লঙ্কা সফরে সব ম্যাচ কলম্বোয়

sushovan mukherjee |

May 11, 2021 | 2:41 PM

লঙ্কা সফরে ৩টে ওয়ান ডে আর ৩টে টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত। জুলাইয়ের ১৩ তারিখ থেকে শুরু ওয়ান ডে। ২২ থেকে ২৭ তারিখের মধ্যে হবে ৩টে টি-২০

লঙ্কা সফরে সব ম্যাচ কলম্বোয়
ছবি-টুইটার

Follow Us

কলম্বো: ভারত-শ্রীলঙ্কা সিরিজের সমস্ত ম্যাচই হবে কলোম্বোতে। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। কোভিড বিধি মেনেই ভারত-শ্রীলঙ্কা সিরিজ আয়োজন হবে। তাই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলোম্বোতে।

লঙ্কা সফরে ৩টে ওয়ান ডে আর ৩টে টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত। জুলাইয়ের ১৩ তারিখ থেকে শুরু ওয়ান ডে। ২২ থেকে ২৭ তারিখের মধ্যে হবে ৩টে টি-২০। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই হবে টুর্নামেন্ট। ৩ বছর পর লঙ্কা সফরে যাচ্ছে ভারত।

আরও পড়ুন:শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ সম্ভবত দ্রাবিড়

সিরিজ আয়োজনে কোনও ফাঁক রাখতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখার সময় নিরাপত্তার ভূমিকায় থাকবেন সে দেশের সেনারা। ১০জন ডাক্তার সারাক্ষণ থাকবেন টিম হোটেলে। এ ভাবেই ইংল্যান্ড সিরিজ আয়োজন করেছিল লঙ্কা ক্রিকেট বোর্ড। একই ভাবে ভারতীয় ক্রিকেটারদেরও সুরক্ষিত রাখার ব্যাপারে নিশ্চিত শ্রীলঙ্কা।

Next Article