মোহালি: আজ থেকে মোহালিতে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে ভারত। সেঞ্চুরি হাতছাড়া করেছেন পন্থ। হাফসেঞ্চুরি হাতছাড়া করেছেন কোহলি। টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে মেন ইন ব্লু। টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামলেন হিটম্যান। পাশাপাশি আজ বিরাট কোহলি তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন। লঙ্কানদের বিরুদ্ধে শেষ হওয়া টি-২০ ম্যাচে কোহলি বিশ্রামে ছিলেন। মোহালি টেস্টে নেই চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেরা। তাঁদের বদলে শ্রেয়স আইয়ারদের সামনে সুবর্ণ সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করার।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৪ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২০ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।
টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৯৬), হনুমা বিহারি (৫৮), বিরাট কোহলি (৪৫)। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।
বিরাট কোহলির শততম টেস্টে প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছেড়েছিলেন। তবে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ সেঞ্চুরির আশা দেখিয়েছিলেন। তবে ৯৬ রানের মাথায় সুরাঙ্গা লকমলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন পন্থ।
মোহালি টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ৬ উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ৩৫৭ রানে থামল ভারত।
টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৯৬), হনুমা বিহারি (৫৮), বিরাট কোহলি (৪৫)। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।
৯৬ রানের মাথায় উইকেট দিয়ে বসলেন ঋষভ পন্থ। সুরাঙ্গা লকমল ফেরালেন পন্থকে।
Rishabh Pant walks back after a brilliant knock of 96 off 97 deliveries.
Live – https://t.co/c2vTOXAx1p #INDvSL @Paytm pic.twitter.com/br0O7nDaIN
— BCCI (@BCCI) March 4, 2022
সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন পন্থ। ৮০ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ৩৩০।
৭৬.৩ ওভারে পন্থ-জাডেজা জুটিতে স্কোরবোর্ডে ৩০০ রান টপকে গেল টিম ইন্ডিয়া।
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
Rishabh Pant brings up a solid Test fifty ?
India are inching towards the 300-run mark.#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRndfA pic.twitter.com/j01uPxqm84
— ICC (@ICC) March 4, 2022
৭০ ওভারের খেলা শেষ। ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে টিম ইন্ডিয়া।
জাডেজা ব্যাট করছেন ১১ রানে। পন্থ রয়েছেন ৪৪ রানে।
ক্রিজে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ৬৫ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২৪১ রান।
২৭ রান করে ধনঞ্জয় ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার। পঞ্চম উইকেট হারাল ভারত।
Shreyas Iyer is trapped by Dhananjaya de Silva for 27.
Ravindra Jadeja joins Rishabh Pant at the crease.#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRndfA pic.twitter.com/heIQ5rCSsp
— ICC (@ICC) March 4, 2022
৬০ ওভারের খেলা শেষ। ঋষভ-শ্রেয়সে ভর করে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ৬০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলেছে টিম ইন্ডিয়া।
তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২০৪ রান।
চা বিরতির পর ফের শুরু হল প্রথম দিনের খেলা।
চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৯। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার।
এক নজরে প্রথম দিনের দ্বিতীয় সেশনে টিম ইন্ডিয়া- লাঞ্চ বিরতির পর ১০৯/২ রানে খেলা শুরু করে ভারত। দ্বিতীয় সেশনে ২টি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট-বিহারি জুটিতে মিলে ৯০ রান তোলে স্কোরবোর্ডে। ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়া ফেরান বিরাট কোহলিকে। এর পর মাঠে আসেন ঋষভ পন্থ। বিহারি-পন্থ জুটি জমাট হয়ে উঠতে পারেনি। ৫৮ রান করে বিষ্ণু ফের্নান্ডোর বলে আউট হন হনুমা বিহারি। এর পর ক্রিজে আসন শ্রেয়স আইয়ার। চা বিরতির আগে পর্যন্ত পন্থ-আইয়ার জুটিতে তোলে রান। চা বিরতিতে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১২*) ও শ্রেয়স আইয়ার (১৪*)।
India score 90 runs in the second session for the loss of Kohli and Vihari’s wickets.#WTC23 | #INDvSL | https://t.co/Etz8epQLdz pic.twitter.com/fKQIsGdNsh
— ICC (@ICC) March 4, 2022
হনুমা বিহারির উইকেট তুলে নিলেন বিশ্ব ফের্নান্ডো। চতুর্থ উইকেট হারাল ভারত।
৪৫ ওভারের খেলা শেষ। দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন কোহলির উইকেট হারিয়েছে ভারত। ৪৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৭৩।
মোহালিতে শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। ৪৫ রানের মাথায় এম্বুলডেনিয়ার বলে আউট হলেন ভিকে।
Huge breakthrough for Sri Lanka!
Virat Kohli departs for 45 in his 100th Test, Embuldeniya gets his second wicket.#WTC23 | #INDvSL | https://t.co/ScZZovuKMu pic.twitter.com/aZ9Uk5M5bB
— ICC (@ICC) March 4, 2022
টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-বিহারি জুটি। ৪০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৬০।
বিহারি ৫৩*, বিরাট ৩৯*
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হনুমা বিহারি।
FIFTY!
A fine half-century from @Hanumavihari in the 1st Test at Mohali. His 5th in Test cricket.
