IND vs SA 2nd Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের শেষে ভারত ৮৫/২, ক্রিজে রাহানে-পূজারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 04, 2022 | 10:21 PM

India vs South Africa 2nd Test Day 2 Live Score: জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 2nd Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের শেষে ভারত ৮৫/২, ক্রিজে রাহানে-পূজারা
জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

Follow Us

জোহানেসবার্গ: আজ জো’বার্গে ছিল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। নতুন বছরে শুরু হয়ে গিয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। ২০২ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। পয়া মাঠ জো’বার্গে খুব বেশি রান তুলতে পারল না লোকেশ রাহুলের দল। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কেএল রাহুল (৫০)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো জেনসেন (৪টি)। এবং ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। ২২৯ রানে শেষ হল প্রোটিয়াদের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তেম্বা বাভুমা (৫১)। ৭টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি একটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫। এই মুহূর্তে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Jan 2022 09:03 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    দ্বিতীয় দিনের খেলা শেষ। ক্রিজে চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫। এই মুহূর্তে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত।

  • 04 Jan 2022 09:02 PM (IST)

    ২০ ওভারে ভারত ৮৫/২

    দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫। এই মুহূর্তে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত।


  • 04 Jan 2022 08:43 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৫৫/২

    ক্রিজে অজিঙ্ক রাহানে-চেতেশ্বর পূজারা। ১৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫৫।

  • 04 Jan 2022 08:28 PM (IST)

    মায়াঙ্কের উইকেট হারিয়ে ফেলল ভারত

    ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডব্লিউ করলেন ডুয়ান অলিভিয়ের। ২৩ রান করে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক।

  • 04 Jan 2022 08:20 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩১/১

    দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা চলছে। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে ভারত।

  • 04 Jan 2022 08:05 PM (IST)

    ক্যাপ্টেন রাহুলের উইকেট হারাল ভারত

    কেএল রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন রাহুল

  • 04 Jan 2022 07:55 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৩/০

    দ্বিতীয় দিনই ব্যাট হাতে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার। ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে ভারত।

  • 04 Jan 2022 07:35 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 04 Jan 2022 07:25 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ

    ২২৯ রানে শেষ হল প্রোটিয়াদের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তেম্বা বাভুমা (৫১)। ৭টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি একটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। এই মুহূর্তে ভারতের থেকে ২৭ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 07:23 PM (IST)

    মার্কো জেনসেন আউট

    শার্দূল ঠাকুরের ষষ্ঠ শিকার হলেন মার্কো জেনসেন। ২১ রান করে সাজঘরে ফিরলেন জেনসেন। ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 07:03 PM (IST)

    মহারাজ আউট

    জশপ্রীত বুমরার বলে বোল্ড আউট হলেন কেশব মহারাজ।

  • 04 Jan 2022 06:58 PM (IST)

    ৭৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১৫/৭

    তৃতীয় সেশনের খেলা চলছে। ৭৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ২১৫।

  • 04 Jan 2022 06:32 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    তৃতীয় সেশনের খেলা শুরু। ক্রিজে মার্কো জেনসেন ও কেশব মহারাজ।

  • 04 Jan 2022 06:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১৯১। এই মুহূর্তে ১১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 06:11 PM (IST)

    ৭০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯১/৭

    ক্রিজে মার্কো জেনসেন ও কেশব মহারাজ। ৭০ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১৯১

  • 04 Jan 2022 06:03 PM (IST)

    রাবাডা আউট

    কাগিসো রাবাডার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতকে সপ্তম উইকেট এনে দিলেন মহম্মদ সামি

  • 04 Jan 2022 05:51 PM (IST)

    বাভুমা আউট

    তেম্বা বাভুমার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। হাফসেঞ্চুরি করার পরই শার্দূল ঠাকুরের বলে আউট হলেন তিনি।

  • 04 Jan 2022 05:49 PM (IST)

    বাভুমার হাফসেঞ্চুরি

    দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন তেম্বা বাভুমা।

  • 04 Jan 2022 05:42 PM (IST)

    কাইল ভেরেইনের উইকেট হারাল প্রোটিয়ারা

    ২১ রান করে সাজঘরে ফিরলেন কাইল ভেরেইন। শার্দূল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন ভেরেইন।
  • 04 Jan 2022 05:24 PM (IST)

    ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৭/৪

    দ্বিতীয় সেশনে এখনও উইকেট পায়নি টিম ইন্ডিয়া। ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৪৭

  • 04 Jan 2022 05:01 PM (IST)

    ৫৫ ওভারে প্রোটিয়ারা ১৩৩/৪

    এই মুহূর্তে ৬৯ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 04:36 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৯/৪

    দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৯ রান

  • 04 Jan 2022 04:16 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০২/৪

    শুরু হল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। ৪৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১০২

  • 04 Jan 2022 04:13 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে তেম্বা বাভুমা ও কাইল ভেরেইন।

  • 04 Jan 2022 03:36 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১০২। এই মুহূর্তে ১০০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 03:32 PM (IST)

    দুসেন আউট

    শার্দূল ফেরালেন রাসি ভ্যান দার দুসেনকে। ১৭ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন দুসেন।

  • 04 Jan 2022 03:24 PM (IST)

    পিটারসেন আউট

    শার্দূল ঠাকুর ফেরালেন দুরন্ত ফর্মে থাকা কেগান পিটারসেনকে। তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৬২ রান করে সাজঘরে ফিরলেন পিটারসেন।

  • 04 Jan 2022 03:08 PM (IST)

    পিটারসেনের হাফসেঞ্চুরি

    টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করলেন কেগান পিটারসেন।

  • 04 Jan 2022 03:03 PM (IST)

    ডিন এলগার আউট

    দ্বিতীয় দিনে প্রথম সাফল্য পেল ভারত। প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগারের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ২৮ রান করে সাজঘরে ফিরলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

  • 04 Jan 2022 02:44 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৪/১

    এলগার-পিটারসেন জুটিকে ভাঙতে পারছেন না সামি-বুমরারা। ৩৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ৭৪

  • 04 Jan 2022 02:27 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৩/১

    উইকেটের খোঁজে ভারত। এলগার-পিটারসেন জুটিতে এগিয়ে চলেছে প্রোটিয়ারা

  • 04 Jan 2022 01:39 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৮/১

    দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৩৮।

  • 04 Jan 2022 01:30 PM (IST)

    জো’বার্গে দ্বিতীয় দিনের খেলা শুরু

    দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল।

  • 04 Jan 2022 12:50 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরুর অপেক্ষা

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

Bengal Cricket: কোভিড আবহেই রঞ্জির জন্য বাংলার দল নির্বাচন
Indian Cricket: রোহিতকে ওজন ঝরানোর পরামর্শ