কলকাতা: আজ, বুধবার ইডেনে ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ(India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে সিরিজের প্রথম ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক। টসে জিতে শুরুতে পোলার্ডদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হিটম্যান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১২০ বলে ১৫৮ রান। ২টি করে উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোই। ১টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। ১ ওভার বল করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তিনি উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান (৬১)।
টার্গেট ছিল ১৫৮ রানের। ৭ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ান ডে জিতে গেল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের আগেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার এবং ৩৪ রানে নট আউট রইলেন সূর্যকুমার যাদব।
নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার অধীনে, পুরানদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এ বার টি-২০ সিরিজের পালা। ইডেনে আজকের ম্যাচে জিতে সিরিজে ১-০ এগিয়ো গেলেন বিরাটরা।
৭ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ান ডে জিতে গেল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের আগেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার এবং ৩৪ রানে নট আউট রইলেন সূর্যকুমার যাদব।
.@surya_14kumar and Venkatesh Iyer take #TeamIndia home with a 6-wicket win in the 1st T20I.
Scorecard – https://t.co/dSGcIkX1sx #INDvWI @Paytm pic.twitter.com/jfrJo0fsR3
— BCCI (@BCCI) February 16, 2022
১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের চাই ১৮ বলে ১৯ রান।
খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে টিম ইন্ডিয়া।
ভেঙ্কটেশ ৫*, সূর্যকুমার ১৩*
শেল্ডন কটরেল ফেরালেন ঋষভ পন্থকে। চতুর্থ উইকেট হারাল ভারত। ৮ রান করে মাঠ ছাড়লেন রোহিতের ডেপুটি।
১২.৫ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ হল। ক্রিজে ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব।
ফ্যাবিয়ান অ্যালেন ফেরালেন বিরাট কোহলিকে। ১৭ রান করে সাজঘরে ফিরলেন ভিকে। ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় সাফল্য এনে দিলেন ফ্যাবিয়ান অ্যালেন।
@imVkohli is out!
Wickets in back to back overs as @FabianAllen338 gets the big wicket caught by captain @KieronPollard55 on the long-off boundary.
Live Scorecard⬇️https://t.co/e2BlxiPct4#MenInMaroon #INDvWI pic.twitter.com/3tHQ6zcE9d
— Windies Cricket (@windiescricket) February 16, 2022
৩৫ রান করে সাজঘরে ফিরলেন ঈশান কিষাণ। ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেট এনে দিলেন রস্টন চেজ।
খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে বিরাট-ঈশান। ম্যাচ জিততে বিরাটদের চাই ৬০ বলে ৭৮ রান
ভারত অধিনায়ককে সাজঘরে পাঠালেন রস্টন চেজ। ৪০ রান করে মাঠ ছাড়লেন রোহিত।
Roston Chase our lone wicket taker that of ?? captain @ImRo45 as we have drinks in this 1st @Paytm T20I
? BCCI/Sportzpics
Live Scorecard⬇️https://t.co/e2BlxiPct4#MenInMaroon #INDvWI pic.twitter.com/p6mmnZzRTU
— Windies Cricket (@windiescricket) February 16, 2022
পাওয়ার প্লে-তে ভালো শুরু ভারতের। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান তুলেছে টিম ইন্ডিয়া।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ক্রিজে রোহিত-ঈশান
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১২০ বলে ১৫৮ রান। ২টি করে উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোই। ১টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। ১ ওভার বল করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তিনি উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান (৬১)।
Innings Break!
Two wickets apiece for @bishnoi0056 & @HarshalPatel23 as West Indies post a total of 157/7 on the board.#TeamIndia chase coming up shortly. Stay tuned.
Scorecard – https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/w71nNc7hPs
— BCCI (@BCCI) February 16, 2022
৪ রান করে শেষ বেলায় আউট হয়ে মাঠ ছাড়লেন ওডেন স্মিথ।
১৯ ওভারের খেলা শেষ। এখনও পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছেন ১৪৭ রান। শেষ ওভারে কত রান তোলেন পোলার্ডরা সেদিকেই চোখ রাখতে হবে।
৬১ রান করে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান। হর্ষল প্যাটেল এনে দিলেন ভারতকে ছ’নম্বর উইকেট। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ – ১৩৫/৬ (১৭.৬ ওভার)
১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে কায়রন পোলার্ড ও নিকোলাস পুরান
ইডেনে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নিকোলাস পুরান। ১৭তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে একটি ছয় ও চারের পর অর্ধশতরান পূর্ণ হল পুরানের।
A fighting fifty from Nicholas Pooran ?#INDvWI | ?: https://t.co/3ipGZj7Ty1 pic.twitter.com/wMG6uUJZ82
— ICC (@ICC) February 16, 2022
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। এখনও ১০০ রানের গণ্ডি পেরোয়নি ওয়েস্ট ইন্ডিজ।
১০ রান করে সাজঘরে ফিরলেন আকিল হোসেইন। ভারতকে পঞ্চম উইকেট এনে দিলেন দীপক চাহার।
West Indies have lost half their side!
