জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ ছিল না ভারতের কাছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ একটি ম্যাচ আগেই ভেস্তে গিয়েছিল। ২০১৫ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। এ বারও সেই ধারা বজায় রইল। বেরহায় হারের পর শেষ ম্যাচে অনবদ্য ভাবে ঘুরে দাঁড়াল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে হয়। সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২০২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইনিংস। কুলদীপ যাদব ৫ উইকেট নেন। এ বার নজরে ওয়ান ডে সিরিজ। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
বেরহায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে ছিল ভারত। জোহানেসবার্গে ১০৬ রানের বিশাল ব্যবধানে জয়। সিরিজ অমীমাংসিত রাখল ভারত। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সেঞ্চুরি করেন। পাঁচ উইকেট নেন বার্থ ডে বয় কুলদীপ যাদব। এ বার নজরে ওয়ান ডে সিরিজ। বিস্তারিত পড়ুন : ক্যাপ্টেনের সেঞ্চুরি, বার্থ ডে বয়ের ফাইফার; সিরিজ অমীমাংসিত রাখল ভারত
জাডেজার বোলিংয়ে দুটি ওভার বাউন্ডারি মারেন ডেভিড মিলার। রাউন্ড দ্য উইকেট বোলিংয়ের সিদ্ধান্ত জাডেজার। দক্ষিণ আফ্রিকা ইনিংসে নবম ওভারে। মিলার সে সময় ১৮ রানে ব্যাট করছিলেন। প্রযুক্তিগত সমস্যার জেরে ছিল না ডিআরএস। নিশ্চিত কট বিহাইন্ডের আবেদন খারিজ করেন আম্পায়ার। ডিআরএস না থাকায় উইকেট থেকে বঞ্চিত ভারত। রিপ্লেতে পরিষ্কার আওয়াজ শোনা গিয়েছে।
পাওয়ার প্লে-তে তিন উইকেট নিয়েছিল ভারত। পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে রবীন্দ্র জাডেজা। প্রথম বলেই উইকেট। ফেরান প্রতিপক্ষ অধিনায়ক এইডেন মার্কর্যামকে।
কেরিয়ারের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান সূর্যকুমার যাদবের। প্রোটিয়াদের ২০২ রানের টার্গেট দিল ভারত। রেকর্ড গড়লেন স্কাই। বিস্তারিত পড়ুন: জো’বার্গে সেঞ্চুরিতে আকাশছোঁয়া নজির সূর্যকুমার যাদবের
ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। পরের বলেই আরও একটি ছয়। টি-টোয়েন্টিতে ছয় মারার রেকর্ডে বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন সূর্য। সামনে শুধুই রোহিত। যশস্বীর সঙ্গে জুটিতেও একশো পার।
যশস্বীর হাফসেঞ্চুরি, স্কাইও বিধ্বংসী মেজাজে। ৩৪ বলে হাফসেঞ্চুরিতে বাঁ হাতি ওপেনার। তিনিও ক্রমশও হাফসেঞ্চুরির পথে। দলের স্কোর একশো পার।
ভারতের একাদশ বাছাই নিয়ে ক্ষুব্ধ গৌতম গম্ভীর ও সঞ্জয় মঞ্জরেকর। বিস্তারিত পড়ুন: সিরিজ সেরা, এক নম্বর বোলার না হওয়াই ভালো! বিষ্ণোইকে হুঁশিয়ারি গম্ভীরদের
প্রথম পাওয়ার প্লে শেষ। ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ভারত। বিধ্বংসী ব্যাটিংয়েই ইনিংস গড়ার চেষ্টায় যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব।
ব্যাটিং প্যারাডাইসে ভারতের জোড়া ধাক্কা। পেসারদের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছিলেন। তৃতীয় ওভারে আক্রমণে বাঁ হাতি স্পিার কেশব মহারাজ। শুভমন গিল এবং তিলক ভার্মাকে পর পর ডেলিভারিতে ফেরালেন মহারাজ। ক্রিজে ক্যাপ্টেন সূর্য।
ব্যাটিং প্যারাডাইসে ইনিংস শুরু ভারতের। প্রত্যাশিত ভাবেই ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল জুটি। বোলিং ওপেন করছেন অভিষেককারী বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গার।
ভারতের একাদশ অপরিবর্তিত, দক্ষিণ আফ্রিকার তিন পরিবর্তন, অভিষেক হচ্ছে বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গারের
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং
দক্ষিণ আফ্রিকা একাদশ: ম্যাথিউ ব্রিৎজকে, রিজা হেনড্রিক্স, এইডেন মার্কর্যাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আন্দিলে পেকলুকায়ো, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ, ডোনোভান ফেরেরা, লিজাড উইলিয়ামস, তাবরাইজ শামসি।
টানা টস হার সূর্যকুমার যাদবের। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া শিবিরে তিন পরিবর্তন। ভারত অধিনায়ক একাদশ অপরিবর্তিত রেখেছেন।
স্কোয়ার বাউন্ডারি ছোট। এর আগে এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচে ছয়ের বন্যা হয়েছে। পিচ শুকনো। জো’বার্গে বৃষ্টির ভ্রুকুটি নেই। হাইস্কোরিং ম্যাচের সম্ভাবনা প্রবল।
গত দু-ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। প্রথম ম্যাচ ভেস্তেই গিয়েছিল। জো’বার্গে এখনও অবধি সেই সমস্যা নেই। প্লেয়াররা সঠিক সময়ে ওয়ার্ম আপে নেমে পড়েছেন। গত ম্যাচে ওপেন করেছিলেন যশস্বী ও শুভমন। তেমনই শ্রেয়স আইয়ারের জায়গায় তিনে খেলানো হয়েছিল তিলক ভার্মাকে। আজকের ম্যাচে ভারতের একাদশে একাধিক বদল হতে পারে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্পিনারদের জন্য সহায়তা থাকে। পিচ রিপোর্টের পরই চিত্রটা আরও পরিষ্কার হবে। যদি সেটাই হয়, ভারতীয় দল কি তিন স্পিনারে খেলবে? জাডেজা-কুলদীপের সঙ্গে দেখা যেতে পারে রবি বিষ্ণোইকেও।