India vs Pakistan: আগামী মাসেই ভারত-পাকিস্তান দ্বৈরথ? জেনে নিন কবে…

ক্রিকেটপ্রেমিরা এখন থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন...।

India vs Pakistan: আগামী মাসেই ভারত-পাকিস্তান দ্বৈরথ? জেনে নিন কবে...
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 12:30 AM

কলকাতা: ভারত-পাকিস্তান ক্রিকেটে আর দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না। ক্রিকেট প্রেমীদের অপেক্ষায় থাকতে হয় আইসিসি কিংবা এসিসি-র প্রতিযোগিতার জন্য। আগামী মাসেই ক্রিকেট মাঠে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। তবে প্রতিবেশি দেশ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের জেরে এশিয়া কাপ আয়োজন নিয়ে দোলাচল পরিস্থিতি তৈরি হয়েছিল। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফলভাবেই সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতীয় মহিলা ক্রিকেট দলও শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে খেলছে। ভরসার জায়গায় ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই শ্রীলঙ্কা বোর্ডের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক আশার কথা জানিয়েছিলেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান বিসিসিআই সচিব জয় শাহ। শ্রীলঙ্কার গত ভারত সফরের সময় ভারতীয় বোর্ড সচিব আশ্বাস দিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরানো হবে না। এদিন শ্রীলঙ্কা সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব। প্রতিযোগিতার দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান হাইপ্রোফাইল ম্য়াচ। এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২১ অগস্ট। ক্রিকেটপ্রেমিরা এখন থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন…।

বিস্তারিত আসছে…