Image Credit source: Twitter
কলকাতা: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে প্রথমবার শিকে ছেঁড়ে পাকিস্তানের (India vs Pakistan)। বিশ্বকাপের মঞ্চে সেবার প্রথম ভারতকে হারিয়ে দেয় বাবর আজমের দল। তার আগে পর্যন্ত যে কটি বিশ্বকাপে যে কটি ম্যাচে মুখোমুখি হয়েছে দুটি দল, একবারও পাকিস্তানের সৌভাগ্য হয়নি জেতার। আন্তর্জাতিক টি-২০ হোক বা শুধু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022), পরিসংখ্যানে ভারত বরাবরই এগিয়ে। আজ মেলবোর্নে চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগে পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
- ভারত বনাম পাকিস্তান মোট আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ বার।
- তার মধ্যে ভারত জিতেছে ৭ বার, পাকিস্তানের জয়ের সংখ্যা তিন। ১টি ম্যাচ টাই।
- শুধু যদি টি-২০ বিশ্বকাপ ধরা হয় তাহলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে খেলা হয়েছে ৬ বার। পাঁচবারই জিতেছে ভারত। ১ বার জয়ী পড়শি দেশ।
- ভারত সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ৮ উইকেটে।
- টি-২০তে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বড় জয় হল ১০ উইকেটে।
- ভারত সর্বাধিক রান তুলেছে ১৫৭।
- ভারতের সর্বনিম্ন স্কোর ১১৯।
- পাকিস্তান সর্বাধিক রান তুলেছে ১৫২।
- পাকিস্তানের সবচেয়ে কম স্কোর ১১৮।
- ভারত-পাকিস্তান দ্বৈরথে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৯ ম্যাচে চারটি অর্ধশতরান নিয়ে মোট ৪০৬ রান। সর্বাধিক রান অপরাজিত ৭৮।
- ভারতের বিরুদ্ধে সফল ব্যাটার মহম্মদ রিজওয়ান। তিন ম্যাচে ১৯৩ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৯।
- পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ৬ ম্যাচে ১০ উইকেট। ২৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং।
- সর্বাধিক উইকেটশিকারী প্রাক্তন পেসার উমর গুল। ৬টি ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট। তাঁর ৩৭ রানে ৪ উইকেট সেরা বোলিং ফিগার।