India vs Sri Lanka 3rd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ

IND vs SL: গ্রিনফিল্ড স্টেডিয়ামে, রবিবার দাসুন শানাকার শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।

India vs Sri Lanka 3rd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ
India vs Sri Lanka 3rd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 14, 2023 | 3:31 PM

তিরুবনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরটা ভালোই কাটছে মেন ইন ব্লুর। ২০২৩ এর শুরুতে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। চলতি ওডিআই সিরিজটাও আপাতত ২-০ ব্যবধানে পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে জিতেছিল ভারত। এ বার তিরুবনন্তপুরমে লঙ্কানদের ক্লিনসুইপ করার পালা। আগামীকাল, রবিবার রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। চলতি বছরে ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। ফলে, এই তিন ম্যাচের ওডিআই সিরিজ জয় একটা ভালো ছন্দ দেবে টিম ইন্ডিয়াকে। কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা ১৬৪ টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৯৫ বার। শ্রীলঙ্কা জিতেছে ৫৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১ বার। ১১টি ম্যাচ অমীমাংসিত। এ ছাড়া ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতেছে ৩৮ বার। অন্যদিকে শ্রীলঙ্কায় গিয়ে ভারত জিতেছে ৩০ বার।

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি কবে হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি) হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং অর্শদীপ সিং।