India vs Sri Lanka 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 04, 2023 | 7:00 PM

IND vs SL, Live Streaming: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ওভারের থ্রিলারে মাত্র ২ রানের ব্যবধানে জিতেছে ভারত। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

India vs Sri Lanka 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি২০ ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি২০ ম্যাচ

Follow Us

পুনে: নতুন বছরে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে নতুন ভারত। রোহিত শর্মার আঙুলে চোট থাকায় এই টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন হার্দিক। আগামীকাল, বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ওভারের থ্রিলারে মাত্র ২ রানের ব্যবধানে জিতেছে ভারত। প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে জোড়া অভিষেক হয়েছিল (শুভমন গিল ও শিবম মাভি)। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের পর, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ভারতের। সেই সিরিজে ফিরছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পর, জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা রয়েছে মেন ইন ব্লু। TV9Bangla-র প্রতিবেদনে জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি২০ ম্যাচ।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা মোট ২৭ টি টি-২০ ম্যাটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ১৮ বার। শ্রীলঙ্কা জিতেছে ৮ বার এবং ১টি ম্যাচ অমীমাংসিত। এ ছাড়া ভারতের মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতেছে ১১ বার। এর আগে ভারতে এসে ২টি টি২০ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কবে হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, হর্ষল প্য়াটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

Next Article