India vs West Indies Highlights, 1st T20 2022: সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিতের ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 16, 2022 | 10:59 PM

India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies Highlights, 1st T20 2022: সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিতের ভারত
ইডেনে মুখোমুখি রোহিত-পোলার্ডরা

Follow Us

কলকাতা: আজ, বুধবার ইডেনে ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ(India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে সিরিজের প্রথম ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক। টসে জিতে শুরুতে পোলার্ডদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হিটম্যান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১২০ বলে ১৫৮ রান। ২টি করে উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোই। ১টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। ১ ওভার বল করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তিনি উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান (৬১)।

টার্গেট ছিল ১৫৮ রানের। ৭ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ান ডে জিতে গেল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের আগেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার এবং ৩৪ রানে নট আউট রইলেন সূর্যকুমার যাদব।

নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার অধীনে, পুরানদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এ বার টি-২০ সিরিজের পালা। ইডেনে আজকের ম্যাচে জিতে সিরিজে ১-০ এগিয়ো গেলেন বিরাটরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 16 Feb 2022 10:47 PM (IST)

    ৬ উইকেটে জয়ী ভারত

    ৭ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ান ডে জিতে গেল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের আগেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার এবং ৩৪ রানে নট আউট রইলেন সূর্যকুমার যাদব।

  • 16 Feb 2022 10:39 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের চাই ১৮ বলে ১৯ রান।


  • 16 Feb 2022 10:27 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২০/৪

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে টিম ইন্ডিয়া।

    ভেঙ্কটেশ ৫*, সূর্যকুমার ১৩*

  • 16 Feb 2022 10:24 PM (IST)

    পন্থ আউট

    শেল্ডন কটরেল ফেরালেন ঋষভ পন্থকে। চতুর্থ উইকেট হারাল ভারত। ৮ রান করে মাঠ ছাড়লেন রোহিতের ডেপুটি।

  • 16 Feb 2022 10:14 PM (IST)

    ভারতের শতরান

    ১২.৫ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ হল। ক্রিজে ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব।

  • 16 Feb 2022 10:12 PM (IST)

    বিরাট আউট

    ফ্যাবিয়ান অ্যালেন ফেরালেন বিরাট কোহলিকে। ১৭ রান করে সাজঘরে ফিরলেন ভিকে। ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় সাফল্য এনে দিলেন ফ্যাবিয়ান অ্যালেন।

  • 16 Feb 2022 10:08 PM (IST)

    ঈশানকে ফেরালেন চেজ

    ৩৫ রান করে সাজঘরে ফিরলেন ঈশান কিষাণ। ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেট এনে দিলেন রস্টন চেজ।

  • 16 Feb 2022 09:57 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮০/১

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে বিরাট-ঈশান। ম্যাচ জিততে বিরাটদের চাই ৬০ বলে ৭৮ রান

  • 16 Feb 2022 09:47 PM (IST)

    রোহিত শর্মা আউট

    ভারত অধিনায়ককে সাজঘরে পাঠালেন রস্টন চেজ। ৪০ রান করে মাঠ ছাড়লেন রোহিত।

  • 16 Feb 2022 09:36 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ভালো শুরু ভারতের। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান  তুলেছে টিম ইন্ডিয়া।

  • 16 Feb 2022 09:34 PM (IST)

    ৫ ওভারে ভারত ৫৭/০

    ভালো শুরু রোহিত-ঈশান জুটির।
    রোহিত শর্মা ৩৮*, ঈশান কিষাণ ১৮*
  • 16 Feb 2022 09:24 PM (IST)

    ৩ ওভারে ভারত ২২/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। ক্রিজে রোহিত-ঈশান

  • 16 Feb 2022 09:12 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 16 Feb 2022 09:01 PM (IST)

    ক্যারিবিয়ানদের ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১২০ বলে ১৫৮ রান। ২টি করে উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোই। ১টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। ১ ওভার বল করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তিনি উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান (৬১)।

  • 16 Feb 2022 09:00 PM (IST)

    স্মিথকে ফেরালেন হর্ষল

    ৪ রান করে শেষ বেলায় আউট হয়ে মাঠ ছাড়লেন ওডেন স্মিথ।

  • 16 Feb 2022 08:52 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভারের খেলা শেষ। এখনও পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছেন ১৪৭ রান। শেষ ওভারে কত রান তোলেন পোলার্ডরা সেদিকেই চোখ রাখতে হবে।

