India vs Scotland Match Highlights, T20 World Cup 2021: দুরন্ত জয় ভারতের, নেট রান রেটেও উন্নতি, দুর্দান্ত বার্থডে গিফ্ট পেলেন কোহলি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 05, 2021 | 10:04 PM

India vs Scotland Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম স্কটল্যান্ড (Scotland) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Scotland Match Highlights, T20 World Cup 2021: দুরন্ত জয় ভারতের, নেট রান রেটেও উন্নতি, দুর্দান্ত বার্থডে গিফ্ট পেলেন কোহলি
ভারত বনাম স্কটল্যান্ড

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ আজ, শুক্রবারের ডাবল হেডার ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও কাইল কোয়ের্টজারের স্কটল্যান্ড (Scotland)। আজ জন্মদিনে টস ভাগ্য সঙ্গ দিল কোহলির। দুবাইতে টসে জিতে স্কটদের বিরুদ্ধে শুরুতে ফিল্ডিং করেছিল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভার খেলার আগেই স্কটরা অলআউট হয়ে যায়। ১৭.৪ ওভার খেলে ৮৫ রানে থামে স্কটল্যান্ড। রান তাড়া করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা-কেএল রাহুল। ৩০ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন ভারতীয় ওপেনাররা। তারপর রোহিতকে ফেরান ব্র্যাড হোয়েল। কিন্তু ততক্ষণে কাঙ্খিত জয়ের সামনে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লুরা। রোহিত ফেরার পর হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন কেএল রাহুল। আজ মাত্র ১৮ বলে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। তবে তারপরের বলেই উইকেট দিয়ে বসলেন তিনি। কিন্তু তাতেও কোনও সমস্যায় পড়েনি ভারত। কারণ সেইসময় ভারতের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ৪ রান। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। সপ্তম ওভারের প্রথম বলে ১ রান নেন কোহলি। গ্রিয়েভাস দ্বিতীয় বলটি ডট বল দিলেও ওই ওভারের তৃতীয় বলেই ছয় মেরে দলকে জয় এনে দিলেন স্কাই। নেট রান রেটেও যথেষ্ট উন্নতি করল ভারত।

এই মুহূর্তে পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠে এল ভারত। ৪ ম্যাচের দুটিতে জিতে বিরাটদের পয়েন্ট ৪। এবং নেট রান রেট +১.৬১৯। এরপর নজর থাকবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে। সেই ম্যাচে আফগানরা কিউয়িদের হারাতে পারলে সেমিফাইনালের জন্য শিকে ছিড়তে পারে কোহলিদের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Nov 2021 09:49 PM (IST)

    ৮ উইকেটে জয়ী ভারত

    সপ্তম ওভারের তৃতীয় বলে ছয় মেরে দলকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব। ৮১ বল বাকি থাকতেই দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিল বিরাটব্রিগেড।

  • 05 Nov 2021 09:46 PM (IST)

    লোকেশ রাহুল আউট

    ১৯ বলে ৫০ রান করে সাজঘরে ফিরলেন লোকেশ রাহুল। পাওয়ার প্লে-র শেষ বলে মার্ক ওয়াট নিলেন রাহুলের উইকেট।


  • 05 Nov 2021 09:43 PM (IST)

    কেএল রাহুলের হাফসেঞ্চুরি

    স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কেএল রাহুল

  • 05 Nov 2021 09:41 PM (IST)

    ৫ ওভারে ভারত ৭০/১

    পঞ্চম ওভারের শেষ বলে উইকেট দিয়ে বসলেন রোহিত শর্মা। ম্যাচ জিততে ভারতের চাই এখনও ১৬ রান। ব্র্যাড হোয়েলের এই ওভারে ১৭ রান তুলেছে ভারত।

  • 05 Nov 2021 09:40 PM (IST)

    রোহিত আউট

    পঞ্চম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরলেন হিটম্যান।

  • 05 Nov 2021 09:34 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    ৩.৫ ওভারেই ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করে ফেললেন রাহুল-রোহিত।

  • 05 Nov 2021 09:18 PM (IST)

    ১ ওভারে ভারত ৮/০

    মার্ক ওয়াটের প্রথম ওভারে ৮ রান তুলেছে ভারত।

  • 05 Nov 2021 09:14 PM (IST)

    রান তাড়া করতে নামল টিম ইন্ডিয়া

    রান তাড়া করতে নেমে পড়ল ভারত। ওপেনিংয়ে রয়েছেন কেএল রাহুল ও রোহিত শর্মা।

  • 05 Nov 2021 09:04 PM (IST)

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী বুমরা

    চলতি বিশ্বকাপে এখনও অবধি ৪টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন বুমরা

  • 05 Nov 2021 08:54 PM (IST)

    ৮৫ রানে অলআউট স্কটল্যান্ড

    নির্ধারিত ২০ ওভার খেলতেই পারল না স্কটরা। ১৭.৪ ওভার খেলেই অলআউট হয়ে গেল স্কটল্যান্ড। ভারতের ম্যাচ জিততে চাই ১২০ বলে ৮৬ রান।

  • 05 Nov 2021 08:48 PM (IST)

    রান আউট শারিফ

    ১৭তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন সেফান শারিফ

  • 05 Nov 2021 08:46 PM (IST)

    ম্যাকলয়েড আউট

    ১৭তম ওভারের প্রথম বলেই ক্যালাম ম্যাকলয়েডের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। সপ্তম উইকেট হারাল স্কটরা। ১৬ রান করে সাজঘরে ফিরলেন ম্যাকলয়েড

