IND vs SA 1st Test Day 2 Highlights: সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 27, 2021 | 5:46 PM

India vs South Africa 1st Test Day 2 Live Score: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 1st Test Day 2 Highlights: সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা
প্রোটিয়াদের দেশে মুখোমুখি কোহলি-এলগার

Follow Us

সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনের শেষে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়নে শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সুপারস্পোর্ট পার্কে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। বিরাটের ডেপুটি সেঞ্চুরিয়নে প্রথম দিন সেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন। প্রথম দিনের শেষে ৮১ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন রাহানে। ২৪৮ বল খেলে ১২২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল। তবে প্রথম ইনিংসে বড় রান পাননি ক্যাপ্টেন ভিকে। মাত্র ৩৫ রানে থেমে যান তিনি। ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা লুনগি এনগিডির প্রথম বলেই ডাক হয়ে ফেরেন। প্রথম দিন প্রোটিয়াদের তিনটি সাফল্যই এনে দিয়েছিলেন লুনগি এনগিডি।

বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়েছে। বার বার বৃষ্টির কারণে, আজ একটিও বল মাঠে গড়াল না। দীর্ঘ অপেক্ষার পর, শেষ মেশ খেলা স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হয়েছে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Dec 2021 05:40 PM (IST)

    বৃষ্টির কারণে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা

    বিসিসিআইয়ের তরফ থেকে টুইটারে জানিয়ে দেওয়া হল, বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হল।

  • 27 Dec 2021 04:35 PM (IST)

    ফের বৃষ্টি সুপারস্পোর্ট পার্কে

    বিসিসিআইয়ের টুইটারে জানানো হল, সেঞ্চুরিয়নে এখনও বৃষ্টি পড়ছে। মাঠ ঢাকা রয়েছে কভার দিয়ে।


  • 27 Dec 2021 04:30 PM (IST)

    বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম সেশন

    সেঞ্চুরিয়নে ক্রমাগত বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।

  • 27 Dec 2021 03:50 PM (IST)

    মাঠ পরিদর্শনের সময় জানাল বিসিসিআই

    বৃষ্টি থেমে গিয়েছে সেঞ্চুরিয়নে। ৪.১৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।

  • 27 Dec 2021 03:02 PM (IST)

    সেঞ্চুরিয়নে ফের বৃষ্টি

    বৃষ্টি থেমে গিয়েছিল সেঞ্চুরিয়নে। ফলে ৩ টে নাগাদ মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে সেঞ্চুরিয়নে। ফলে আবার মাঠ কভার করতে হল। এবং বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিচ্ছেন কোহলি-এলগাররা।

  • 27 Dec 2021 02:40 PM (IST)

    বিকেল ৩টে নাগাদ মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা

    সেঞ্চুরিয়নে থেমেছে বৃষ্টি। ভারতীয় সময় অনুসারে বিকেল ৩টে নাগাদ মাঠ পরিদর্শন করতে নামবেন আম্পায়াররা।

  • 27 Dec 2021 01:30 PM (IST)

    বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে ম্যাচ

    বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে দেরিতে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা

  • 27 Dec 2021 01:01 PM (IST)

    ভিডিওতে দেখুন কীভাবে পূজারাকে টেস্টের প্রথম দিন ডাক করেছিলেন এনগিডি

  • 27 Dec 2021 12:52 PM (IST)

    সেঞ্চুরিয়নে বৃষ্টি.. এখন সময় অপেক্ষার

    বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সেঞ্চুরিয়নে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফলে এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে দুই দলকে।

  • 27 Dec 2021 12:33 PM (IST)

    সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করে কী বললেন রাহুল জানেন?

    দেখুন ভিডিও

India vs South Africa: কেএল রাহুলের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত
India vs South Africa: ‘আমি এতটা শান্ত থাকতে পারি, দেখে নিজেই অবাক হয়েছি’, কেএল রাহুল