IND vs SL 1st Test Day 3 Highlights: জাডেজা-অশ্বিন জাদুতে ইনিংসে ও ২২২ রানে লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় রোহিতের ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 06, 2022 | 4:25 PM

India vs Sri Lanka 1st Test Day 3 Live Score: মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

IND vs SL 1st Test Day 3 Highlights: জাডেজা-অশ্বিন জাদুতে ইনিংসে ও ২২২ রানে লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় রোহিতের ভারতের
মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

Follow Us

মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ছাড়ে ভারত। অপরাজিত ১৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন রবীন্দ্র জাডেজা। ইনিংস সাজানো ১৭টি চার ও ৩টি ছক্কায়। জাডেজা ও অশ্বিনের ১৩০ রানের পার্টনারশিপে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় তৈরি করে ভারত। ৬১ রান করেন অশ্বিন। প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৭৪ রান তুলে অল-আউট হয় শ্রীলঙ্কা। ৪০০ রানে এগিয়ে থেকে ফলোঅনের পথে হেঁটেছিলেন রোহিতরা। দ্বিতীয় ইনিংসে ৬০ ওভার খেলে ১৭৮ রানে থেমে গেল শ্রীলঙ্কা। সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া প্রথম টেস্টে এক ইনিংসে ও ২২২ রানে জিতল ভারত। শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি পাননি করেছিলেন ৪৫ রান। আর দ্বিতীয় ইনিংসে তো নামেইনি ভারত। ফলে কোহলির রেকর্ড ম্যাচ তাঁর ব্যাটে শতরান না এলেও, তার মাইলস্টোন ম্যাচ রাঙিয়ে রাখলেন একাধিক রেকর্ড গড়ে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

Key Events

ভারতের প্রথম ইনিংস

টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নেমে প্রথম টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ছাড়ে ভারত।

বিরাটের ১০০তম টেস্টে ভারতের জয়

প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৭৪ রান তুলে অল-আউট হয় শ্রীলঙ্কা। ৪০০ রানে এগিয়ে থেকে ফলোঅনের পথে হেঁটেছিলেন রোহিতরা। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে থেমে গেল শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে হওয়া প্রথম টেস্টে এক ইনিংসে ও ২২২ রানে জিতল ভারত। শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। আর তা রাঙিয়ে রাখলেন একাধিক রেকর্ড গড়ে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Mar 2022 04:13 PM (IST)

    মোহালি টেস্ট রোহিতদের নামে

    প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৭৪ রান তুলে অল-আউট হয় শ্রীলঙ্কা। ৪০০ রানে এগিয়ে থেকে ফলোঅনের পথে হেঁটেছিলেন রোহিতরা। মোহালি টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে থেমে গেল শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে হওয়া প্রথম টেস্টে এক ইনিংসে ও ২২২ রানে জিতল ভারত। শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। আর তা রাঙিয়ে রাখলেন একাধিক রেকর্ড গড়ে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টের দুই দিন বাকি থাকতেই সিরিজ ১-০ করে দিলেন জাডেজারা।

  • 06 Mar 2022 04:06 PM (IST)

    নিরোশানের হাফসেঞ্চুরি

    রীতিমতো চাপের মধ্যে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নিরোশান  ডিকওয়েলা।


  • 06 Mar 2022 03:53 PM (IST)

    ৫৫ ওভারে শ্রীলঙ্কা ১৭১/৯

    টিম ইন্ডিয়ার মোহালি টেস্টে জিততে আর চাই মাত্র একটি উইকেট। ৫৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ১৭১

  • 06 Mar 2022 03:51 PM (IST)

    ফের্নান্ডো আউট

    মহম্মদ সামির বলে কোনও রান না করেই আউট হলেন বিশ্ব ফের্নান্ডো।

  • 06 Mar 2022 03:33 PM (IST)

