ডারবান: নতুন বছরেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup 2024)। তার আগে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে ভারতীয় শিবির। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছে ভারতীয় দল। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে সিরিজ রয়েছে। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রোটিয়াদের হারিয়ে টি-২০ সিরিজ জিতেছে ভারত। বর্তমানে ওডিআইতে মুখোমুখি হয়েছে মেন ইন ব্লু। প্রথম ওডিআইতে জয় পেয়েছে নীল জার্সিরা। এ বার জয়রথ ধরে রাখতে পরবর্তী লড়াইয়ে প্রোটিয়াদের মুখোমুখি হতে চলেছে ভারত। কবে, কখন শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দ্বিতীয় ওডিআই? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি কবে হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে ১৯ ডিসেম্বর, মঙ্গলবার।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে ৪.৩০ টের সময়।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটির টস কখন হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটির টস হবে বিকেল ৪ টের সময়।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি কোথায় হবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাভেথের বেরাহ স্টেডিয়ামে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটি কোথায় দেখা যাবে?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এ ছাড়া এই ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla -এর সাইটে।