Deepak Chahar hurries Akeal Hosein with the short ball and pouches the skier himself.#INDvWI | ?: https://t.co/3ipGZj7Ty1 pic.twitter.com/RmF2TzwlMA
— ICC (@ICC) February 16, 2022
রোভম্যান পাওয়েল আউট হলেন মাত্র ২ রান করে। অভিষেক ম্যাচে এক ওভারে জোড়া উইকেট পেলেন রবি বিষ্ণোই।
Roston Chase ☝️
Rovman Powell ☝️Ravi Bishnoi picks up his maiden international wicket and then adds another in the same over ?#INDvWI | ?: https://t.co/3ipGZj7Ty1 pic.twitter.com/NxgXygIwvi
— ICC (@ICC) February 16, 2022
অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন রবি বিষ্ণোই। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন রস্টন চেজ। ৪ রান করেছিলেন চেজ
First international wicket for @bishnoi0056 ??
West Indies 72/3
Live – https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/zIIHwew88l
— BCCI (@BCCI) February 16, 2022
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
যুজবেন্দ্র চাহাল ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। ৩১ রান করে সাজঘরে ফিরলেন কাইল মেয়ার্স।
West Indies lose their second wicket!
Yuzvendra Chahal traps Kyle Mayers in front of the stumps for a well-made 31.#INDvWI | ?: https://t.co/3ipGZj7Ty1 pic.twitter.com/051Yliiv6t
— ICC (@ICC) February 16, 2022
পাওয়ার প্লে-তে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৪৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
At the end of the powerplay, West Indies are 44/1
Live – https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/zO7DSuJlls
— BCCI (@BCCI) February 16, 2022
এক উইকেট হারিয়ে প্রথম ৫ ওভারে ৩৫ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ক্রিজে কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ১৮ রান।
ইডেনের বেল বাজিয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচের সূচনা করলেন নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা
The Chairman of the Senior Selection Committee @chetans1987 rings the bell at the Eden Gardens ahead of start of play.#INDvWI pic.twitter.com/4dSWxqguvA
— BCCI (@BCCI) February 16, 2022
শুরুতেই ধাক্কা খেল ক্যারিবিয়ানরা। ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৪ রান করে সাজঘরে ফিরলেন কিং।
Early breakthrough for India ?
Bhuvneshwar Kumar gets some early movement and Brandon King departs for 4.#INDvWI | ?: https://t.co/3ipGZj7Ty1 pic.twitter.com/C2FtDMJxts
— ICC (@ICC) February 16, 2022
ওপেনিংয়ে নামলেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স।
দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (উইকেটকিপার), কায়রন পোলার্ড (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, আকিল হোসেইন, শেল্ডন কটরেল।
The #MenInMaroon playing XI for todays T20I vs @BCCI ?? as @KieronPollard55 and the team continue their journey to the @T20WorldCup in ??. #INDvsWI pic.twitter.com/XgNrF8EoC3
— Windies Cricket (@windiescricket) February 16, 2022
দেখে নিন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই।
A look at #TeamIndia's Playing XI for the 1st T20I.
Live – https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/fVcRhT8fC8
— BCCI (@BCCI) February 16, 2022
টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
Captain @ImRo45 wins the toss and elects to bowl first in the 1st T20I.
Live – https://t.co/dSGcIkX1sx #INDvWI @Paytm pic.twitter.com/MYahWGfY8R
— BCCI (@BCCI) February 16, 2022
কায়রন পোলার্ডদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে জাতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে রবি বিষ্ণোইয়ের।
Congratulations to Ravi Bishnoi who is all set to make his debut for Team India.@Paytm #INDvWI pic.twitter.com/LpuE9QuUkk
— BCCI (@BCCI) February 16, 2022
প্রথম টি-২০ ম্যাচের জন্য ইডেনে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা।
The #MenInBlue are here at the Eden Gardens for the 1st T20I.@Paytm #INDvWI pic.twitter.com/oaZValK5Vp
— BCCI (@BCCI) February 16, 2022
তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে এই ট্রফি পাবে বিজয়ী দল।
The glistening silverware ?@Paytm #INDvWI pic.twitter.com/45LSs4fk0O
— BCCI (@BCCI) February 16, 2022
আর এক ঘণ্টা পর ইডেনে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।
All set for the T20Is ✅
LIVE action starts in a few hours! ⏳#TeamIndia | #INDvWI | @Paytm pic.twitter.com/w9zFRbGS8I
— BCCI (@BCCI) February 16, 2022