কেপটাউন: দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের মেয়েদের বিশ্বকাপ। তবে এ বার সিনিয়র টিমের। জানুয়ারি মাসে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ফিরেছে ভারতের মেয়েরা (Women’s T20 World Cup 2023)। শেফালি ভার্মার নেতৃত্বে বাংলার তিতাস সাধু, রিচা ঘোষরা মেয়েদের ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী। ছোটরা ইতিহাস গড়েছে, এ বার পালা বড়দের। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গিয়েছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ভারতীয় দল অভিযান শুরু করছে রবিবার থেকে। কেপটাউনে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India Vs Pakistan)। টি-২০ বা ওডিআই কোনও ফরম্যাটেই এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি ভারতের সিনিয়র মহিলা টিম। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেই অভাব পূরণ করতে চায় ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট টিম।
ভারত ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে। কোথায়, কখন, কীভাবে দেখবেন ভারত বনাম পাকিস্তান ম্যাচ। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ভারত বনাম পাকিস্তান মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আগামীকাল, রবিবার (১২ ফেব্রুয়ারি) হবে।
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম পাকিস্তান মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। ম্যাচের আগে ৫.৩০টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে Tv9 Bangla ওয়েবসাইটে।
ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।