পুনে : নতুন বছরের শুরু জয় দিয়েই করেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। আজ নজরে ছিল সিরিজ জয়। পাশাপাশি ভুল শোধরানোর দিকেও লক্ষ্য ছিল। ওয়াংখেড়ে প্রথম টি-টোয়েন্টি জিতলেও ব্যবধান মাত্র ছিল মাত্র ২ রানের। শেষ বলে রুদ্ধশ্বাস জয়। সব ম্যাচে এমন পরিস্থিতি থেকে ফল ভারতের পক্ষেই যাবে, নিশ্চয়তা নেই। যেমনটা এ দিন হল। খাদের কিনারা থেকে ভারতকে জয়ের দোরগোড়ায় এনেছিল অক্ষর প্যাটেল-সূর্যকুমার জুটি। অক্ষরের সঙ্গ দেন শিবম মাভিও। তারপরও জয় এল না। শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। অক্ষর আউট হতেই সম্ভাবনা শেষ। ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। রাজকোটেই সিরিজের ফয়সালা হবে। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
মাত্র ২০ বলে অর্ধশতরান অক্ষর প্যাটেলের।
কাসুন রাজিতার বোলিংয়ে বোল্ড ঈশান কিষাণ। ক্রিজে অভিষেককারী রাহুল ত্রিপাঠি। বাউন্ডারিতে রানের খাতা খুললেন রাহুল।
মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি শ্রীলঙ্কা অধিনায়কের।
শ্রীলঙ্কা ইনিংসে বাকি দু ওভার। স্কোর ১৬৯-৬। ক্রিজে দাসুন শানাকা। বড় রান তাড়া করতে হবে ভারতকে।
১৬ তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা উমরান মালিকের। এখনও তাঁর এক ওভার বাকি। হ্যাটট্রিক হবে?
ঘরের মাঠ। রাহুল ত্রিপাঠির কাছে পুনে স্টেডিয়াম তাই। অক্ষর প্যাটেলের বোলিংয়ে বাউন্ডারি লাইনে অনবদ্য ক্য়াচ নিলেন রাহুল ত্রিপাঠি।
উমরান মালিক। ১৪৭ কিমি/ঘণ্টার ডেলিভারি। ভানুকা রাজাপক্ষর উইকেট ভেঙে দিল। ৮৩-২ শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা শিবিরে প্রথম ধাক্কা যুজবেন্দ্র চাহালের। ৮০ রানে প্রথম উইকেট হারাল তারা।
প্রথম ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাত্র ২ রান দিয়েছিলেন। তবে অর্শদীপ সিংয়ের ওভারে নো-বলের হ্যাটট্রিক এবং ফ্রি-হিটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৫ রান তুলে নিয়েছে তারা।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একাদশ- কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করণারত্নে, মহেশ থিকশানা, কাসুন রজিতা, দিলশান মধুশঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ : হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। পরিসংখ্যান বলছে প্রথমে ব্য়াট করা দলের জয়ের সম্ভাবনা বেশি। হার্দিক বলেন, তিনি এই পরিসংখ্যান জানতেন না, চিন্তিত নন।
দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের সঙ্গে রয়েছেন রাহুল ত্রিপাঠি। তবে খেলার সুযোগ আসছিল না। সঞ্জু স্যামসন চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া এ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রাহুল ত্রিপাঠির।
?? Dream come true moment for @tripathirahul52 ??#TeamIndia #INDvSL @mastercardindia pic.twitter.com/igiWnQEEIR
— BCCI (@BCCI) January 5, 2023
দ্বিতীয় টি-টোয়েন্টি আয়োজনের জন্য প্রস্তুত পুনের এমসিএ স্টেডিয়াম। সব দিকে বাউন্ডারি প্রায় সমান। পিচ থেকে সিমাররা বেশ কিছুটা সুবিধা পেতে পারেন। প্রথমে ব্য়াট করা দলের জয়ের পরিসংখ্যান বেশি।
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলেই সিরিজ ভারতের। লক্ষ্য় সেটাই।