Live – https://t.co/c2vTOXAx1p #INDvSL @Paytm pic.twitter.com/qZsgup4AIZ
— BCCI (@BCCI) March 4, 2022
লঙ্কান বোলারদের সামলে এগিয়ে চলেছেন বিরাট-বিহারি। ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৪৩।
বিরাট কোহলি ও হনুমা বিহারির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।
That's a steady 50-run partnership between @Hanumavihari & @imVkohli ??
Live – https://t.co/XaUgORcj5O #INDvSL @Paytm pic.twitter.com/NgzmanYcE5
— BCCI (@BCCI) March 4, 2022
দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৩০ ওভারে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ১২৪ রান।
লাঞ্চ বিরতির পর পুনরায় খেলা শুরু হল।
লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১০৯। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও হনুমা বিহারি। বিরাট ব্যাট করছেন ১৫ রানে ও বিহারি রয়েছেন ৩০ রানে।
এক নজরে প্রথম দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া- রোহিত-মায়াঙ্কের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫২ রান তুলেছিল। এরপর লাহিরু কুমারা প্রথম সাফল্য এনে দেন শ্রীলঙ্কাকে। ভারত অধিনায়ককে তিনি ফেরান ২৯ রানের মাথায়। এর পর তিন নম্বরে নামেন হনুমা বিহারি। তাঁর সঙ্গে জুটিতে মায়াঙ্ক তোলেন ২৮ রান। ১৮.৩ ওভারে দ্বিতীয় ধাক্কা খায় ভারত। লাসিথ এম্বুলডেনিয়া ফেরান মায়াঙ্ককে। ৪৯ বল খেলে ৩৩ রান করে মাঠ ছাড়েন মায়াঙ্ক। এরপর শততম টেস্ট খেলতে চার নম্বরে নামেন বিরাট কোহলি। লাঞ্চ বিরতি অবধি বিরাট-বিহারি জুটিতে তুলেছে ২৯ রান।
That's Lunch on Day 1 of the 1st Test.#TeamIndia 109/2 https://t.co/c2vTOXAx1p #INDvSL @Paytm pic.twitter.com/u4uyIGBbsn
— BCCI (@BCCI) March 4, 2022
২৫ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে রোহিত শর্মার ভারত।
ক্রিজে বিরাট (১২*) ও বিহারি (২৯*)
২২.১ ওভারে টিম ইন্ডিয়া দলগত শতরান পূর্ণ করল
ক্রিজে বিরাট-হনুমা। ২০ ওভারের মধ্যে ২ ওপেনার ফিরেছেন সাজঘরে। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেট ৯১।
মায়াঙ্কের উইকেট তুলে নিলেন এম্বুলডেনিয়া। ৩৩ রান করে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।
Lasith Embuldeniya traps Mayank Agarwal in front for 33.
India are 80/2 in the 19th over.#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRndfA pic.twitter.com/Om7N41Xp1i
— ICC (@ICC) March 4, 2022
প্রথম ১৫ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে ভারত।
মায়াঙ্ক ৩২*, হনুমা ১২*
প্রথম ১০ ওভারের মধ্যে রোহিতের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫৩
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের উইকেট তুলে নিলেন লাহিরু কুমারা। প্রথম উইকেট হারাল ভারত। ২৯ রান করে মাঠ ছাড়লেন রোহিত।
Big wicket for Sri Lanka ☝️
Rohit Sharma (29) pulls one straight to the fielder at fine leg. India are 53/1 after 10 overs.#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRmFq2 pic.twitter.com/ehLPSdtnc7
— ICC (@ICC) March 4, 2022
৯.৩ ওভারে স্কোরবোর্ডে ভারত ৫০ রানের গণ্ডি পেরোল। একই সঙ্গে রোহিত-মায়াঙ্ক জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১০০তম টেস্ট ম্যাচের জন্য ক্যাপ পেলেন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে।
#TeamIndia Head Coach Rahul Dravid presents @imVkohli with his 100th baggy blue to commemorate his 100th appearance in whites.#VK100 | #INDvSL | @Paytm pic.twitter.com/PVFhsbe4Rj
— BCCI (@BCCI) March 4, 2022
৫ ওভারে মায়াঙ্ক-রোহিত জুটি তুলেছে ২৩ রান।
মায়াঙ্ক ব্যাট করছেন ১৩ রানে, রোহিত রয়েছেন ৯ রানে
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারতের ওপেনিং জুটি তুলেছে ৫ রান।
এখনও খাতা খুলতে পারেননি মায়াঙ্ক। রোহিতের ব্যাট থেকে এসেছে ৫ রান
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।
দেখে নিন লঙ্কানদের প্রথম একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরুমানে, পথুম নিসঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমারা এবং বিশ্ব ফের্নান্ডো।
India won the toss and elected bat first in the ??'s 300th Test!#INDvSL
Here's your playing XI ⬇️ pic.twitter.com/GS2IIzEWN6— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 4, 2022
দেখুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা ও জয়ন্ত যাদব।
Captain Rohit Sharma wins the toss and elects to bat first in the 1st Test.
A look at our Playing XI for the game.
Live – https://t.co/c2vTOXSGfx #INDvSL @Paytm pic.twitter.com/nFF8wANXiV
— BCCI (@BCCI) March 4, 2022
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
India win toss and opt to bat first in Mohali.
Good decision?#WTC23 | #INDvSL pic.twitter.com/cyJav3peBf
— ICC (@ICC) March 4, 2022
অপেক্ষার আর কিছুক্ষণ। মোহালিতে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি।
.@imVkohli all set for his 100th Test.#VK100 pic.twitter.com/yGwKeP0Fvo
— BCCI (@BCCI) March 4, 2022