বেঙ্গালুরু: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাউসফুল গ্যালারিতে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) গোলাপি বল টেস্ট। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনরাতের টেস্টের প্রথম দিন ২৫২ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের তৃতীয় সেশনে মাঠে নামেন লঙ্কানরা। দ্বিতীয় দিন ১০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিংয়ে নেমে যায় শ্রীলঙ্কা। শুরুতেই এক উইকেট হারিয়ে ফেলে। গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা রয়েছে ২৮/১ রানে।
ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। মোহালিতে বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত। আর তাতেও জিতেছে টিম ইন্ডিয়া। তিন দিনে শেষ হয়ে যায় মোহালি টেস্ট। এক ইনিংসে ও ২২২ রানে প্রথম টেস্ট জেতে রোহিতের ভারত। বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ‘সেকেন্ড হোম’। দিন রাতের টেস্টে যাবতীয় নজর থাকবে তাঁর দিকেও। ২ বছরের ওপর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে কি বিরাটের সেঞ্চুরি খরা কাটবে? হাউসফুল চিন্নাস্বামীতে সেই আশায় বুক বেঁধেই গ্যালারি ভরাতে চলেছেন দর্শকরা।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৫ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২১ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।
কপিল দেবের ৪০ বছর আগেকার রেকর্ড ভেঙে দিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করলেন পন্থ। টেস্টে যা ভারতীয় ক্রিকেটার হিসেবে করা সবথেকে দ্রুততম হাফসেঞ্চুরি।
৩৫.৫ ওভার খেলেই থেমে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় দিন মাত্র ৫.৫ ওভার খেলতে পারলেন লঙ্কানরা। ১০৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের থেকে এখনও ১৪৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিনের শেষে ৭ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে করুণারত্নের দল। দিনরাতের টেস্টে টিম ইন্ডিয়ার জিততে চাই আর ৯টি উইকেট। অন্যদিকে অঘটন ঘটানোর জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৪১৯ রান।
STUMPS on Day 2 of the 2nd Test.
Sri Lanka are 109 & 28/1 in response to #TeamIndia's 252 & 303/9d.
Scorecard – https://t.co/t74OLq7xoO #INDvSL @Paytm pic.twitter.com/yYyBHLj5MC
— BCCI (@BCCI) March 13, 2022
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। ৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১৯।
ওপেনার লাহিরু থিরিমানেকে শুরুতেই ফেরালেন জশপ্রীত বুমরা। প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হলেন থিরিমানে।
ওপেনিংয়ে নামলেন লাহিরু থিরিমানে ও দিমুথ করুণারত্নে।
অক্ষর প্যাটেলের উইকেট হারানোর সঙ্গে সঙ্গেই ইনিংস ডিক্লেয়ার করে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়া ৪৪৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে।
লাসিথ এম্বুলডেনিয়া ফেরালেন অক্ষর প্যাটেলকে। তারপরই ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারত।
শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন লাসিথ এম্বুলডেনিয়া। ৬৭ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।
প্রবীণ জয়বিক্রমা ফেরালেন রবিচন্দ্রন অশ্বিনকে। ১৩ রান করে মাঠ ছাড়লেন অশ্বিন।
ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। ৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে ভারত।
বিশ্ব ফের্নান্ডোর ওভারে পর পর দুটো চার মেরে ভারতকে ৪০০-র বেশি লিড এনে দিলেন শ্রেয়স আইয়ার।
তৃতীয় সেশনের শেষের দিকের খেলা চলছে। ৬০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছে টিম ইন্ডিয়া।
রবীন্দ্র জাডেজার উইকেট তুলে নিলেন বিশ্ব ফের্নান্ডো। ছয় নম্বর উইকেট হারাল ভারত। ২২ রান করে মাঠ ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার জাডেজা।
দিনরাতের টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার।
তৃতীয় সেশনে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়স-জাডেজা জুটি। ৫৫ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২২৯ রান।
এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ৫০ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২১১
ডিনার বিরতির পর শুরু হল তৃতীয় সেশনের খেলা।
ডিনার বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ১৯৯। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (১৮*) ও রবীন্দ্র জাডেজা (১০*)। এই মুহূর্তে ৩৪২ রানে এগিয়ে রয়েছে ভারত।
ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাডেজা।
শ্রেয়স ১৭*
জাডেজা ৮*
হাফসেঞ্চুরির পর উইকেট দিয়ে বসলেন ঋষভ পন্থ। ৫০ রানের মাথায় প্রবীণ জয়বিক্রমা ফেরালেন পন্থকে।
গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ঋষভ পন্থ।
ক্রিজে পন্থ-শ্রেয়স। ৪ উইকেট হারিয়ে ঋষভ-শ্রেয়স জুটিতে এগোচ্ছে ভারত।
বিরাট কোহলির উইকেট তুলে নিলেন প্রবীণ জয়বিক্রমা। চতুর্থ উইকেট হারাল ভারত। ১৩ রান করে মাঠ ছাড়লেন ভিকে।
চা বিরতির পর এগিয়ে চলেছে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের খেলা। ৩৫ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে ভারত।
প্রবীণ জয়বিক্রমা তুলে নিলেন হনুমা বিহারির উইকেট। তৃতীয় উইকেট হারাল ভারত। ৩৫ রান করে জয়বিক্রমার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন হনুমা।
৩০.৪ ওভারে টিম ইন্ডিয়ার দলগত শতরান পূর্ণ হল। রোহিত শর্মা ফেরার পর মাঠে এসেছেন বিরাট কোহলি।
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধনঞ্জয় ডি সিলভা ৪৬ রানের মাথায় ফেরালেন হিটম্যানকে।
মায়াঙ্কের উইকেট হারানোর পর টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-হনুমা জুটি। ৩০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৯৮।
বেঙ্গালুরুতে চলা গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনও গ্যালারি ঠাসা দর্শকে।
How's the josh, Bengaluru ☺️☺️@Paytm #INDvSL pic.twitter.com/xHMokjWCjM
— BCCI (@BCCI) March 13, 2022
২৭.৪ ওভারে রোহিত-হনুমা জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
১ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৮৭/১
হনুমা ২৪*
রোহিত ৩৮*
দ্বিতীয় সেশনের খেলা চলছে। ২০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৭২।
ক্রিজে রোহিত শর্মা ও হনুমা বিহারি। দিন রাতের টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হল।
চা বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ৬১। এই মুহূর্তে শ্রীলঙ্কার থেকে ২০৪ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩০*) ও হনুমা বিহারি (৮*)।
দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ১৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫৭।
মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন লাসিথ এম্বুলডেনিয়া। প্রথম উইকেট হারাল ভারত। ২২ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।
ভারতের দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না খুইয়ে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে তুলেছে ৩৭ রান।
মায়াঙ্ক ১৮*
রোহিত ১৯*
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১০ রান।
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।
৩৫.৫ ওভার খেলেই থেমে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় দিন মাত্র ৫.৫ ওভার খেলতে পারলেন লঙ্কানরা। ১০৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের থেকে এখনও ১৪৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
অশ্বিন তুলে নিলেন শ্রীলঙ্কার শেষ উইকেটটি। আউট হলেন বিশ্ব ফের্নান্ডো।
দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে লঙ্কানরা।
বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে নিরোশান ডিকওয়েলার উইকেট তুলে নিয়ে জশপ্রীত বুমরার ফাইফার (এক ইনিংসে ৫ উইকেট) পূর্ণ হল।
নিরোশান ডিকওয়েলার উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। নয় নম্বর উইকেট হারাল শ্রীলঙ্কা।
সুরাঙ্গা লকমলের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ রান করে মাঠ ছাড়লেন লকমল।
৩৩.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ৪ মেরে শ্রীলঙ্কার দলগত ১০০ রান পূর্ণ করালেন সুরাঙ্গা লকমল।
লাসিথ এম্বুলডেনিয়াকে ফেরালেন জশপ্রীত বুমরা। সপ্তম উইকেট হারাল লঙ্কানরা।
লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে নামলেন নিরোশান ডিকেওয়ালা ও লাসিথ এম্বুলডেনিয়া।
আর কিছুক্ষণ পর শুরু হবে দিন রাতের টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
Day 2 ready ?@Paytm #INDvSL pic.twitter.com/gEpZx27Yu8
— BCCI (@BCCI) March 13, 2022
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে শ্রেয়সের। শতরান মিস করে কী বলছেন শ্রেয়স?
পড়ুন বিস্তারিত: India vs Sri Lanka: সেঞ্চুরি হাতছাড়া করায় আক্ষেপ নেই শ্রেয়সের