India vs West Indies 1st T20 Live Streaming: টেস্ট, ওডিআইয়ের পর টি-২০ সিরিজও কি হবে ভারতের? জেনে নিন IND vs WI প্রথম T20 ম্যাচ কোথায় দেখবেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2023 | 8:00 PM

India vs West Indies T20 Series Telecast: ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট, ওডিআই সিরিজ শেষ। এ বার এই দুই দলের ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হওয়ার পালা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলির সম্প্রচার কোথায় হবে জানেন?

India vs West Indies 1st T20 Live Streaming: টেস্ট, ওডিআইয়ের পর টি-২০ সিরিজও কি হবে ভারতের? জেনে নিন IND vs WI প্রথম T20 ম্যাচ কোথায় দেখবেন
India vs West Indies 1st T20 Live Streaming: টেস্ট, ওডিআইয়ের পর টি-২০ সিরিজও কি হবে ভারতের? জেনে নিন IND vs WI প্রথম T20 ম্যাচ কোথায় দেখবেন
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরে গিয়েছে ভারতীয় দল। এক এক করে টেস্ট সিরিজ, ওডিআই সিরিজ শেষ। দু’টি সিরিজই ভারতের ঝুলিতে এসেছে। আগামী কাল, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। ৫ ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ভারতের ক্যারিবিয়ান সফর শেষ হবে। ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে মেন ইন ব্লু। এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ কি ভারত হোয়াইটওয়াশ করতে পারবে? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

তিনটি ওডিআই ম্যাচের প্রথমটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। পরের দুটো ম্যাচে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলে ভারত। তাঁর নেতৃত্বে ওডিআই সিরিজের ২টি ম্যাচের ১টিতে জেতে টিম ইন্ডিয়া। আর ১টিতে হারে মেন ইন ব্লু। এ বার যে টি-২০ সিরিজ শুরু হবে তাতে ভারতের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এ বার দেখার তারুণ্যে ভরা টিম ইন্ডিয়া টি-২০ সিরিজে কোন চমক দেখায়। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৭টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি আগামী কাল বৃহস্পতিবার (৩ অগস্ট) হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টেলিভিশনে দূরদর্শনের ছয়টি চ্যানেলে। সেগুলি হল – ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনা। এ ছাড়া মোবাইলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ এবং সিরিজের বাকি ম্যাচগুলি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে।

Next Article