India vs Pakistan: পাঁচ মিনিটে শেষ ভারত-পাক ম্যাচের টিকিট
এবারই প্রথম টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া (Australia)। মেলবোর্ন, সেডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, জিলং, হোবার্ট ও পার্থে হবে ৪৫ টি ম্যাচ।
মেলবোর্ন: খেলা ২৩ অক্টোবর। কিন্তু তার টিকিট বিক্রি শেষ ফেব্রুয়ারি মাসে। সময় লাগল মাত্র ৫ মিনিট। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) গ্রুপ লিগ ম্যাচের টিকিট ছাড়তেই তা পাঁচ মিনিটে শেষ। আয়োজকরা জানিয়ে দিয়েছে, ২০২২ টি-২০ বিশ্বকাপে রোহিত-বাবরদের ম্যাচের আর কোনও সাধারণ টিকিট তাদের হাতে নেই। টুর্নামেন্টের সূচি ঘোষণার পর প্রথমবার অনলাইনে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। আর প্রথম দিনেই গোটা টুর্নামেন্টের ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর সেই তালিকায় সবার আগে ভারত (India)-পাকিস্তান (Pakistan) ম্যাচ। আয়োজকদের আশা, গোটা টুর্নামেন্টে প্রায় ৮ লক্ষ মানুষ মাঠে বসে দেখবেন। বিশ্বকাপ শুরুর আগেই সেই টিকিট শেষ হয়ে যাবে। হিসেব অনুযায়ী অন্য ম্যাচের টিকিট পাওয়া গেলেও ভারত-পাক ম্যাচের টিকিট আর পাওয়ার আশা নেই। যা বাকি আছে সেটা কমপ্লিমেন্টারি ও ভিভিআইপি টিকিটি।
২২ গজে ভারত-পাকিস্তান ম্যাচকে বলা হয় মাদার অফ অল ব্যাটল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জন্য ক্রিকেট মাঠে একমাত্র আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয় এই দুটি দল। তাই ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে উন্মাদনা যে তুঙ্গে থাকবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। টিকিট বিক্রির পরিসংখ্যানও তার প্রমাণ। বিশ্বকাপের ইতিহাস বলে ২০২১ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান প্রতি বার ভারতের কাছে হেরেছে। তবে ২০২১ সালে আরব দেশে সেই মিথ ভেঙে দিয়েছে বাবর আজমের পাকিস্তান। সেই ম্যাচ যেমন পাকিস্তান সমর্থকদের মনে বাড়তি উন্মাদনা জুগিয়েছে, তেমনই ভারতীয় সমর্থকরা অপেক্ষায় আছেন, রোহিতের টিম ইন্ডিয়া কবে বদলা নেবে।
কোভিড গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের মতো খেলার মাঠেও বড় প্রভাব রেখে গিয়েছে। একাধিক টুর্নামেন্টের সূচি বদল হয়েছে। তারই ফল, পরপর দু’বছর টি-২০ বিশ্বকাপ। এ বারই প্রথম টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া (Australia)। মেলবোর্ন, সেডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, জিলং, হোবার্ট ও পার্থে হবে ৪৫ টি ম্যাচ। টুর্নামেন্ট আয়োজক কমিটির সিইও মিখেল ইনরাইট বলছেন, “দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মত। আমরা খুশি দর্শকদের টিকিট উপহার দিতে পেরেছি। টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল ২০২০ সালে, সেই সময় যাঁরা টিকিট বুক করেছিলেন, তাদের টিকিট দেওয়াটা আমাদের প্রথম লক্ষ্য ছিল।”
আরও পড়ুন : যুব প্রতিভা বাঁচাতে নতুন সিস্টেম চালু করতে চলেছে বোর্ড