Bangla NewsSportsCricket news India vs Sri Lanka Asia Cup 2023 Final Stats of Players Records and Approaching Milestones
IND vs SL: এশিয়া সেরার তাজের শেষ লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে রেকর্ড গড়তে পারেন…
বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য ভারতের। কিন্তু এই লড়াইটা সহজ হবে না মেন ইন ব্লুর। কারণ সামনে দাসুন শানাকার শ্রীলঙ্কা। টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। কিন্তু সুপার ফোরে ভারতের কাছে হেরে সেই জয়রথ থেমে যায়। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে শ্রীলঙ্কার সুপার ফোরে ওঠা কঠিন হয়ে ওঠে।
IND vs SL: এশিয়া সেরার তাজের শেষ লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে রেকর্ড গড়তে পারেন...
Follow Us
কলম্বো: রবিবাসরীয় কলম্বো সেজে উঠেছে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালের জন্য। আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ দখলের শেষ লড়াইয়ে মুখোমুখি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত ও গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। একদিকে অষ্টম এশিয়া কাপ জয়ের লক্ষ্যে নামবে মেন ইন ব্লু। অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে এশিয়া কাপ খেতাব ধরে রাখতে। অক্টোবরে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ শুরু হবে। তার আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য ভারতের। কিন্তু এই লড়াইটা সহজ হবে না মেন ইন ব্লুর। কারণ সামনে দাসুন শানাকার শ্রীলঙ্কা। টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। কিন্তু সুপার ফোরে ভারতের কাছে হেরে সেই জয়রথ থেমে যায়। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে শ্রীলঙ্কার সুপার ফোরে ওঠা কঠিন হয়ে ওঠে। অবশ্য শেষ অবধি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। আজ মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার (IND vs SL) ক্রিকেটাররা একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন সেই সম্ভাব্য রেকর্ডগুলি।
এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে রেকর্ডগুলি তৈরি করতে পারেন —
কেএল রাহুল – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য লোকেশ রাহুলের আর প্রয়োজন ২টি ছয়।
রোহিত শর্মা – আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রয়োজন ৫টি ছক্কার। ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য রোহিতের আর প্রয়োজন ৬১ রান।
মহম্মদ সিরাজ – ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য মহম্মদ সিরাজের প্রয়োজন ৩টি উইকেট।
হার্দিক পান্ডিয়া – আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি চারের রেকর্ড পূর্ণ হওয়া থেকে আর ৪টি চার দূরে রয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
দাসুন শানাকা – ওডিআইতে চারের সেঞ্চুরি পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার প্রয়োজন আর ৩টি চার।
কাসুন রজিথা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১০০টি উইকেটের রেকর্ড পূর্ণ করা থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন কাসুন রজিথা।
কুশল মেন্ডিস – আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য কুশল মেন্ডিসের প্রয়োজন ৩টি ছয়। ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য কুশলের প্রয়োজন আর ৪টি ছয়। এ ছাড়াও ওডিআই ফর্ম্যাটের এক এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী উইকেট কিপারের নজির গড়ার জন্য কুশলের প্রয়োজন ৯৩ রান।