India vs West Indies Highlights, 1st ODI 2022: ১০০০তম ওয়ান ডে ম্যাচে সহজ জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 06, 2022 | 9:48 PM

India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies Highlights, 1st ODI 2022: ১০০০তম ওয়ান ডে ম্যাচে সহজ জয় ভারতের
আমেদাবাদে মুখোমুখি রোহিত-পোলার্ড

Follow Us

আমেদাবাদ: আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০০০তম ওয়ান ডে (ODI) খেলতে নেমেছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India)। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ক্রিকেটবিশ্ব। কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার জার্সিতে আজ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল দীপক হুডার।

নির্ধারিত ৫০ ওভার খেলতে পারল না ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে ১৭৬ রান করে অল আউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১০০তম উইকেট পেয়েছেন যুজি। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।

১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভারেই ম্যাচ পকেটে পুরলেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেটে জিতল ভারত। ওয়ান ডে অভিষেক ম্য়াচে ২৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন দীপক হুডা। সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ রানে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Feb 2022 07:40 PM (IST)

    ১০০০তম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের

    ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভারেই ম্যাচ পকেটে পুরলেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেটে জিতল ভারত। ওয়ান ডে অভিষেক ম্য়াচে ২৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন দীপক হুডা। সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ রানে।

  • 06 Feb 2022 07:29 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৬০/৪

    খেলা বাকি ২৫ ওভারের। ম্যাচ জিততে ভারতের চাই মাত্র ১৭ রান।


  • 06 Feb 2022 07:09 PM (IST)

    ২০ ওভারে ভারত ১৩৭/৪

    খেলা বাকি ৪০ ওভারের। এখনও পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে।

    সূর্যকুমার যাদব ব্যাট করছেন ১৩ রানে। দীপক হুডা রয়েছেন ৭ রানে।

  • 06 Feb 2022 06:58 PM (IST)

    ঋষভ পন্থ আউট

    মাত্র ১১ রান করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 06 Feb 2022 06:52 PM (IST)

    ঈশান আউট

    ২৮ রান করে সাজঘরে ফিরলেন ঈশান কিষাণ। তৃতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 06 Feb 2022 06:42 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১০১/২

    ২ উইকেট হারালেও শতরানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ৭৬ রান।

  • 06 Feb 2022 06:41 PM (IST)

    ভারতের শতরান

    ১৪.৫ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ। ক্রিজে ঈশান কিষাণ ও ঋষভ পন্থ

  • 06 Feb 2022 06:35 PM (IST)

    বিরাট আউট

    ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেট এনে দিলেন আলজারি জোসেফ। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি।

  • 06 Feb 2022 06:30 PM (IST)

    রোহিত আউট

    ৬০ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের প্রথম সাফল্য এনে দিলেন আলজারি জোসেফ।

  • 06 Feb 2022 06:20 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    আমেদাবাদে ভারতের ১০০০তম ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 06 Feb 2022 06:14 PM (IST)

    ১০ ওভারে ভারত ৬৭/০

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৬৭ রান।

    রোহিত ব্যাট করছেন ৪৬ রানে। ঈশান রয়েছেন ১৪ রানে

  • 06 Feb 2022 06:08 PM (IST)

    ভারতের ৫০ রান

    ৮.১ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 06 Feb 2022 05:53 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৬/০

    রোহিত ব্যাট করছেন ১৮ রানে। ঈশান রয়েছেন ৪ রানে। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২৬ রান। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ১৫১ রান।

  • 06 Feb 2022 05:30 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    রান তাড়া করতে নেমে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 06 Feb 2022 04:47 PM (IST)

    ভারতের টার্গেট ১৭৭

    নির্ধারিত ৫০ ওভার খেলতে পারল না ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে ১৭৬ রান করে অল আউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।

  • 06 Feb 2022 04:46 PM (IST)

    চাহাল ফেরালেন জোশেপকে

    জোশেপ ১৩ রান করে মাঠ ছাড়লেন। শেষ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল

  • 06 Feb 2022 04:34 PM (IST)

    হোল্ডার আউট

    ৫৭ রান করে সাজঘরে ফিরলেন জেসন হোল্ডার। ৯ নম্বর উইকেট হারাল ক্যারিবিয়ানরা

  • 06 Feb 2022 04:22 PM (IST)