    এম্বুলডেনিয়া আউট

    লাসিথ এম্বুলডেনিয়ার উইকেট হারাল শ্রীলঙ্কা। ভারতকে অষ্টম উইকেট এনে দিলেন রবীন্দ্র জাডেজা।

  • 06 Mar 2022 03:25 PM (IST)

    ৫০ ওভারে শ্রীলঙ্কা ১৫৩/৭

    মোহালি টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে  শ্রীলঙ্কা তুলেছে ১৫৩ রান। টিম ইন্ডিয়ার থেকে ২৪৭ রানে পিছিয়ে রয়েছেন নিরোশানরা।

  • 06 Mar 2022 03:05 PM (IST)

    ৪৫ ওভারে শ্রীলঙ্কা ১৩৭/৭

    এখনও ২৬৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ৪৫ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে লঙ্কানরা।

  • 06 Mar 2022 03:00 PM (IST)

    অশ্বিনের রেকর্ড

    টেস্ট ক্রিকেটে কপিল দেবের ৪৩৪ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। দেখুন অশ্বিনের ৪৩৫তম টেস্ট উইকেট নেওয়ার মুহূর্তের ভিডিও…

  • 06 Mar 2022 02:51 PM (IST)

    ৪০ ওভারে শ্রীলঙ্কা ১৩০/৭

    ক্রিজে এম্বুলডেনিয়া ও নিরোশান ডিকওয়েলা। ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৩০ রান।
  • 06 Mar 2022 02:44 PM (IST)

    লকমল আউট

    সুরাঙ্গা লকমলকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। সপ্তম উইকেট হারাল ভারত।

  • 06 Mar 2022 02:36 PM (IST)

    আসালঙ্কা আউট

    চা বিরতির পর খেলা শুরু হতেই চরিথ আসালঙ্কাকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ৪৩৪টি উইকেট নেওয়ার দিক থেকে তিনি টপকে গেলেন কপিল দেবকে।

  • 06 Mar 2022 02:33 PM (IST)

    তৃতীয় সেশনের খেলা শুরু

    চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হল।

  • 06 Mar 2022 02:20 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১২০। ভারতের থেকে এখনও ২৮০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

  • 06 Mar 2022 02:15 PM (IST)

    ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১২০/৪

    ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং চরিথ আসালঙ্কা। ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 06 Mar 2022 01:34 PM (IST)

    ২৫ ওভারে শ্রীলঙ্কা ৭৪/৩

    ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভা। ২৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 06 Mar 2022 01:10 PM (IST)

    ২০ ওভারে শ্রীলঙ্কা ৬৫/৩

    দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 06 Mar 2022 12:48 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ৪১/২

    ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে শ্রীলঙ্কা। এখনও ভারতের থেকে ৩৫৯ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা

  • 06 Mar 2022 12:31 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৩৩/২

    তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৩৩ রান

  • 06 Mar 2022 12:26 PM (IST)

    অশ্বিন ফেরালেন নিসঙ্কাকে

    রবিচন্দ্রন অশ্বিন লাঞ্চ বিরতির পর ফেরালেন পথুম নিসঙ্কাকে। প্রথম ইনিংসে ৬১ রানে নট আউট থাকা নিসঙ্কা দ্বিতীয় ইনিংসে ফিরলেন ৬ রানে।

  • 06 Mar 2022 12:15 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ১২/১

    শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ১২ রান।

  • 06 Mar 2022 12:10 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    মোহালি টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

  • 06 Mar 2022 11:32 AM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১০। এখনও ৩৯০ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।

  • 06 Mar 2022 11:27 AM (IST)

    থিরুমানে আউট

    লাহিরু থিরুমানের উইকেট হারাল শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন থিরুমানেকে। শূন্যে আউট থিরুমানে।

  • 06 Mar 2022 11:18 AM (IST)

    শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু

    ফলোঅনের পথে হেঁটেছে ভারত। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু।

  • 06 Mar 2022 11:10 AM (IST)

