
জোহানেসবার্গ: ইটস টাইম ফর আফ্রিকা… দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ সিরিজ জিততে পারেনি মেন ইন ব্লু। ৩ ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ হয়েছে। আগামিকাল থেকে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের ওডিআই সিরিজ। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনালে শেষ বার ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিল ভারতীয় দল। এক মাস অতিক্রান্ত হওয়ার কিছুটা আগেই ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে ভারতীয় টিম (Team India)। টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ওডিআই সিরিজে অবশ্য বদলাচ্ছে ভারতের নেতা। ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোথায়, কখন এবং কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচ।
বিদেশের মাটিতে আগামিকাল অভিষেক হতে পারে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি সাই সুদর্শনের। আইপিএলে নজর কেড়েছিলেন সাই। এমার্জিং এশিয়া কাপেও ভালো খেলেছিলেন। জো’বার্গে তাঁকে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন সাই। টেস্ট স্কোয়াডেও রয়েছেন তিনি।
হেড টু হেড – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৯১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৩৮ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০। আর ৩টি ম্যাচ নিষ্ফলা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি কবে হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি আগামিকাল রবিবার (১৭ ডিসেম্বর) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিট নাগাদ। তার আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দূরদর্শনে বিনামূল্যে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ উপভোগ করতে পারবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও বিনামূল্যে ক্রিকেট প্রেমীরা এই ম্যাচ দেখার সুযোগ পাবেন।