India vs West Indies 2023: তিন বার ভারত পাক! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম টেস্টের আগে দ্রাবিড় যা বললেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 20, 2023 | 4:55 AM

Rahul Dravid, IND vs WI, 100Th Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আবহে এশিয়া কাপ প্রসঙ্গও উঠে এল। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিন বার মুখোমুখি হতে পারে, এটাকে কীভাবে দেখছেন কোচ!

India vs West Indies 2023: তিন বার ভারত পাক! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম টেস্টের আগে দ্রাবিড় যা বললেন…
Image Credit source: Screengrab

Follow Us

এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান। এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ থেকে যে কোনও দুটি দল সুপার ফোরে জায়গা করে নেবে। গ্রুপের তৃতীয় দল নেপাল। সুতরাং ধরেই নেওয়া হচ্ছে, গ্রুপ পর্বে একবার এবং সুপার ফোরে দু-বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ফলে ফাইনালের আগেই অন্তত তিন বার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হতে পারে। একই টুর্নামেন্টে এত বার মুখোমুখি হওয়ার বিষয়টি কীভাবে দেখছেন কোচ রাহুল দ্রাবিড়? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম টেস্ট নিয়েই বা কী বলছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে শততম বার মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও এমন অনেক ম্যাচ খেলেছেন। এ বার কোচ হিসেবে। দ্রাবিড় বলছেন, ‘দারুণ বিষয়। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলতে চলেছে। দু-দেশের মধ্যে প্রচুর স্মরণীয় টেস্ট হয়েছে। কিংবদন্তি ক্রিকেটাররা খেলেছেন। ক্রিকেটের জন্য দু-দেশের আবেগ অজানা নয়। দু-দেশের কিংবদন্তিদের দেখেই নতুন প্রজন্ম প্রেরণা নিয়েছে। প্লেয়ার এবং কোচ হিসেবে এখানে এসেছি। ক্যারিবিয়ানরা ক্রিকেটারদের কতটা সম্মান করে জানি। দারুণ একটা মুহূর্ত।’

ডমিনিকায় প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। সেই ম্যাচের একাদশে কোনও বদল হবে কী না প্রসঙ্গে হেড কোচ বলছেন, ‘গত ম্যাচের একাদশে সবদিকই কভার হয়েছে। তিন পেসার এবং দুই অভিজ্ঞ স্পিনার খুবই ভালো খেলেছে। এখানে যদি পিচ দেখে মনে হয়, স্পিনাররা আরও বেশি সাহায্য পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো তিন স্পিনারের কথা ভাবতে পারি। সেই বিকল্পও রয়েছে। গত ম্যাচের টিমে দারুণ ভারসাম্য ছিল। খুব জরুরি না হলে একাদশে বদলের কথা ভাবছি না।’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আবহে এশিয়া কাপ প্রসঙ্গও উঠে এল। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিন বার মুখোমুখি হতে পারে, এটাকে কীভাবে দেখছেন কোচ! দ্রাবিড় বলছেন, ‘শিডিউল বেরিয়ে গিয়েছে। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সুতরাং, এত আগে থেকে দূরের কিছু ভাবতে চাই না। একটা ম্যাচ ধরে এগোতে চাই। গ্রুপ পর্বে পাকিস্তান এবং নেপালের সঙ্গে খেলব, এটুকু জানি। আমাদের সেই ম্যাচ দুটি জিততে হবে। আমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে তিন বার মুখোমুখি হওয়ার সুযোগ পাই, তাহলে ফাইনালেও উঠতে পারব। আশা করি, ফাইনালে দেখা হবে, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা জিততে চাইব। সব কিছুর আগে গ্রুপের দুটো ম্যাচ নিয়েই ভাবছি।’

Next Article