সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনের শেষে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়নে শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সুপারস্পোর্ট পার্কে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তোলে ২৭২ রান। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা হয়নি।
তৃতীয় দিন শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের শাসন করতে থাকেন এনগিডি-রাবাডারা। ৩২৭ রানে অলআউট হয়ে গেল কোহলির ভারত। ৬ টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা, ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং একটি উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল (১২৩)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে (৬০)। এছাড়া বিরাট করেছেন ৩৫ রান এবং ৪৮ রান করেছেন অজিঙ্ক রাহানে।
১৯৭ রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের টিম। এই মুহূর্তে ভারতের থেকে ১৩০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। এবং একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৩ ওভার বল করলেও কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।
তৃতীয় দিনের শেষবেলায় ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায়। তৃতীয় দিনের শেষে ৬ ওভার ব্যাটিং করেছে ভারত। তার মধ্যে ১ উইকেট হারিয়ে ১৬ রান তোলে ভারত। ক্রিজে কেএল রাহুল (৫) ও শার্দূল ঠাকুর (৪)।
তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ ওভার ব্যাটিং করেছে। ১ উইকেট হারিয়ে তুলেছে ১৬ রান।
Stumps in Centurion ?
India lose Mayank Agarwal but are in a commanding position after a brilliant effort from their pacers. #WTC23 | #SAvIND pic.twitter.com/o597hU0Z9r
— ICC (@ICC) December 28, 2021
মার্কো জ্যানসেন ফেরালেন মায়াঙ্ক আগরওয়ালকে। ৪ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক।
৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১২ রান।
ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।
১৯৭ রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের টিম। এই মুহূর্তে ভারতের থেকে ১৩০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। এবং একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৩ ওভার বল করলেও কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।
Innings Break!
A 5-wkt haul for @MdShami11 as South Africa are all out for 197 runs.#TeamIndia have a lead of 130.
Scorecard – https://t.co/eoM8MqSQgO #SAvIND pic.twitter.com/1a3JnHphIM
— BCCI (@BCCI) December 28, 2021
মহম্মদ সামির বলে আউট হলেন কাগিসো রাবাডা। টেস্ট ক্রিকেটে ২০০ তম উইকেট পেলেন সামি।
Double delight for Mohammad Shami ?
He completes his five-for and scalps his 200th Test wicket with the dismissal of Kagiso Rabada.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/qi2EfKzn5Z pic.twitter.com/Mh5h7lzFZy
— ICC (@ICC) December 28, 2021
৬০ ওভারের খেলা শেষ। ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ১৯২ রান।
শার্দূল ঠাকুর তুলে নিলেন মার্কো জ্যানসেনের উইকেট। আট নম্বর উইকেট হারাল ভারত।
South Africa are eight down!
Shardul Thakur traps Marco Jansen in front of the stumps for 19.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/qi2EfKzn5Z pic.twitter.com/Yqq2HolKZq
— ICC (@ICC) December 28, 2021
ভারতীয় উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ, সব থেকে দ্রুততম ১০০ শিকার করলেন।
A century of dismissals for @RishabhPant17 from behind the stumps in whites??
He becomes the fastest Indian wicket-keeper to achieve this feat.#SAvIND pic.twitter.com/6pHpfnLDO1
— BCCI (@BCCI) December 28, 2021
তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শেষের দিকে। ৫৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে প্রোটিয়ারা।
৫০ ওভারের খেলা শেষ। ৭ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ১৫৪ রান।
হাফসেঞ্চুরি করার পরই মহম্মদ সামির শিকার হলেন তেম্বা বাভুমা (৫২)। সাত নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
Fifty and gone!
Mohammad Shami ends Temba Bavuma's resistance, who is back in the hut for 52.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/qi2EfKzn5Z pic.twitter.com/yS9JOG3V0j
— ICC (@ICC) December 28, 2021
৪৬.২ ওভারে মহম্মদ সামির বল বাউন্ডারিতে পাঠিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তেম্বা বাভুমা।
মহম্মদ সামি ফেরালেন মুল্ডারকে। ছ’নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১২ রান করে সাজঘরে ফিরলেন মুল্ডার।
Edged and gone ?