    অ্যালেন আউট

    জেসন হোল্ডারের সঙ্গে দুরন্ত ছন্দে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। সেই জুটি ভাঙলেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 06 Feb 2022 04:21 PM (IST)

    হোল্ডারের হাফসেঞ্চুরি

    আমেদাবাদে সিরিজের প্রথম ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জেসন হোল্ডার।

  • 06 Feb 2022 04:15 PM (IST)

    ক্যারিবিয়ানদের ১৫০ রান পূর্ণ

    ৩৬.১ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ

  • 06 Feb 2022 04:10 PM (IST)

    ৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪২/৭

    হোল্ডার-অ্যালেনের ৬৩ রানের পার্টনারশিপ পূর্ণ। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 06 Feb 2022 03:53 PM (IST)

    ৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১৪/৭

    ফ্যাবিয়ান অ্যালেন রয়েছেন ১৯ রানে এবং জেসন হোল্ডার ব্যাট করছেন ২১ রানে।
    খেলা বাকি ২০ ওভারের।
  • 06 Feb 2022 03:28 PM (IST)

    ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৯/৭

    ক্রিজে জেসন হোল্ডার ও ফ্যাবিয়ান অ্যালেন। খেলা বাকি ২৫ ওভারের।

  • 06 Feb 2022 03:19 PM (IST)

    আকিল হোসেইন আউট

    সাত নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। কোনও রান না করে সাজঘরে ফিরলেন আকিল হোসেইন। ভারতকে সপ্তম উইকেট এনে দিলেন প্রসিধ কৃষ্ণ।

  • 06 Feb 2022 03:12 PM (IST)

    ব্রুকস আউট

    শামরা ব্রুকস আউট। যুজবেন্দ্র চাহালের তৃতীয় শিকার হলেন ব্রুকস। ১২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 06 Feb 2022 03:05 PM (IST)

    ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭১/৫

    ক্রিজে জেসন হোল্ডার ও শামরা ব্রুকস। ২০ ওভারে ক্যারিবিয়ানদের স্কোর ৫ উইকেটে ৭১।
  • 06 Feb 2022 03:00 PM (IST)

    পোলার্ডকে ফেরালেন চাহাল

    প্রথম বলেই আউট হলেন ক্যারিবিয়ান অধিনায়ক। যুজবেন্দ্র চাহালের গুগলি ফেরাল কায়রন পোলার্ডকে। নিকোলাস পুরানের পর পোলার্ডের উইকেট তুলে নিলেন যুজি।

  • 06 Feb 2022 02:58 PM (IST)

    পুরান আউট

    নিকোলাস পুরানকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। এবং আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১০০তম উইকেট পূর্ণ করলেন যুজি চাহাল।

  • 06 Feb 2022 02:42 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫৫/৩

    ক্রিজে নিকোলাস পুরান ও শামরা ব্রুকস।

  • 06 Feb 2022 02:27 PM (IST)

    লতা স্মরণে নীরবতা পালন করল ভারত

    ম্যাচ শুরুর আগে, লতা মঙ্গেশকরের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

  • 06 Feb 2022 02:24 PM (IST)

    ব্র্যাভো আউট

    তৃতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ১৮ রান করে সাজঘরে ফিরলেন ব্র্যাভো। ডিআরএস নিয়েছিল ভারত। এবং সেই ডিআরএস সফল হওয়ায় তৃতীয় উইকেট পেল টিম ইন্ডিয়া।

  • 06 Feb 2022 02:19 PM (IST)

    কিং আউট

    ওয়াশিংটন সুন্দর ফেরালেন ব্র্যান্ডন কিংকে। দ্বিতীয় উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ১৩ রান করে মাঠ ছাড়লেন কিং

  • 06 Feb 2022 02:12 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৯/১

    ১০ ওভারের খেলা শেষ। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ক্যারাবিয়ানরা তুলেছে ৩৯ রান।

    ড্যারেন ব্র্যাভো ব্যাট করছেন ১৫ রানে। ব্র্যান্ডন কিং রয়েছেন ১২ রানে।

  • 06 Feb 2022 01:49 PM (IST)

    লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত

    লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন বিরাট কোহলিরা।

  • 06 Feb 2022 01:47 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    টিম ইন্ডিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল দীপক হুডার।

    দেখুন ভারতের প্রথম একাদশ:

  • 06 Feb 2022 01:47 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    দেখুন ক্যারিবিয়ানদের প্রথম একাদশ:

  • 06 Feb 2022 01:46 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন হিটম্যান।