    ১৭৪ এ শেষ লঙ্কানরা

    ৬৫ ওভার খেলে ১৭৪ রান তুলে অল-আউট শ্রীলঙ্কা। ৪০০ রানে এগিয়ে রয়েছে ভারত। ফলোঅনের পথে হাঁটলেন রোহিতরা। ব্যাট হাতে জাডেজা জাদু দেখানোর পর বল হাতেও ৫ উইকেট নিয়ে বাজিমাত করলেন ভারতের তারকা অল-রাউন্ডার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন তিন নম্বরে নামা পথুম নিসঙ্কা (৬১*)।

  • 06 Mar 2022 11:08 AM (IST)

    পরপর দুই উইকেট হারাল লঙ্কানরা

    ৬৪.৪ ও ৬৪.৫ ওভারে বিশ্ব ফের্নান্দোর পর লাহিরু কুমারার উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। শেষ হল শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

  • 06 Mar 2022 10:58 AM (IST)

    লঙ্কানদের আট নম্বর উইকেটের পতন

    লাসিথ এম্বুলডেনিয়ার উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। এখনও ৪০১ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

  • 06 Mar 2022 10:53 AM (IST)

    লকমল আউট

    নিরোশান ডিকওয়েলার পর একই ওভারে সুরাঙ্গা লকমলকে ফেরালেন রবীন্দ্র জাডেজা।

  • 06 Mar 2022 10:47 AM (IST)

    ডিকওয়েলা আউট

    নিরোশান ডিকওয়েলাকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডিকওয়েলা।

  • 06 Mar 2022 10:41 AM (IST)

    ৬০ ওভারে শ্রীলঙ্কা ১৬৪/৫

    ৬০ ওভারে ৫ উইকট হারিয়ে ১৬৪ রান তুলেছে লঙ্কানরা। এখনও ৪১০ রানে পিছিয়ে রয়েছেন নিসঙ্কারা।

  • 06 Mar 2022 10:33 AM (IST)

    আসালঙ্কা আউট

    তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাকে ফেরালেন জশপ্রীত বুমরা। ২৯ রান করে মাঠ ছাড়লেন আসালঙ্কা।

  • 06 Mar 2022 10:24 AM (IST)

    নিসঙ্কার হাফসেঞ্চুরি

    ৫৪.৬ ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীলঙ্কার পথুম নিসঙ্কা।

  • 06 Mar 2022 10:17 AM (IST)

    ৫৫ ওভারে শ্রীলঙ্কা ১৪৮/৪

    ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৫৫ ওভারে তুলেছে ১৪৮ রান। জমাট হচ্ছে আসালঙ্কা-নিসঙ্কা জুটি

  • 06 Mar 2022 09:58 AM (IST)

    ৫০ ওভারে শ্রীলঙ্কা ১২৫/৪

    ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১২৫ রান। লঙ্কানদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আসালঙ্কা ও নিসঙ্কা।

  • 06 Mar 2022 09:40 AM (IST)

    ৪৫ ওভারে শ্রীলঙ্কা ১১১/৪

    তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ৪৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১১১।

  • 06 Mar 2022 09:33 AM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    মোহালি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু। ক্রিজে চরিথ আসালঙ্কা ও পথুম নিসঙ্কা।

  • 06 Mar 2022 09:29 AM (IST)

    টিম টকের মুহূর্ত

    আজ মোহালিতে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ম্যাচ শুরুর আগে টিমটক সেরে নিচ্ছে ভারতীয় দল।

  • 06 Mar 2022 09:23 AM (IST)

    জাড্ডুর ব্যাটে ১৭৫ রানের অপরাজিত ইনিংস এসেছে, কী বলছেন তিনি?

    দেখুন ভিডিও

ICC Women’s World Cup 2022: সুপার সানডের ভারত-পাক মহারণের জন্য তৈরি মিতালিব্রিগেড
ICC Women World Cup 2022: সচিনের বিশ্বকাপ রেকর্ড ছুয়ে ফেললেন মিতালি