Mohammad Shami scalps the wicket of Wiaan Mulder for 12.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/qi2EfKzn5Z pic.twitter.com/gDznWps1Xo
— ICC (@ICC) December 28, 2021
চা বিরতির পর ফের খেলা শুরু। ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১১৬ রান।
চা বিরতির পর ক্রিজে ফিরলেন বাভুমা-মুল্ডার। তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু।
চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১০৯। ক্রিজে বাভুমা এবং মুল্ডার।
Tea in Centurion ☕
Four wickets for India in the session, with Quinton de Kock departing on the stroke of the break.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/qi2EfKzn5Z pic.twitter.com/lDiRnC0jFh
— ICC (@ICC) December 28, 2021
ক্রিজে তেম্বা বাভুমা এবং মুল্ডার। ৩৫ ওভারে প্রোটিয়ারা ৫ উইকেট হারিয়ে তুলেছে ১০৮ রান।
কুইন্টন ডি’ককের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতকে পঞ্চম উইকেট এনে দিলেন শার্দূল ঠাকুর।
৩১.১ ওভারে দলগত শতরান পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা।
South Africa bring up their 100 ?
Temba Bavuma and Quinton de Kock have bailed the home side, who were 32/4, out of trouble.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | https://t.co/fMLQOAlOtd pic.twitter.com/S8Aw4dqZHR
— ICC (@ICC) December 28, 2021
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ২৫ ওভারের খেলা শেষ। ৪ উইকেট খুইয়ে ৬৭ রান তুলেছে প্রোটিয়ারা।
৪ উইকেট হারিয়ে ২০ ওভারে প্রোটিয়ারা তুলেছে ৫৫ রান।
প্রথম ইনিংসে বোলিং করার সময় ডান পায়ের গোঁড়ালি মচকে গিয়েছে জশপ্রীত বুমরার। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছে বিসিসআইয়ের মেডিকেল টিম। তাঁর বিকল্প হিসেবে মাঠে নেমেছেন শ্রেয়স আইয়ার।
Update: Jasprit Bumrah has suffered a right ankle sprain while bowling in the first innings.
The medical team is monitoring him at the moment.
Shreyas Iyer is on the field as his substitute.#SAvIND
— BCCI (@BCCI) December 28, 2021
১৫ ওভারের খেলা শেষ। ইতিমধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। এবং স্কোরবোর্ডে তুলেছে ৩৩ রান
এইডেন মার্করামের পর রাসি ভ্যান দার দুসেনের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সিরাজ ফেরালেন দুসেনকে। চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা।
এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ১৩ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া ওপেনার।
South Africa lose their third!
Mohmmad Shami bowls Aiden Markram for 13.#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/RauR52jr5V
— ICC (@ICC) December 28, 2021
সেঞ্চুরিয়নে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৩০ রান।
লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরেই মহম্মদ সামির শিকার হলেন কিগান পিটারসেন। দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১৫ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন এইডেন মার্করাম এবং কিগান পিটারসেন
লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২১।
A terrific first session saw a total of eight wickets falling.#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/PlW6oltD9q
— ICC (@ICC) December 28, 2021
প্রথম ৫ ওভারের খেলা শেষ। অধিনায়ক এলগারের উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে প্রোটিয়ারা।
জশপ্রীত বুমরা শুরুতেই ফেরালেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে। প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
Just the start India needed!
Jasprit Bumrah removes Dean Elgar in the first over for 1.#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/w1sENrzXAR
— ICC (@ICC) December 28, 2021
ওপেনিংয়ে নামলেন এইডেন মার্করাম ও ডিন এলগার।
৩২৭ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। ৬টি উইকেট নিয়েছেন লুনগি এনগিডি। ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং একটি উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল (১২৩)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে (৬০)। এছাড়া বিরাট করেছেন ৩৫ রান এবং ৪৮ রান করেছেন অজিঙ্ক রাহানে।
Innings Break!#TeamIndia lose 7 wickets in the morning session and are all out for 327 in the first innings of the 1st Test.