  • 05 Nov 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারে স্কটল্যান্ড ৭০/৬

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে স্কটল্যান্ড। ক্রিজে রয়েছেন ম্যাকলয়েড ও ওয়াট।

  • 05 Nov 2021 08:34 PM (IST)

    ক্রিস গ্রিয়েভাস আউট

    ১৪ তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস গ্রিয়েভাসকে এলবিডব্লিউয়ের আবেদন করে রিভিউ হারায় ভারত। তবে ওই ওভারের চতুর্থ বলেই গ্রিয়েভাসের উইকেট তুলে নেন অশ্বিন। বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়া তালুবন্দি করেন গ্রিয়েভাসের মারা বল। ১ রান করে আউট হলেন গ্রিয়েভাস।

  • 05 Nov 2021 08:25 PM (IST)

    মিচেল লিস্ক আউট

    ১২তম ওভারের দ্বিতীয় বলে মিচেল লিস্ককে ফেরালেন রবীন্দ্র জাডেজা। পঞ্চম উইকেট হারাল স্কটিশরা

  • 05 Nov 2021 08:15 PM (IST)

    ১০ ওভারে স্কটল্যান্ড ৪৪/৪

    ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে স্কটরা।

    ম্যাকলয়েড ৬*, লিস্ক ১০*

  • 05 Nov 2021 08:05 PM (IST)

    ম্যাথু ক্রস আউট

    ২ রান করে রবীন্দ্র জাডেজার শিকার হলেন ম্যাথু ক্রস। সপ্তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হলেন ক্রস।

  • 05 Nov 2021 08:01 PM (IST)

    রিচি ব্যারিংটন আউট

    সপ্তম ওভারের তৃতীয় বলে রিচি ব্যারিংটনকে সাজঘরে পাঠালেন রবীন্দ্র জাডেজা। কোনও রান না করেই মাঠ ছাড়লেন রিচি।

     

  • 05 Nov 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে স্কটিশরা। ষষ্ঠ ওভারে কোনও রান দেননি মহম্মদ সামি। তবে তুলে নিয়ে জর্জ মুনসির উইকেট।

  • 05 Nov 2021 07:54 PM (IST)

    মুনসিকে ফেরালেন সামি

    স্কটল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ২৪ রান করে মহম্মদ সামির শিকার হলেন স্কট ওপেনার জর্জ মুনসি।

  • 05 Nov 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে স্কটল্যান্ড ১৩/১

    তিন ওভারের খেলা হয়ে গিয়েছে। তার মধ্যে ১টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। ১৩ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে স্কটরা

  • 05 Nov 2021 07:41 PM (IST)

    ক্যাপ্টেন কোয়ের্টজার আউট

    তৃতীয় ওভারের তৃতীয় বলে স্কট ক্যাপ্টেন কাইল কোয়ের্টজারের উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। ১ রান করে সাজঘরে ফিরে গেলেন কোয়ের্টজার

  • 05 Nov 2021 07:34 PM (IST)

    ১ ওভারে স্কটল্যান্ড ৮/০

    প্রথম ওভারে জসপ্রীত বুমরা দিয়েছেন ৮ রান। যার মধ্যে রয়েছে মুনসির ব্যাট থেকে একটি ছয়। ১ ওভারে স্কটল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮।

  • 05 Nov 2021 07:30 PM (IST)

    স্কটল্যান্ডের ইনিংস শুরু

    স্কটদের হয়ে ওপেনিংয়ে নামলেন জর্জ মুনসি ও কাইল কোয়ের্টজার।

  • 05 Nov 2021 07:12 PM (IST)

    স্কটল্যান্ডের প্রথম একাদশ

    স্কটল্যান্ডের প্রথম একাদশ: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস (উইকেটকিপার), রিচি ব্যারিংটন, মিচেল লিস্ক, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, সেফান শারিফ, আলাসদায়ের ইভানস ও ব্র্যাড হোয়েল।

  • 05 Nov 2021 07:11 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    শার্দূল ঠাকুরের বদলে আজ স্কটদের বিরুদ্ধে খেলবেন বরুণ চক্রবর্তী।

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।

  • 05 Nov 2021 07:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত।

    টসে জিতে শুরুতে স্কটল্যান্ডকে ব্যাটিং করতে পাঠালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • 05 Nov 2021 06:58 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    ক্যাপ্টেন কোহলির জন্মদিনে দুবাইতে ম্যাচ জেতার জন্যই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

  • 05 Nov 2021 06:50 PM (IST)

    দুবাইয়ের পিচ দর্শন

    দুবাইয়ের এই পিচে হবে আজকের ভারত-স্কটল্যান্ড ম্যাচ

  • 05 Nov 2021 06:37 PM (IST)

    জন্মদিনে ভিকের হাসি থাক অমলিন

    আজ ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। দুবাইতে আর কিছুক্ষণের মধ্যে স্কটদের মুখে নামবে বিরাগব্রিগেড। ম্যাচ জিতে এই হাসিই যেন থাকে অমলিন তারই প্রার্থনায় ভারতবাসীরা।

  • 05 Nov 2021 06:32 PM (IST)

    ভারতকে হুংকার দিচ্ছে স্কটরা

    আর কিছুক্ষণের মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-স্কটল্যান্ড। ম্যাচের আগে হুংকার ছেড়ে রাখল স্কটরা