Virat Kohli, IND vs WI: ‘এখনও বলবে, ১৫০ মিস করলাম’, অভিমানী বিরাট!
India vs West Indies 2023, 100Th Test: ব্যক্তিগত ১২১ রানে আলজারি জোসেফের ডিরেক্ট থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন বিরাট। দিনের খেলার শেষে নানা বিষয়েই কথা বললেন কিং কোহলি। একটু কি অভিমানী?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটারদের জন্য ‘বিরাট’ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত শততম টেস্ট খেলছে। তেমনই বিরাট কোহলির জন্য আরও স্মরণীয় ম্যাচ। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের আইকন। তাঁকে দেখার জন্য গ্যালারিতে ভিড় করে বড় অংশ। সমর্থকদের হতাশ করেননি। শতরানের মাথা নত করে সকলের কৃতজ্ঞতা স্বীকার করলেন। ব্যক্তিগত ১২১ রানে আলজারি জোসেফের ডিরেক্ট থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন বিরাট। দিনের খেলার শেষে নানা বিষয়েই কথা বললেন কিং কোহলি। একটু কি অভিমানী? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট যে প্রশ্নে যা বললেন…
- কেরিয়ারে আরও একটা শতরান: খেলাটা উপভোগ করেছি। যে ছন্দে ছিলাম, শেষটা ভালো করাই লক্ষ্য ছিল। দলের জন্য দাঁড়াতে চেয়েছিলাম। তবে শুরুটা ভালো করতে পারিনি। সময় নিয়েছি। নিজের কাছে কিছু বাধা পেরনোর ছিল। সেই বাধা পেরোতে পেরেছি। টিমের জন্য খেলার চেষ্টা করেছি। আমি খুশি, আমার ইনিংস দলের জন্য কাজে লেগেছে।
- বিদেশের মাটিতে ২০১৮ সালের পর সেঞ্চুরি: বিদেশে সম্ভবত ১৫টি টেস্ট সেঞ্চুরি রয়েছে। সেদিক থেকে দেখলে, ঘরের মাঠের চেয়ে বাইরে বেশি টেস্ট সেঞ্চুরি। বিদেশে কতগুলো ম্যাচ খেলেছি ধারনা নেই। তবে এসব নম্বর, পরিসংখ্যান নিয়ে ভাবিও না। টিমের কী প্রয়োজন দেখতে হবে। আমি ৫০ পেরিয়ে আউট হলেই সকলে বলবে সেঞ্চুরি মিস, তেমনই ১২০ পেরিয়ে আউট হলে বলা হবে ১৫০ করতে পারল না।
- কেরিয়ারের ৫০০ আন্তর্জাতিক ম্যাচ: সত্যিই গুরুত্বপূর্ণ। খেলার প্রতি দায়বদ্ধতা দেখালে এমন দিন আসবেই। প্রতিটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকে। একটা বাউন্ডারির জন্য প্রয়োজনে ৩ ঘণ্টা অপেক্ষা করতে পারি। আবার বিধ্বংসী ব্যাটিংও করতে পারি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিটনেস। সেটা নিয়েই বরাবর কাজ করেছি। খারাপ সময়ে এই পরিশ্রম গুলোই ফিরতে সাহায্য করে।
- ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট: আমাদের দু-দেশের দারুণ ক্রিকেট ঐতিহ্য রয়েছে। সব দিক থেকেই স্পেশাল ম্যাচ। আর এই ম্যাচে সেঞ্চুরি, দলকে সহযোগিতা করতে পারা, সত্যিই স্পেশাল।
- কুইন্স পার্ক ওভালে চারটি আন্তর্জাতিক সেঞ্চুরি (তিনটি ওডিআই, একটি টেস্ট): এই মাঠে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানকার সমর্থন খুব ভালো। ওয়েস্ট ইন্ডিজে আমার দুটি পছন্দের ভেনু পোর্ট অব স্পেন এবং অ্যান্টিগা। অস্ট্রেলিয়ায় যেমন অ্যাডিলেড ওভাল। ওয়েস্ট ইন্ডিজে এই দুই ভেনুতে মনে হয় হোম ম্যাচ খেলছি।
- বোলারদের জন্য কঠিন দিন: পিচ খুবই মন্থর। আমাদের জন্য এই সেশন ভালো যায়নি। আমরা যদি ওদের ওপর চাপ তৈরি করি, ওরা ভুল করবেই। উইকেটও পড়বে। আর এই পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুবই কঠিন হবে। কাল প্রথম সেশনে আমাদের আরও নিখুঁত লাইন লেন্থে বোলিং করতে হবে।