বেঙ্গালুরু: হাউসফুল গ্যালারিতে শুরু হল গোলাপি বল টেস্ট। আজ, শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। মোহালিতে বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত। আর তাতেও জিতেছে টিম ইন্ডিয়া। তিন দিনে শেষ হয়ে যায় মোহালি টেস্ট। এক ইনিংসে ও ২২২ রানে প্রথম টেস্ট জেতে রোহিতের ভারত। বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ‘সেকেন্ড হোম’। দিন রাতের টেস্টে যাবতীয় নজর থাকবে তাঁর দিকেও। ২ বছরের ওপর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে কি বিরাটের সেঞ্চুরি খরা কাটবে? হাউসফুল চিন্নাস্বামীতে সেই আশায় বুক বেঁধেই গ্যালারি ভরাতে চলেছেন দর্শকরা।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৫ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২১ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।
টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন শ্রেয়স আইয়ার (৯২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৩৯)। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলডেনিয়া এবং প্রবীণ জয়বিক্রমা। ২টি উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট পেয়েছেন সুরাঙ্গা লকমল।
বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট রোহিত শর্মার কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ। নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নাম খোদাই করলেন রোহিত শর্মা।
বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টের প্রথম দিনের খেলা শেষ। প্রথম দিনের তৃতীয় সেশনে ৩০ ওভার খেলেছেন লঙ্কানরা। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৮৬।
That's STUMPS on Day 1 of the 2nd Test.
Sri Lanka 86/6, trail #TeamIndia (252) by 166 runs.
Scorecard – https://t.co/t74OLq7xoO #INDvSL @Paytm pic.twitter.com/Xehkffunwn
— BCCI (@BCCI) March 12, 2022
৩০ ওভারের খেলা শেষ। ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ৮৬ রান।
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪৩ রানের মাথায় জশপ্রীত বুমরা ফেরালেন ম্যাথিউসকে।
তৃতীয় সেশনের খেলা শেষের দিকে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে শ্রীলঙ্কা।
অক্ষর প্যাটেল ফেরালেন চরিথ আসালঙ্কাকে। ৫ রান করে মাঠ ছাড়লেন আসালঙ্কা।
বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টের প্রথম দিনের তৃৃতীয় সেশনের খেলা চলছে। প্রথম ইনিংসের ১৫ ওভারে খেলা হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ৪৩ রান।
মহম্মদ সামি ফেরালেন ধনঞ্জয় ডি সিলভাকে। চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। ১০ রান করে মাঠ ছাড়লেন সিলভা।
বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২০।
শ্রীলঙ্কান ক্যাপ্টেন দিমুথ করুণারত্নের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন করুণারত্নে।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ১০ রান।
লাহিরু থিরুমানের উইকেট হারাল শ্রীলঙ্কা। ফের ভারতকে সাফল্য এনে দিলেন জশপ্রীত বুমরা। ৮ রান করে মাঠ ছাড়লেন লাহিরু।
ওপেনার কুসল মেন্ডিসকে ফেরালেন জশপ্রীত বুমরা। ২ রান করে মাঠ ছাড়লেন মেন্ডিস।
ওপেনিংয়ে নামলেন দিমুথ করুণারত্নে ও কুসল মেন্ডিস।
এক নজরে ভারতের প্রথম ইনিংস: টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন শ্রেয়স আইয়ার (৯২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৩৯)। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলডেনিয়া এবং প্রবীণ জয়বিক্রমা। ২টি উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট পেয়েছেন সুরাঙ্গা লকমল।
শতরান হাতছাড়া করে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার। ৯২ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স। ৫৯.১ ওভারে ২৫২ রান তুলে অল-আউট হল টিম ইন্ডিয়া।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষের দিকে। ৫৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৯ উইকেটে ২৩০।
৫৩.৫ ওভারে মহম্মদ সামির উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৫ রান করে মাঠ ছাড়লেন সামি।
৫০ ওভারের খেলা শেষ। ৮ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২১৫ রান।
বেঙ্গালুরুতে দিনরাতের টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার।
??? ????? ??????? ???? at Chinnaswamy ?
?: BCCI | #INDvSL #CricketTwitter pic.twitter.com/Mao6epMOfP
— KolkataKnightRiders (@KKRiders) March 12, 2022
চা বিরতির পর এগিয়ে চলেছে খেলা। ৪৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৬।
ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ৪০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৫১।
লাসিথ এম্বুলডেনিয়া ঋষভ পন্থের পর ফেরালেন রবীন্দ্র জাডেজাকে। ছয় নম্বর উইকেট হারাল ভারত।
দ্বিতীয় সেশনের খেলা চলছে। ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাডেজা। ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৩।
চা বিরতির পরই ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। লাসিথ এম্বুলডেনিয়া ফেরালেন ঋষভ পন্থকে। ৩৯ রান করে মাঠ ছাড়লেন পন্থ।
বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৩০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৪।
ক্রিজে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। শুরু হল দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় ইনিংসের খেলা।
বেঙ্গালুরুতে দিনরাতের টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ। চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৩। ক্রিজে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার।
বিরাট কোহলির উইকেট হারাল ভারত। ধনঞ্জয় ডি সিলভা ফেরালেন কোহলিকে। ২৩ রান করে মাঠ ছাড়লেন ভিকে।
২৬.২ ওভারে হনুমা বিহারির উইকেট তুলে নিলেন প্রবীণ জয়বিক্রমা। তৃতীয় উইকেট হারাল ভারত। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিহারি।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা চলছে। ২৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭১।
ক্রিজে কোহলি-বিহারি। এগিয়ে চলেছে ভারত। ২০ ওভারের খেলা শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৪।
কেরিয়ারের ১০১তম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরু কোহলির কাছে ‘সেকেন্ড হোম’। দিন রাতের টেস্টে যাবতীয় নজর থাকবে তাঁর দিকেও।
A special bond with the crowd at the M Chinnaswamy Stadium ?️
The King ? in all his glory
Follow the match ▶️ https://t.co/t74OLq7xoO #TeamIndia | #INDvSL | @imVkohli | @Paytm pic.twitter.com/1zXOoimNQe
— BCCI (@BCCI) March 12, 2022
ক্রিজে হনুমা বিহারি ও বিরাট কোহলি। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৬।
হনুমা ২১*, বিরাট ৪*
বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা দিনরাতের টেস্টের প্রথম দিনের খেলা চলছে। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২৯ রান।
১০ ওভারের মধ্যে ভারত ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলল।
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ক্রিজে রোহিত-হনুমা।
৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৫।
বেঙ্গালুরু টেস্টের প্রথম ৩ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১০।
রোহিত ৫*, হনুমা ০*
১.৩ ওভারের মাথায় রান আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। দিনরাতের টেস্টে প্রথম উইকেট হারাল ভারত। ৪ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।
শ্রীলঙ্কার প্রথম একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরুমানে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, লাসিথ এম্বুলডেনিয়া, প্রবীণ জয়বিক্রমা এবং বিশ্ব ফের্নান্ডো।
দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল।
বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে টসে জিতলেন রোহিত শর্মা। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
? Toss Update from Bengaluru ?@ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Sri Lanka. ?#INDvSL | @Paytm pic.twitter.com/hkG9CyP7Xr
— BCCI (@BCCI) March 12, 2022
বেঙ্গালুরুতে আজ শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দিনরাতের টেস্ট। ১-০ এগিয়ে রয়েছে রোহিতের ভারত।
The glistening ? in all it's glory! #TeamIndia | #INDvSL | @Paytm pic.twitter.com/X60i2JQH6a
— BCCI (@BCCI) March 12, 2022