Asia Cup 2023: এশিয়া কাপে তিন বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! সূচি নিয়ে বড় আপডেট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 19, 2023 | 2:09 PM

India vs Pakistan: অগস্টে হতে চলেছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2023)। সূত্রের খবর, আজ বুধবার পিসিবি (PCB) প্রকাশ করবে এশিয়া কাপের সূচি।

Asia Cup 2023: এশিয়া কাপে তিন বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! সূচি নিয়ে বড় আপডেট
Asia Cup 2023: এশিয়া কাপে তিন বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান! সূচি নিয়ে বড় আপডেট

Follow Us

নয়াদিল্লি: সিনিয়রদের এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি এখনও প্রকাশ হয়নি। এরই মাঝে সামনে এসেছে আসন্ন এশিয়া কাপের (Asia Cup) খসড়া সূচি। এদিকে শ্রীলঙ্কায় হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। কলম্বোতে আজ, বুধবার দুপুর ২টো নাগাদ রয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। আজ যে দল জিতবে তারা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে। এরই মাঝে জানা গিয়েছে সিনিয়রদের এশিয়া কাপের সূচি নিয়ে বড় আপডেট। আজ, বুধবার পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপের সূচি ঘোষণা হতে পারে। ভারত-পাকিস্তান এ বারের এশিয়া কাপে তিন বার মুখোমুখি হতে পারে। এশিয়া কাপে কবে যুযুধান দুই দলের প্রথম ম্যাচ? বিস্তারিত জেনে নিন  TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সংবাদ ওয়েবসাইট ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, ৩০ অগস্ট নেপালের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে আয়োজক পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী, ৩১ অগস্ট এ বারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে একদিন আগে অর্থাৎ ৩০ অগস্ট টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

এ বারের এশিয়া কাপে ১৩টি ম্যাচ হবে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। গ্রুপ-বি-তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। দুই গ্রুপের সেরা ২ দল সুপার ফোর-এ খেলার যোগ্যতা অর্জন করবে। এবং ওই পর্বের সেরা ২ দল ফাইনালে মুখোমুখি হবে। এ বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। চলতি বছরেই হবে ওডিআই বিশ্বকাপ। ফলে নেপাল ছাড়া বাকি ৫ দলের কাছে এ বারের এশিয়া কাপ হতে চলেছে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি।

খসড়া সূচি অনুযায়ী সুপার ফোরের ১টি ম্যাচ ৬ সেপ্টেম্বর হবে। এ১ এবং বি-২-এর মধ্যে সেই ম্যাচটি পাকিস্তানে খেলা হবে। আর যদি পাকিস্তান ও ভারত সুপার ফোর পর্বে পৌঁছে যায়, তা হলে এই দুই দল আবার ১০ সেপ্টেম্বর ক্যান্ডিতে খেলবে। আর ফাইনালে যদি ফের দেখা যায় ভারত-পাক মহারণ, তা হলে সেটি হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।

Next Article
India vs West Indies 2023: দ্বিতীয় টেস্টের একাদশে বদল হবে? অধিনায়ক রোহিত যা বললেন…
MLC 2023: কাজে এল না রাসেল-রয়দের লড়াই, MLC-তে নাইটদের হারের হ্যাটট্রিক