
মুম্বই : নতুন বছর, নতুন সিরিজ। ভারতীয় ক্রিকেট দলের নতুন মিশন শুরু হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পৌঁছলো রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। রোহিত শর্মা ফিট হয়ে না ওঠায় এই সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এ বারই প্রথম তিনি নেতৃত্ব দিচ্ছেন তা নয়। এর আগে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সফরেও টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ এই কারণেই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে হার্দিক পান্ডিয়াকে পাকাপাকি এই ফরম্য়াটে অধিনায়ক করা হতে পারে। এই সিরিজ আরও একটা মহড়া হার্দিকের জন্য। ব্যাট হাতে সাফল্য না পেলেও নেতৃত্বে নজর কাড়লেন। শেষ ওভারে মাত্র ১৩ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। বল তুলে দেন অক্ষরের হাতে। মাত্র ২ রানের ব্য়বধান হলেও, ম্যাচ জিতেই মাঠ ছাড়লেন। অভিষেক হল শুভমন গিল এবং শিবম মাভির। শুভমন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি। তবে অধিনায়কের ভরসা রাখলেন শিবম। ৪ উইকেট নিলেন তিনি। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম ম্যাচ। নিজের প্রথম ওভারে ক্লিন বোল্ডে উইকেটের খাতা খুললেন শিবম মাভি।
হার্দিকের বলে ঝাঁপিয়ে ক্য়াচের চেষ্টা করেছিলেন সঞ্জু স্যামসন। বল হাতে এলেও জমলো না। ক্যাচ মিসই বলা যায়।
একটা সময় মনে হয়েছিল ১৫০-র গণ্ডি পেরোনো চাপের হবে ভারতের। তবে অক্ষর প্য়াটেল-দীপক হুডার অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটির সৌজন্য়ে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের লক্ষ্য দিল ভারত।
মাত্র ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। অক্ষর প্য়াটেল-দীপক হুডা জুটির দাপটে পরিস্থিতি ভালো হল। মাত্র ২৯ বলে ৫০ রানের পার্টনারশিপ।
ঈশানের পর হার্দিক। পরপর উইকেট। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেট হারিয়ে এ বার চাপে ভারত। এখনও ৫ ওভারের বেশি বাকি। ৯৪ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত।
উল্টোদিক থেকে উইকেট পড়লেন বিধ্বংসী মেজাজ জারি রেখেছেন ঈশান কিষাণ। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও তাঁকে একইরকম ব্য়াটিং চালিয়ে যাওয়ার কথা বলেন। ইনিংসের মাঝ পথে অর্থাৎ ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৫ রান তুলেছে ভারত। ঈশান ২৭ বলে ৩৬ রানে ক্রিজে।
সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ সঞ্জু। দু-বল আগেই তাঁর ক্য়াচ নিয়ে সংশয় ছিল এবং সে যাত্রায় বাঁচেন। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সঞ্জু। লুজ শট, ক্যাচ আউট হয়ে ফিরলেন সঞ্জু। মাত্র ৫ রানেই আউট। ৪৬ রানে ৩ উইকেট ভারতের। ক্রিজে অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
গত বছর টি-টোয়েন্টি ফরম্য়াটে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন সূর্যকুমার যাদব। নতুন বছরও শুরু করলেন অনবদ্য়। ওয়াংখেড়েতে রানের খাতা খুললেন বাউন্ডারি মেরে। পাওয়ার প্লে-র শেষ ওভারে আউট সূর্য। চামিকা করুণারত্নের বলে স্কুপ, যদিও ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। সূর্যও ফিরলেন ৭ রানে।
পাওয়ার প্লে-তে ঈশান-শুভমন ঝড় থামাতে তৃতীয় ওভারেই মহেশ থিকসানাকে আক্রমণে আনেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাঁর পরিকল্পনা কাজে দিল। অভিষেককারী শুভমন গিলকে ফেরালেন মহেশ। ৫ বলে ৭ রানে ফিরলেন শুভমন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেন শুভমন গিল…
প্রথম বলে ২ রান। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলেই অনবদ্য রিস্ট ওয়ার্কে ছয় হাঁকালেন ঈশান। প্রথম ওভারেই ১৭ রান। এর মধ্যে একটি ওয়াইড। ঈশান ৬ বলে ১৬।
লোকেশ রাহুল ধারাবাহিক ব্যর্থতার জেরে বাদ পড়েছেন। চোটে নেই রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ওপেন করতে চলেছেন শুভমন গিল ও ঈশান কিষাণ।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একাদশ- কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করণারত্নে, মহেশ থিকসানা, কাসুন রজিতা, দিলশান মধুশঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ : হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্য়ামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।
অর্শদীপ সিং ফিট না থাকায়, তাঁকে একাদশে রাখা হয়নি। বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। পরিবর্তে অভিষেক শিবম মাভির।
Congratulations to @ShubmanGill & @ShivamMavi23 who are all set to make their T20I debut for #TeamIndia ???
Live – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/gl57DXG3x6
— BCCI (@BCCI) January 3, 2023
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার। হার্দিক টসে জানালেন, টস জিতলেও ব্য়াটিং নিতেন।
দেশের হয়ে এক সঙ্গে বিশ্বকাপ জিতেছেন শুভমন গিল ও শিবম মাভি। তবে সেটা অনূর্ধ্ব ১৯। এ বার সিনিয়র দলে টি-টোয়েন্টি অভিষেক। দু-জনই ডেভিউ ক্যাপ পেয়েছেন। শুভমন টেস্ট এবং ওয়ান ডে খেললেও দেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে। শিবম মাভির আন্তর্জাতিক অভিষেক।
এশিয়া সেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। পিচ রিপোর্ট বলছে, ব্য়াটারদের জন্য় বাড়তি সুবিধা থাকবে। পেস, বাউন্সও দারুণ। শট খেলে আনন্দ পাবেন ব্য়াটাররা। বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
ভারত বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। আয়ারল্য়ান্ড, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে ঘরের মাঠে প্রথম বার জাতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া। নতুন বছর, প্রথম সিরিজ, ‘নতুন’ টিম ইন্ডিয়ার প্রথম ম্য়াচের TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত।