেসার শাহনওয়াজ দাহানির পরিবর্তে একাদশে মহম্মদ হাসনেইন। অভিজ্ঞ হাসান আলি ও হাসনেইনের মধ্যে একজনকে বেছে নিতে হত টিম ম্যানেজমেন্টকে। অভিজ্ঞ হাসান আলির থেকে প্রাধান্য পেলেন তরুণ পেসার হাসনেইন।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল শাহ, ইফতিকার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনেইন।
পাকিস্তানের বিরুদ্ধে ফিরলেন হার্দিক পান্ডিয়া। দলে তিনটি পরিবর্তন। রবীন্দ্র জাডেজার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেলেন দীপক হুডা। আবেশ খানের পরিবর্তে রবি বিষ্ণোই।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার।
সুপার ফোর-এর মহারণে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত পাকিস্তানের।
মঞ্চ প্রস্তুত। দর্শক সমাগমে গমগম করছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। কিছুক্ষণ পরেই টস করতে নামবেন বাবর আজম এবং রোহিত শর্মা। মহারণের আগে আইসিসির লেন্সে দুবাই স্টেডিয়ামের কিছু মুহূর্ত।
?? ??
Who will win today’s #AsiaCup2022 clash? ?#INDvPAK pic.twitter.com/7SisAfAbsJ
— ICC (@ICC) September 4, 2022
এশিয়া কাপের প্রথম ফাইনালিস্ট হবে কোন দল? জানিয়ে দিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সুপার ফোর-এ ভারত-পাকিস্তান ম্যাচের আগে শোয়েবর টুইট- স্নায়ুর চাপ ধরে রেখে খেলতে পারবে, খেলাটাকে উপভোগ করতে পারবে এবং ভালো ক্রিকেট খেলবে – আমার মতে তারাই হবে প্রথম ফাইনালিস্ট।
– Who so ever holds the nerves better, enjoys the Game & plays good cricket out there today, in my opinion will be the first finalist of Asia Cup 2022 #PakVsInd #IndVsPak #Cricket #AsiaCupT20 #Pakistan pic.twitter.com/kPLSPhZ18Z
— Shoaib Malik ?? (@realshoaibmalik) September 4, 2022
এশিয়া কাপে বহুবার খেলেছেন। সবচেয়ে পছন্দের স্মৃতি কোনটি? শেয়ার করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং পাকিস্তানের শোয়েব মালিক।
Ahead of the big game today, we caught up on 2 legends of the game from either sides of the border @harbhajan_singh and @realshoaibmalik
Check out this exclusive conversation and let us know which side are you on in the comments below.#DPWorldAsiaCup2022 #AsiaCup #INDvsPAK pic.twitter.com/rko93ZcuTI— Dubai International Stadium (@DubaiStadium) September 4, 2022
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। আজ একাদশে তাঁর পরিবর্ত কে? বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল নাকি অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন…
পাকিস্তান শিবিরে এই ম্যাচে ছিটকে গিয়েছেন পেসার শাহনওয়াজ দাহানি। হাসান আলি এবং মহম্মদ হাসনেইনের মধ্যে কাকে খেলানো হবে, ভাবনায় পাক শিবির।
পুরুষদের আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে রোহিত শর্মা ৩৫২০ রান করে সর্বাধিক রানের তালিকার শীর্ষে রয়েছেন। কিন্তু মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটার সুজি বেটস তাঁর চেয়ে বেশি রান করেছেন। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সুজি ৩৫৩১ রান করেছেন। আজ রোহিত ১২ রান করলে, সুজিকে টপকে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হবেন।
দুবাই স্টেডিয়ামে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। আর ৩ ঘণ্টার অপেক্ষা। গত রবিবারও এই মাঠেই খেলা হয়েছিল। মাঠ একই হলেও, এবার পিচ অন্য।
এক সপ্তাহের ব্য়বধানে ফের ভারতের সামনে পাকিস্তান। দলে চোট আঘাত। গত ম্যাচের হারের ধাক্কা। সব মিলিয়ে প্রবল চাপে পাকিস্তান শিবির। চাপ কমানোর মরিয়া চেষ্টায় পাকিস্তান শিবির।
পড়ুন বিস্তারিত… India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে চাপ কমানোর চেষ্টা, কোথায় গেলেন বাবর’রা?
এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট কোহলি। কয়েকটা অনবদ্য শট খেলেছিলেন। বিশেষত মিড উইকেটে ওভার বাউন্ডারি। ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। সিঙ্গাপুরের বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানে ইনিংস অ্যাঙ্কর করেছেন। এবার কি পাকিস্তানের বিরুদ্ধেও বড় রান দেখা যাবে?
এক সপ্তাহের ব্যবধানে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই নন, ক্রিকেটাররাও স্নায়ুর চাপে। ম্যাচের জন্য প্রস্তুত আর কারা?
India vs Pakistan has begun already!!!! @IrfanPathan @wasimakramlive #INDvsPAK @StarSportsIndia
Good luck today gents pic.twitter.com/c09cvQkg2c
— Scott Styris (@scottbstyris) September 4, 2022