India vs West Indies 2023: বাজবলের চেয়েও বিধ্বংসী! ওভার প্রতি সাড়ে সাত তুলে দান ছাড়ল ভারত
India vs West Indies 2023, 100Th Test: ম্যাকালাম নিজে বিধ্বংসী ক্রিকেটার ছিলেন। তেমনই তাঁর দলও খেলছে সেই মেজাজেই। ম্যাকালামের ডাক নাম বাজ থেকেই বাজবল।
গত বছর থেকে টেস্ট ক্রিকেটে আলোচনার বিষয় ‘বাজবল’। ২০২২ সালের আইপিএলের পর ইংল্যান্ড টেস্ট দলের কোচিংয়ের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাকালাম। অধিনায়ক করা হয় বেন স্টোকসকে। ম্যাকালাম নিজে বিধ্বংসী ক্রিকেটার ছিলেন। তেমনই তাঁর দলও খেলছে সেই মেজাজেই। ম্যাকালামের ডাক নাম বাজ থেকেই বাজবল। টেস্ট ক্রিকেটে এমন খেলা সহজে দেখা যায় না। হারের ঝুঁকি থাকলেও রান তাড়া করতে ছাড়েনি ইংল্যান্ড। বেশির ভাগ ক্ষেত্রেই সাফল্য এসেছে। এ বার ভারতীয় দল যেন বাজবলেরই আরও উন্নত সংস্করণ দেখাল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট। মাইলফলকের ম্যাচ নানা ভাবেই স্মরণীয় করে রাখতে মরিয়া দু-দলের ক্রিকেটাররা। বিরাট কোহলি, মুকেশ কুমারের জন্যও এটি মাইলফলকের ম্যাচ। মুকেশ কুমারের অভিষেক টেস্ট। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট। প্রথম ইনিংসে সেঞ্চুরিও করেছেন। ওপেনারদের দারুণ শুরু, বিরাটের সেঞ্চুরি, জাডেজা-অশ্বিনের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০৮ ওভারে ২২৯-৫ থেকে এ দিন ৭.৪ ওভারেই বাকি ৫ উইকেট হারায়। ২৫৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। কেরিয়ারে প্রথম বার ইনিংসে পাঁচ উইকেট নেন মহম্মদ সিরাজ। শেষ পাঁচ উইকেটে মাত্র ২৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ভারতের নতুন রূপ।
ভারত প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নেয়। ম্যাচের চতুর্থ দিন বেশ কয়েক বার খেলা থামে বৃষ্টির জন্য। এর ফাঁকে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান তুলেই সমাপ্তি ঘোষণা করে ভারত। এই রান এসেছে মাত্র ২৪ ওভারে! দ্বিতীয় ইনিংসে ভারত ওভার প্রতি রান তুলল ৭.৫৪! অবাক মনে হলেও এটাই সত্যি। ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের লক্ষ্য দিয়ে দান ছাড়ে ভারত।
That’s a smashing way to bring your maiden Test 50*@ishankishan51
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/WIFaqpoGiD
— FanCode (@FanCode) July 23, 2023
অধিনায়ক রোহিত শর্মা ৪৪ বলে ৫৭ রানে ফেরেন। যশস্বী করেন ৩০ বলে ৪৮। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় ঈশান কিষাণকে। ৩৪ বলে ৫২ রানে অপরাজিত ঈশান। টেস্ট কেরিয়ারে প্রথম অর্ধশতরান। শুভমন গিল ৩৭ বলে ২৯ রান করেন। শুভমন ছাড়া বাকি তিন জনই ওভার বাউন্ডারি মেরেছেন। ঈশানের স্ট্রাইকরেট প্রায় ১৫৩। বাকি প্রায় দেড় দিনে ভারতের প্রয়োজন দশ উইকেট।