India vs West Indies 2023: ফর্ম খারাপ থাকলে বিরাটকে কী বলেন ক্যাপ্টেন রোহিত?
IND vs WI, 1st ODI, Rohit Sharma: বিরাটকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে, ও বিদেশে সেঞ্চুরি করতে পারছে না। প্রায় পাঁচ বছর বিদেশে সেঞ্চুরি আসছিল না বিরাটের। প্রসঙ্গ উঠতেই রোহিত ফিরলেন পুরনো মন্তব্যে।
ফরম্যাট যাই হোক, ভারতীয় শিবিরে সবসময়ই আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। আর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বিরাটের ফর্মে থাকা খুবই জরুরি। এর আগে প্রায় তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা চলছিল বিরাট কোহলির। সেটা মিটেছে। দেশের বাইরে সেঞ্চুরির খরা মিটছিল না। পাঁচ বছর পর বিদেশে সেঞ্চুরির খরা কাটিয়েছেন বিরাট কোহলি। কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টে অনবদ্য সেঞ্চুরি বিরাটের ব্যাটে। বিরাট কোহলির মতো তারকা ব্যাটার ফর্মে না থাকলে বা প্রত্যাশিত সাফল্য না পেলে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা তাঁকে কী বলেন? ওয়ান ডে সিরিজ শুরর আগে এই বিষয়টিও খোলসা করলেন ভারত অধিনায়ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পোর্ট অব স্পেনে পঞ্চম দিন বৃষ্টিতে ভেস্তে না গেলে টেস্ট সিরিজ ভারতের পক্ষে ২-০ হতে পারত। বিরাটকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে, ও বিদেশে সেঞ্চুরি করতে পারছে না। প্রায় পাঁচ বছর বিদেশে সেঞ্চুরি আসছিল না বিরাটের। প্রসঙ্গ উঠতেই রোহিত ফিরলেন পুরনো মন্তব্যে। বলছেন, ‘এই প্রশ্নের উত্তর আগেও বহুবার দিয়েছি। বাইরে থেকে কথা ওঠে, কে কত রান করল, কটা উইকেট নিল। এসব নিয়ে আমরা ভাবিই না। বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতেই পারেন। তবে দলের অন্দরের বিষয়টা একেবারেই আলাদা। আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোন প্লেয়ারের থেকে কী ভাবে সেরাটা বের করে নেওয়া যায়। ম্যাচ এবং সিরিজ জেতার দিকেই ফোকাস থাকে। এখন আমাদের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা ফোকাস। কী ভাবে সিরিজ জেতা যায়, কাদের সুযোগ দিতে পারি, এসব নিয়েই ভাবছি।’
আর বিরাটকে কিছু বলার প্রয়োজন পড়ে! রোহিত যোগ করলেন, ‘টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে, যাদের বলার প্রয়োজন পড়ে না। ওরা এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এত রান করেছে, উইকেট নিয়েছে। ওদের কিছু বলার জায়গাই নেই। আমাদের ফোকাস থাকে নতুনদের দিকে। এ বারও যেমন টিমে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের কী ভাবে সুযোগ, স্বাধীন ভাবে খেলার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের অনুভূতি দেওয়া যায়, আমাদের ফোকাস সেটাই।’
ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে তাদের কাছে এই সিরিজ স্রেফ মর্যাদারক্ষার। ভারতের কাছে বিশ্বকাপের প্রস্তুতি। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘আমাদের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা খুব বেশি ম্যাচ খেলেনি। ওদের যতটা সম্ভব সুযোগ দিতে চাই। প্রত্যেককে নির্দিষ্ট করে দায়িত্ব ভাগ করে দেওয়া থাকবে। ওরা সেই ভূমিকা কতটা পালন করতে পারে, সেটা দেখতে চাই। এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও আমরা এটা করেছিলাম। ওদের কোনও ভূমিকা দেওয়া হলে, সেটা কতটা বুঝতে পারছে, সেই ভূমিকা কতটা পালন করতে পারছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে আমরা এই বিষয়গুলো দেখে নিতে চাই।’