Scorecard – https://t.co/eoM8MqSQgO #SAvIND pic.twitter.com/1NVXu6dqsR
— BCCI (@BCCI) December 28, 2021
তৃতীয় দিনের খেলা চলছে। এখন ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরা।
সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি লেখেন, ‘তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বোলাররা যেভাবে পারফর্ম করেছে তা বিস্ময়কর। সমস্ত ভারতীয় সমর্থকদের অনেক আশা ছিল পন্থের কাছ থেকে। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারেনি ও। এটাকে বলব ওর অসাবধানতা নাকি বোলারদের দুর্দান্ত স্টাইল। এই মুহুর্তে পন্থের দায়িত্বশীলভাবে খেলা উচিত ছিল, আপনার কী মনে হয়?’
– Vinod Kambli (@vinodkambli) 28 Dec 2021
দ্রুতগতিতে একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। মহম্মদ সামির উইকেট তুলে নিলেন এনগিডি। ৮ রান করে মাঠ ছাড়লেন সামি।
শার্দূল ঠাকুরের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। ৪ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় অলরাউন্ডার।
তৃতীয় দিন শুরু থেকেই উইকেট হারাচ্ছে ভারত। ১০০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩০৪ রান।
পরপর উইকেট হারাচ্ছে ভারত। এ বার ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।
A five-for for Lungi Ngidi ?
India have already lost four wickets for 24 runs this morning!#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/jOXBLFN9BJ
— ICC (@ICC) December 28, 2021
রবিচন্দ্রন অশ্বিনকে ফেরালেন কাগিসো রাবাডা। ছ’নম্বর উইকেট হারাল ভারত।
অজিঙ্ক রাহানের উইকেট হারাল ভারত। ৪৮ রান করে সাজঘরে ফিরলেন রাহানে। এনগিডি প্রোটিয়াদের এনে দিলেন পঞ্চম উইকেট।
তৃতীয় দিন তাড়াতাড়ি লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১২৩ রানে সাজঘরে ফিরলেন রাহুল।
Big blow for India!
Kagiso Rabada removes KL Rahul for 123, breaking the 79-run fourth-wicket stand.#WTC23 | #SAvIND | https://t.co/fMLQOADpkL pic.twitter.com/ywFjUFoISW
— ICC (@ICC) December 28, 2021
KL Rahul's fine innings comes to an end on 123.#TeamIndia 278/4 #SAvIND pic.twitter.com/y2aKIXcGOL
— BCCI (@BCCI) December 28, 2021
তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে কেএল রাহুল ও অজিঙ্ক রাহানে।
India will resume day three in Centurion on 272/3, with KL Rahul (122*) and Ajinkya Rahane (40*) at the crease ?
How many runs will they add in the first session? ?
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 pic.twitter.com/RQuUCGYB0J
— ICC (@ICC) December 28, 2021
তৃতীয় দিন ৯৮ ওভারের খেলা হওয়ার কথা। দেখে নিন তৃতীয় দিনের শিডিউল…
A very good morning here in Centurion ?
It's bright and sunny ☀️☀️
Updated Playing times for Day 3 ??
1st session: 10:00 – 12:00
2nd session: 12:40 – 15:10
3rd session: 15:30 – 17:30Overs for the day – 98 overs
**All listed timings in SAST#SAvIND pic.twitter.com/fV49ITWx8c
— BCCI (@BCCI) December 28, 2021
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা।
??The #Proteas dive into action once again on Day 3 of the 1st Test in the #FreedomTestSeries ?
? Catch it live on SuperSport Grandstand and SABC 3
? Ball by Ball https://t.co/c1ztvrT95P#SAvIND #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/PPA5qxyUUE— Cricket South Africa (@OfficialCSA) December 28, 2021