  • 16 Feb 2022 08:46 PM (IST)

    পুরান আউট

    ৬১ রান করে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান। হর্ষল প্যাটেল এনে দিলেন ভারতকে ছ’নম্বর উইকেট। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন কোহলি।

    ওয়েস্ট ইন্ডিজ – ১৩৫/৬ (১৭.৬ ওভার)

  • 16 Feb 2022 08:39 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে কায়রন পোলার্ড ও নিকোলাস পুরান

  • 16 Feb 2022 08:34 PM (IST)

    নিকোলাস পুরানের হাফসেঞ্চুরি

    ইডেনে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নিকোলাস পুরান। ১৭তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে একটি ছয় ও চারের পর অর্ধশতরান পূর্ণ হল পুরানের।

  • 16 Feb 2022 08:26 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৬/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। এখনও ১০০ রানের গণ্ডি পেরোয়নি ওয়েস্ট ইন্ডিজ।

  • 16 Feb 2022 08:20 PM (IST)

    আকিল আউট

    ১০ রান করে সাজঘরে ফিরলেন আকিল হোসেইন। ভারতকে পঞ্চম উইকেট এনে দিলেন দীপক চাহার।

  • 16 Feb 2022 08:06 PM (IST)

    পাওয়েলকে ফেরালেন রবি

    রোভম্যান পাওয়েল আউট হলেন মাত্র ২ রান করে। অভিষেক ম্যাচে এক ওভারে জোড়া উইকেট পেলেন রবি বিষ্ণোই।

  • 16 Feb 2022 08:01 PM (IST)

    চেজকে ফেরালেন বিষ্ণোই

    অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন রবি বিষ্ণোই। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রস্টন চেজ। ৪ রান করেছিলেন চেজ

  • 16 Feb 2022 07:56 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭১/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 16 Feb 2022 07:35 PM (IST)

    মেয়ার্সকে ফেরালেন চাহাল

    যুজবেন্দ্র চাহাল ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। ৩১ রান করে সাজঘরে ফিরলেন কাইল মেয়ার্স।

  • 16 Feb 2022 07:29 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৪৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 16 Feb 2022 07:24 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৫/১

    এক উইকেট হারিয়ে প্রথম ৫ ওভারে ৩৫ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ক্রিজে কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান।

  • 16 Feb 2022 07:16 PM (IST)

    ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৮/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ১৮ রান।

  • 16 Feb 2022 07:13 PM (IST)

    ইডেনের বেল বাজিয়ে খেলা শুরু করালেন চেতন শর্মা

    ইডেনের বেল বাজিয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচের সূচনা করলেন নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা

  • 16 Feb 2022 07:06 PM (IST)

    কিং আউট

    শুরুতেই ধাক্কা খেল ক্যারিবিয়ানরা। ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৪ রান করে সাজঘরে ফিরলেন কিং।

  • 16 Feb 2022 07:01 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স।

  • 16 Feb 2022 06:43 PM (IST)

    ক্যারিবিয়ানদের প্রথম একাদশ

    দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (উইকেটকিপার), কায়রন পোলার্ড (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, আকিল হোসেইন, শেল্ডন কটরেল।

  • 16 Feb 2022 06:39 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দেখে নিন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই।

  • 16 Feb 2022 06:33 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 16 Feb 2022 06:25 PM (IST)

    আজ রবি বিষ্ণোইয়ের অভিষেক

    কায়রন পোলার্ডদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে জাতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে রবি বিষ্ণোইয়ের।

  • 16 Feb 2022 06:20 PM (IST)

    ইডেনে হাজির বিরাট-রোহিতরা

    প্রথম টি-২০ ম্যাচের জন্য ইডেনে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা।

  • 16 Feb 2022 06:16 PM (IST)

    এই ট্রফির জন্যই হবে রোহিত-পোলার্ডদের লড়াই

    তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে এই ট্রফি পাবে বিজয়ী দল।

  • 16 Feb 2022 06:01 PM (IST)

    অপেক্ষার আর মাত্র এক ঘণ্টা

    আর এক ঘণ্টা পর ইডেনে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।