
তিরুবনন্তপুরম : এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছিল ভারত। এ বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্লিন সুইপেই মূল নজর ছিল। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে-তে এমন দাপট দেখা যাবে, সেটা হয়তো ভাবা যায়নি। গুয়াহাটিতে হাইস্কোরিং ম্যাচে জিতে সিরিজ শুরু করেছিল ভারত। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়েছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের পরিণত ইনিংস এবং হার্দিক, শ্রেয়সদের সৌজন্যে ম্যাচ এবং সিরিজ জেতে ভারত। তিরুবনন্তপুরমে ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে জিতে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করল ভারত। সিরিজের দ্বিতীয়, কেরিয়ারের ৪৬তম ওডিআই এবং ৭৪তম আন্তর্জাতিক শতরান করলেন বিরাট কোহলি। শুভমন গিলও কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করলেন। গত ম্যাচে চাহালের পরিবর্তে সুযোগ পেয়েই ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এ দিনও অনবদ্য বোলিং করলেন কুলদীপ। বল হাতে সবচেয়ে সফল সিরাজ। ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
শ্রীলঙ্কা ইনিংস শেষ, ৩১৭ রানে জয়ী ভারত।
১৬ ওভারেই অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা।
রান আউট চামিকা করুণারত্নে।
৩৭ রানের মাথায় আউট ওয়ানেন্দু হাসারাঙ্গা।
৩৫ রান করে মাঠ ছাড়লেন নুয়ান্দু ফার্নান্দো।
সিরাজের বলে আউট কুশল মেন্ডিস।
আসেন বান্দারার সঙ্গে কোহলির বাউন্ডারি বাঁচাতে গিয়ে সংঘর্ষ হয় জেফ্রি ভ্যানডারসের। গুরুতর চোট তাঁর। কনকাশন পরিবর্ত হিসেবে নামছেন দুনিত ওয়ালালাগে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট আভিষ্কা ফার্নান্দো।
বিরাটের চারের সঙ্গে শেষ হল ভারতের ইনিংস। নির্ধারিত সময়ে ৩৯০-৫ স্কোর গড়ল ভারত।
শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। পার করলেন ১৫০ রান।
আউট কেএল রাহুল। বিরাটের সঙ্গে ক্রিজে সূর্য কুমার যাদব।
ভারতের আর এক উইকেটের পতন। ৩৮ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার।
শতরান করলেন বিরাট কোহলি। ওডিআই ফরম্যাটে ৪৬ তম শতরান তাঁর।
চোটের কবলে আসেন বান্দারা ও জেফ্রি ভ্যান ডারসে।
তৃতীয় ওয়ান ডেতে ৬৩ রানের গন্ডি পেরোতেই এই ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনেকে।
৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪-২।
১১৬ রান করে আউট শুভমন গিল। কাসুন রাজিতার বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড।
কেরিয়ারের ৬৫ তম অর্ধ শতরান বিরাটের।
সেঞ্চুরি করলেন শুভমন গিল।
কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে আন্তর্জাতিক অর্ধশতরান শুভমন গিলের। উল্টোদিকে ভালো ব্য়াট করছেন বিরাট কোহলিও।
ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা! করুণারত্নের বোলিংয়ে পুল শট খেলেছিলেন রোহিত। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে আভিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ। ক্রিজে বিরাট কোহলি। বাউন্ডারিতে রানের খাতা খুললেন।
১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৭৫ রান।
চতুর্থ ওভারে ওপেনার শুভমন গিলের ব্যাটে চার।
প্রথম ওভারে রানের খাতা খুলতে পারলো না টিম ইন্ডিয়া।
ক্রিজে দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গ্রিল।
গত বছর আজকের দিনেই টেস্ট নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তিন ফরম্যাটেই ‘প্রাক্তন অধিনায়কে’র দলে নাম লেখান।
অভিষ্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, নুওয়ানিদু ফের্নান্ডো, চামিকা করুণারত্নে, কাসুন রজিতা, লাহিরু কুমারা, আসেন বান্দারা, জেফরি ভ্যানডারসে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, ওয়াশিংটন সুন্দর।
টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া ও উমরান মালিককে। পরিবর্তে একাদশে ওয়াশিংটন সুন্দর ও সূর্য কুমার যাদব।
পিচে হালকা ঘাস রয়েছে এবং কুমার সঙ্গাকারা জানালেন, পিচের অবস্থা ভাল। শুরুতে পেসাররা সাহায্য পেতে পারেন কারণ পিচে আর্দ্রতা রয়েছে।
সম্ভবত না। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সেরকম ইঙ্গিত দিয়েছেন। তবে নিজেদের সুযোগের জন্য তৈরি রাখছেন দুরন্ত ফর্মে থাকা দুই ব্যাটার