লখনউ: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। পাশাপাশি চোটের জন্য নেই দীপক চাহার ও সূর্যকুমার যাদব। চার গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকলেও ভারতকে চাপে ফেলতে পারল না শ্রীলঙ্কা। প্রথ ম্যাচে দাপুটে জয় ভারতের। টসে হারলেও প্রথমে ব্যাটিং করে ভারত। ঈশান কিষানের ৮৯ ও শ্রেয়স আইয়ারের অপরাজিত ৫৭ রানে ভর করে ২০ ওভারে ১৯৯ রান করে ভারত। জবাবে শুরু থেকেই কেঁপে গেল শ্রীলঙ্কার ব্যাটিং। প্রথম বলেই উইকেট ভুবনেশ্বর কুমারের। সেই ধারা বজায় ছিল গোটা ইনিংস জুড়ে। একের পর এক উইকেট হারিয়ে লড়াই করার জায়গাটাই তৈরি করতে পারল না লঙ্কা ব্রিগেড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান শ্রীলঙ্কার। ভারতের জয় ৬২ রানে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ ধর্মশালায়।
প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারাল ভারত।
India take a 1-0 series lead ?
They beat Sri Lanka by 62 runs in the first T20I in Lucknow. #INDvSL | ? https://t.co/YXIT9WrBeI pic.twitter.com/zwSlaMUc7y
— ICC (@ICC) February 24, 2022
শেষ ৩০ বলে ১১০ রান চাই শ্রীলঙ্কার
ম্যাচ জিততে ৫৪ বলে এখনও ১৪০ রান চাই শ্রীলঙ্কার। হাতে ৫ উইকেট
প্রথম ৬ ওভারের খেলা শেষ। বুমরা-ভুবিদের সামনে চাপে শ্রীলঙ্কার ব্যাটিং। পাওয়ার প্লে তে মাত্র ২৯ রান লঙ্কা ব্রিগেডের।
Two wickets for @BhuviOfficial in the powerplay.
Sri Lanka are 29/2 after 6 overs.
Live – https://t.co/2bnp2QpJp5 #INDvSL @Paytm pic.twitter.com/wzajN9NXJM
— BCCI (@BCCI) February 24, 2022
ইনিংসের প্রথম বলেই আউট শ্রীলঙ্কার ওপেনার নিশাঙ্কা। উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার।
1ST T20I. WICKET! 0.1: Pathum Nissanka 0(1) b Bhuvneshwar Kumar, Sri Lanka 0/1 https://t.co/2bnp2Q8Gn5 #INDvSL @Paytm
— BCCI (@BCCI) February 24, 2022
২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান ভারতর। ৫৬ বলে ৮৯ রান ঈশান কিষানের। স্লগ ওভারে দুরন্ত শ্রেয়স আইয়ার। ২৮ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস কেকেআর অধিনায়কের।
A cracking half-century for @ShreyasIyer15 ??.
His 4th in T20Is.
Live – https://t.co/2bnp2QpJp5 #INDvSL @Paytm pic.twitter.com/udcM4uuaAY
— BCCI (@BCCI) February 24, 2022
ক্রিজে আছেন জাদেজা ও শ্রেয়স।
৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে আউট ঈশান কিষান।
ক্রিজে আছেন
ঈশান কিষান – ৭৩ (৫০)
শ্রেয়স আইয়ার – ৯ (৮)
৪৪ রানে আউট অধিনায়ক রোহিত শর্মা
ঈশান কিষান – ৫৫
রোহিত শর্মা – ৪১
1ST T20I. 9.6: Dasun Shanaka to Ishan Kishan 4 runs, India 98/0 https://t.co/2bnp2QpJp5 #INDvSL @Paytm
— BCCI (@BCCI) February 24, 2022
টি-২০ ক্রিকেট রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ছাপিয়ে গেলেন বিরাট কোহলি ও মার্টিন গাপ্টিলকে। এদিকে হাফ সেঞ্চুরি ঈশান কিষানের।
FIFTY!
A quick-fire half-century from @ishankishan51 ??. His 2nd in T20Is.
Live – https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/s9ONg9n8Gl
— BCCI (@BCCI) February 24, 2022
পাওয়ার প্লেতেই ৫০ পার ভারতের। রোহিত অপরাজিত ১৭ রানে। ঈশান আছেন ৩৯ রানে।
#TeamIndia have got off to a great start here in the 1st T20I with a fine 50-run partnership between @ishankishan51 & @ImRo45 ??
Live – https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/o2FOVhMkzq
— BCCI (@BCCI) February 24, 2022
প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫ রান ভারতের
Let’s play! @Paytm #INDvSL pic.twitter.com/ywYFhA4Slk
— BCCI (@BCCI) February 24, 2022
টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠাল শ্রীলঙ্কা।
Sri Lanka have won the toss and they will bowl first in the 1st T20I.
A look at our Playing XI for the game.
Live – https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/2o5iyU3WeK
— BCCI (@BCCI) February 24, 2022
শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছেন দীপক হুডা। তাঁকে টিম ক্যাপ তুলে দিলেন রোহিত শর্মা। ম্যাচের জন্য তৈরি লখনউ।
Good evening from the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow.@Paytm #INDvSL pic.twitter.com/byZ2ZRieXS
— BCCI (@BCCI) February 24, 2022