সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনের শেষে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়নে শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সুপারস্পোর্ট পার্কে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। বিরাটের ডেপুটি সেঞ্চুরিয়নে প্রথম দিন সেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন। প্রথম দিনের শেষে ৮১ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন রাহানে। ২৪৮ বল খেলে ১২২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল। তবে প্রথম ইনিংসে বড় রান পাননি ক্যাপ্টেন ভিকে। মাত্র ৩৫ রানে থেমে যান তিনি। ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা লুনগি এনগিডির প্রথম বলেই ডাক হয়ে ফেরেন। প্রথম দিন প্রোটিয়াদের তিনটি সাফল্যই এনে দিয়েছিলেন লুনগি এনগিডি।
বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়েছে। বার বার বৃষ্টির কারণে, আজ একটিও বল মাঠে গড়াল না। দীর্ঘ অপেক্ষার পর, শেষ মেশ খেলা স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের তরফ থেকে টুইটারে জানিয়ে দেওয়া হল, বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হল।
Unfortunately, due to the large volume of rain today at Centurion, play has been called off for the day. #SAvIND pic.twitter.com/NQ5Jbc8MlJ
— BCCI (@BCCI) December 27, 2021
বিসিসিআইয়ের টুইটারে জানানো হল, সেঞ্চুরিয়নে এখনও বৃষ্টি পড়ছে। মাঠ ঢাকা রয়েছে কভার দিয়ে।
It's pouring at SuperSport Park ?️
It's gotten darker as well as the ground remains under covers ?#SAvIND pic.twitter.com/vdUJiNeDTS
— BCCI (@BCCI) December 27, 2021
সেঞ্চুরিয়নে ক্রমাগত বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।
বৃষ্টি থেমে গিয়েছে সেঞ্চুরিয়নে। ৪.১৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
UPDATE: There will be a field inspection at 12:45 PM SAST here in Centurion #SAvIND
— BCCI (@BCCI) December 27, 2021
বৃষ্টি থেমে গিয়েছিল সেঞ্চুরিয়নে। ফলে ৩ টে নাগাদ মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে সেঞ্চুরিয়নে। ফলে আবার মাঠ কভার করতে হল। এবং বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিচ্ছেন কোহলি-এলগাররা।
UPDATE: Just when it was getting brighter here in Centurion, it has started to rain once again ?️
The covers are back on the field
Early Lunch has been taken ?
Lunch timing: 11:30 AM SAST to 12:10PM SAST ?#SAvIND pic.twitter.com/1Xd4V7sPmG
— BCCI (@BCCI) December 27, 2021
সেঞ্চুরিয়নে থেমেছে বৃষ্টি। ভারতীয় সময় অনুসারে বিকেল ৩টে নাগাদ মাঠ পরিদর্শন করতে নামবেন আম্পায়াররা।
?RAIN DELAY UPDATE
The umpires will inspect the grounds at 11:30 and lunch break will also be moved forward to 11:30 to account for the delayed start of play.#SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/K5kF12uPaD
— Cricket South Africa (@OfficialCSA) December 27, 2021
বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে দেরিতে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা
?RAIN DELAY
Persistent rain has put a halt to the start of play on Day 2 of the 1st Test of the #FreedomTestSeries at SuperSport Park.
?? @BCCI are 272/3 #SAvIND #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/FLxNXKXkM5
— Cricket South Africa (@OfficialCSA) December 27, 2021
What a catch by Keegan Petersen to dismiss Cheteshwar Pujara?
Head to the CSA App for a recap of all the action from Day 1 of the first Test of the #FreedomTestSeries: https://t.co/qffnjyuCW8#SAvIND #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/IysvUMzEvh
— Cricket South Africa (@OfficialCSA) December 27, 2021
বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সেঞ্চুরিয়নে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফলে এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে দুই দলকে।
It's a rainy morning here in Centurion ⛈️
We are waiting for the skies to clear up ??#TeamIndia | #SAvIND pic.twitter.com/wxkFWDEbnS
— BCCI (@BCCI) December 27, 2021
দেখুন ভিডিও
Car conversations with 'Centurion' @klrahul11 ? ?️
From emotions on scoring ton ? to forming partnerships ?? & batting mindset ?.
The #TeamIndia opener discusses it all after Day 1 of the 1st #SAvIND Test. ? – By @28anand
Full interview ? ?https://t.co/d2DooNWtrG pic.twitter.com/Y0ONWu5vQ3
— BCCI (@BCCI) December 27, 2021