
ছোটদের এশিয়া কাপে ফের পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। আর এই জয়ের পরও আলোচনার কেন্দ্র কিন্তু একজনই। ভারতের পেস বোলার কিসান কুমার সিং। ম্যাচে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। যদিও আলোচনায় এই পার্ফরম্যান্সের কারণে উঠে আসেননি তিনি। তাঁর আলোচনার কেন্দ্রে আসার কারণ একটি ঘটনা। ম্যাচ চলাকালীন তিনি পাকিস্তানি ব্যাটার হুজাইফা আহসনের জুতোর ফিতে বেঁধে দেন। আর এইভাবেই স্পোর্টসম্যান স্পিরিটের একটা দৃষ্টান্ত তৈরি করেন তিনি।
ভারত যখন বল করছে, সেই সময় ৩৬তম অভার শেষ হওয়ার পর দেখা যায় এক পাক ব্যাটারের পায়ের জুতো খুলে গিয়েছে। আর সেই জুতোর ফিতে বাঁধতে তিনি সাহায্য চান ভারতীয় পেসারের কাছে। কিসান তখন তাঁর জুতোর ফিতে বেঁধে দেন। আর এই ছবি দেখা যেতেই তা হৃদয় ছুঁয়ে যায় ওয়াঘার দুই পারের মানুষেরই।
মাঠে এই স্পোর্টসম্যান স্পিরিট দেখালেও ম্যাচ শেষের পর ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। তা নিয়েও বেশ কিছু কথা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে। তবে, এটাও ঠিক এই ম্যাচ শেষে আইসিসি কিন্তু ভারত ও পাকিস্তান, দুই দলকেই আহ্বান জানিয়েছিল হাত মেলানোর জন্য।
রবিবারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। অ্যারন জর্জ করেন ৮৫ রান। যদিও এই ম্যাচে রান পাননি বৈভব সূর্যবংশী। জবাবে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫০ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে এই ম্যাচে ১টি উইকেট তুলে নেন বৈভব।