IND vs SA 2nd Test Day 4 Highlights: জো’বার্গে এলগারের দুরন্ত ব্যাটে সিরিজে প্রত্যাবর্তন প্রোটিয়াদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 06, 2022 | 9:56 PM

India vs South Africa 2nd Test Day 4 Live Score: জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 2nd Test Day 4 Highlights: জোবার্গে এলগারের দুরন্ত ব্যাটে সিরিজে প্রত্যাবর্তন প্রোটিয়াদের
জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

Follow Us

জোহানেসবার্গ: আজ জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি চতুর্থ দিনের খেলা। সেঞ্চুরিয়ন টেস্ট দাপটের সঙ্গে জিতলেও, জোহানেসবার্গের টেস্টে সমতা ফেরালেন এলগাররা। পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। ২০২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কেএল রাহুল (৫০)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো জেনসেন (৪টি)। এবং ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের।

২২৯ রানে শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তেম্বা বাভুমা (৫১)। ৭টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। এটাই কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স শার্দূলের। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি একটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা।

দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে থামে টিম ইন্ডিয়া। রাহানে-পূজারারা ২৪০ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ২ উইকেটে ১১৮। চতুর্থ দিন বৃষ্টির কারণে প্রথম দুটো সেশন ধুয়ে গেলেও, তৃতীয় সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে জিতলেন এলগাররা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Jan 2022 09:23 PM (IST)

    সিরিজে সমতা ফেরালেন এলগাররা

    ভারতের বিরুদ্ধে জোহানেসবার্গে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

  • 06 Jan 2022 09:11 PM (IST)

    ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২২৯/৩

    জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছেন ডিন এলগাররা। ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে


  • 06 Jan 2022 08:56 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার ২০০ রান

    ম্যাচ জিততে প্রোটিয়াদের আর চাই ৪০ রান।

    দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ব্যাট করছেন ৭৩ রানে। এবং তেম্বা বাভুমা রয়েছেন ১০ রানে

  • 06 Jan 2022 08:46 PM (IST)

    ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯২/৩

    চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার ওপর। ক্যাপ্টেন এলগারকে ক্রিজ থেকে টলাতে পারছেন না সামিরা। ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯২/৩

  • 06 Jan 2022 08:37 PM (IST)

    জয়ের কাছাকাছি প্রোটিয়ারা

    ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার আর চাই ৫০ রান।

  • 06 Jan 2022 08:28 PM (IST)

    ৫৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮০/৩

    চতুর্থ দিনের খেলা চলছে। ভারতের ম্যাচ জিততে এখনও চাই ৭ উইকেট।

  • 06 Jan 2022 08:20 PM (IST)

    দুসেনকে ফেরালেন সামি

    রাসি ভ্যান দার দুসেনকে সাজঘরে পাঠালেন মহম্মদ সামি। তৃতীয় উইকেট হারাল ভারত। ৪০ রান করে মাঠ ছাড়লেন দুসেন

  • 06 Jan 2022 08:02 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬১/২

    উইকেটের খোঁজে ভারত। চতুর্থ দিন এখনও একটিও উইকেট পায়নি টিম ইন্ডিয়া। ক্রমশ জয়ের দিকে এগোচ্ছেন এলগাররা। ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই আর ৭৯ রান

  • 06 Jan 2022 07:37 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩৯/২

    চতুর্থ দিনের খেলা চলছে। উইকেটের খোঁজে ভারত।

  • 06 Jan 2022 07:32 PM (IST)

    এলগারের হাফসেঞ্চুরি

    চতুর্থ দিনের খেলা শুরু হতেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার

  • 06 Jan 2022 07:16 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    বৃষ্টির কারণে চতুর্থ দিনের প্রথম ২ সেশনের খেলা ভেস্তে গিয়েছে। অবশেষে শুরু হল চতুর্থ দিনের খেলা

  • 06 Jan 2022 07:11 PM (IST)

    বৃষ্টি হওয়ার জন্য ভারতীয় পেসাররা কি সুবিধা পাবেন?

    আর ৫ মিনিট পরই শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। বৃষ্টি হওয়ার জন্য ভারতীয় পেসাররা কি সুবিধা পাবেন? জানা যাবে কিছুক্ষণ পরই।

  • 06 Jan 2022 06:40 PM (IST)

    জো’বার্গে থেমেছে বৃষ্টি

    জোহানেসবার্গে বৃষ্টি থেমে গিয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করার পর সিদ্ধান্ত নিয়েছেন, ৭.১৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

  • 06 Jan 2022 03:50 PM (IST)

    বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশনের খেলা

    বৃষ্টির কারণে ওয়ান্ডারার্সে প্রথম সেশনে একটি বলও গড়াল না

  • 06 Jan 2022 01:35 PM (IST)

    জো’বার্গে বৃষ্টি, দেরিতে শুরু হবে খেলা

    জো’বার্গে বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

  • 06 Jan 2022 12:57 PM (IST)

    কপিল দেবের রেকর্ড কি ভাঙতে পারবেন অশ্বিন?

    টেস্ট ক্রিকেটে কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪। এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট সংখ্যা ৪২৯।

  • 06 Jan 2022 12:45 PM (IST)

    কোন জায়গায় দাঁড়িয়ে ম্যাচ?

    দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে থামে টিম ইন্ডিয়া। রাহানে-পূজারারা ২৪০ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ২ উইকেটে ১১৮। ক্রিজে ক্যাপ্টেন ডিন এলগার (৪৬*) এবং রাসি ভ্যান দার দুসেন (১১*)। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে শেষ দু’দিনে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হবে ১২২ রান। আর টিম ইন্ডিয়ার চাই ৮ উইকেট।