
দুবাই : এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরে টানা দুই ম্যাচে হার ভারতের। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে পরাজিত ভারত। ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে জিততেই হত। রোহিত শর্মা-সূর্যকুমার যাদব জুটির সৌজন্যে বড় রানের আশা দেখছিল ভারত। স্লগ ওভারে পরপর উইকেট হারিয়ে সুযোগ হারায়। ১৭৩-৮ স্কোর গড়ে ভারত। রান তাড়ায় ওপেনিং জুটিতেই ৯৭ রান তোলে শ্রীলঙ্কা। যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। অশ্বিন-চাহালের ওভার শেষ হতেই ফের চাপে ভারত। শেষ ওভারে মাত্র ৭ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার। অর্শদীপ অনবদ্য বোলিং করলেও জয় এল না। এক বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়, ফাইনালে শ্রীলঙ্কা। ভারতের সামনে এখন অঙ্ক, বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে জিততে হবে, এরপর আফগানিস্তানকে হারাতে হবে ভারতের এবং শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হবে। তাই এশিয়া কাপে ভারতের সুযোগ নেই এমনটাও বলা যায়। নামমাত্র টিকে রইল ভারত।
১৯ তম ওভারে ১৪ রান দিলেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে ৭ রান প্রয়োজন শ্রীলঙ্কার।
ভারতকে ক্রমশ ম্যাচে ফেরাচ্ছেন স্পিনাররা। তৃতীয় উইকেট নিলেন চাহাল। ১১০-৪ শ্রীলঙ্কা। ৩৫ বলে ৬৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার।
তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৬ ওভারে ৬৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার। তৃতীয় উইকেটটি নেন অশ্বিন।
ভারতের বিরুদ্ধে টি ২০ তে সবচেয়ে বড় রানের জুটি। ৯৭ রানে জুটি ভাঙলেন যুজবেন্দ্র চাহাল। ৫৩ বলে ৭৭ রান প্রয়োজন শ্রীলঙ্কার। উইকেট নেওয়া ছাড়া উপায় নেই।
শুরু মন্থর হলেও ৩ ওভারের পর থেকে গিয়ার বদলান শ্রীলঙ্কার দুই ওপেনার। পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান শ্রীলঙ্কার। ভারতীয় বোলিংয়ে ক্রমশ চাপ বাড়ছে।
ব্যবহৃত পিচে ম্য়াচ। এখনও অবধি রান আটকাতে সক্ষম ভারত।
স্লগ ওভারে পরপর উইকেট। বড় রানের লক্ষ্য ক্রমশ ফিঁকে হচ্ছে।
বড় শটের চেষ্টা। ব্যাটে-বলে সংযোগ হল না ঠিকঠাক। ১৩ বলে ১৭ রানে ফিরলেন হার্দিক। স্কোর ১৪৯-৫।
বাকি মাত্র ৩ ওভার। স্লগ ওভারে হার্ড-হিট শুরু হার্দিক-পন্থদের।
অনবদ্য ইনিংস অধিনায়কের। ৪১ বলে ৭২ রানে ফিরলেন। চামিকা করুণারত্নের বোলিংয়ে নিশাঙ্কের ক্যাচ। পান্ডিয়াকে প্রোমোশন। ঋষভের আগে পাঠানো হল হার্দিককে।
১১.৫ ওভারে ১০০ রানের সীমানা পেরোল ভারত।
শুরু ভালো না হলেও ঘুরে দঁড়াল ভারত। রোহিত-স্কাই জুটি ভরসা দিচ্ছেন। ১০ ওভারে ৭৯-২ ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ তম অর্ধশতরান রোহিত শর্মার। মাত্র ৩২ বলে অর্ধশতরানে অধিনায়ক।
পাওয়ার প্লে তে ভারত মাত্র ৪৪-২। রোহিত শর্মা কিছু দর্শনীয় শট খেলেন।
বাঁ হাতি পেসারেক বিরুদ্ধে ভারতের সমস্যা নতুন নয়। শ্রীলঙ্কার অনভিজ্ঞ বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কা উইকেট ছিটকে দিলেন বিরাট কোহলির। তৃতীয় ওভারেই ক্রিজে স্কাই।
মহেশ থিকশানাকে অনেকটা এগিয়ে খেলেছিলেন লোকেশ রাহুল। এলবির আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউতেও সিদ্ধান্ত বদলায়নি। ব্য়াটে লাগার কোনও পর্যাপ্ত প্রমাণ পাননি তৃতীয় আম্পায়ার। দীর্ঘ সময় দেখার পর মাঠের আম্পায়ারের সিদ্ধান্তেই সায় দেন তৃতীয় আম্পায়ারও।
ক্রিজে কোহলির প্রবেশ…গ্যালারিতে বিরাট চিৎকার।
ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার থিকশানা আক্রমণে।
ক্রিজে রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি। মরণ বাঁচন ম্যাচ। ভালো শুরুর প্রতিক্ষা।
ভারতের একাদশে একটি পরিবর্তন। গত ম্যাচে দুই লেগস্পিনার খেলানো হয়েছিল। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন একাদশে।
ভারতের একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা একাদশ অপরিবর্তিত।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দানুস্কা গুনতিলক, দাসুন শানাকা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, অসিথ ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা
টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ভারত প্রথমে ব্যাট করবে।
গত দু-ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। ফর্মে ফিরেছেন বলা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের হ্যাটট্রিকে নজর থাকবে।
Getting match ready ??#INDvSL #AsiaCup2022 pic.twitter.com/DkixAdZCAs
— BCCI (@BCCI) September 6, 2022
ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে একই পিচে খেলবে ভারত। মাঠ অনেকটাই বড়। সমস্যা হতে পারে অসমান বাউন্স। পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছিলেন, পিচ মন্থর। এই ম্যাচে আরও মন্থর হতে পারে। ব্যাটিংয়ে সমস্যা হবে।
পিচ দেখলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। একাদশ বাছাই নিয়ে ভাবতে হবে। অশ্বিন, অক্ষরকে একাদশে দেখা যেতে পারে।