India vs West Indies Highlights, 2nd T20 2022: পুরান-পাওয়েল ঝড়ের পরও জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 18, 2022 | 11:11 PM

India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies Highlights, 2nd T20 2022: পুরান-পাওয়েল ঝড়ের পরও জয় ভারতের
ইডেনে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

Follow Us

কলকাতা: আজ, শুক্রবার ইডেনে (Eden Gardens) ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছিলেন রোহিতরা। বিরাট-পন্থের হাফসেঞ্চুরিতে ভর করে ১৮৬ রানে থামল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতে হলে ১২০ বলে ১৮৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন বিরাট  (৫২) ও পন্থ (৫২*)। তিনটি উইকেট পেয়েছেন রস্টন চেজ। ১টি করে উইকেট পেয়েছেন শেল্ডন কটরেল ও রোমারিও শেফার্ড।

পোলার্ডদের টার্গেট ছিল ১৮৭। একটা সময় মনে হচ্ছিল সেটা অনায়াসে তুলে দেবেন পুরানরা। তবে তা আর হল কই। শেষ ওভারে ২৫ রান তুলতে হত ক্যারিবিয়ানদের। শুরুটা দুর্দান্ত করেছিলেন পাওয়েলরা। কিন্তু সামলাতে পারলেন না। ৮ রানে ম্যাচ জিতল ভারত। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল কোহলিরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 18 Feb 2022 10:45 PM (IST)

    ৮ রানে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও জিতে নিল ভারত

    শেষ ওভারে ২৫ রান তুলতে হত ক্যারিবিয়ানদের। শুরুটা দুর্দান্ত করেছিলেন পাওয়েলরা। কিন্তু সামলাতে পারলেন না। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল কোহলিরা।

  • 18 Feb 2022 10:40 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    শেষ ওভারে ম্যাচ জিততে পোলার্ডদের চাই ২৫ রান।


  • 18 Feb 2022 10:35 PM (IST)

    পুরান আউট

    নিকেলাস পুরানের ঝড় থামালেন ভুবনেশ্বর কুমার। ৬২ রান করে মাঠ ছাড়লেন পুরান।

  • 18 Feb 2022 10:30 PM (IST)

    রোভম্যানের হাফসেঞ্চুরি

    নিকোলাস পুরানের পর ইডেনে দ্বিতীয় টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রোভম্যান পাওয়েল।

  • 18 Feb 2022 10:26 PM (IST)

    হাফসেঞ্চুরি পুরানের

    ইডেনে দ্বিতীয় টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নিকোলাস পুরান।

  • 18 Feb 2022 10:16 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৪/২

    খেলা বাকি ৫ ওভারের। শেষ ৫ ওভারে ক্যারিবিয়ানদের তুলতে হবে ৬৪ রান

  • 18 Feb 2022 09:48 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭৩/২

    ম্যাচ জিততে ক্যারিবিয়ানদের চাই ৬০ বলে ১১৪ রান। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৭৩ রান।

  • 18 Feb 2022 09:38 PM (IST)

    কিংকে ফেরালেন রবি

    ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ২২ রান করে সাজঘরে ফিরলেন কিং। দ্বিতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

  • 18 Feb 2022 09:27 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ক্রিজে ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান।

  • 18 Feb 2022 09:21 PM (IST)

    চাহাল ফেরালেন মেয়ার্সকে

    প্রথম উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ওপেনার কাইল মেয়ার্সকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ৯ রান করে মাঠ ছাড়লেন মেয়ার্স।

  • 18 Feb 2022 09:19 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৪/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে ক্যারিবিয়ানরা।

  • 18 Feb 2022 08:53 PM (IST)

    রান তাড়া করতে নামল ওয়েস্ট ইন্ডিজ

    টার্গেট ১৮৭। ওপেনিংয়ে নামলেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স।

  • 18 Feb 2022 08:42 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    বিরাট-পন্থের হাফসেঞ্চুরিতে ভর করে ১৮৬ রানে থামল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতে হলে ১২০ বলে ১৮৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন বিরাট  (৫২) ও পন্থ (৫২*)। তিনটি উইকেট পেয়েছেন রস্টন চেজ। ১টি করে উইকেট পেয়েছেন শেল্ডন কটরেল ও রোমারিও শেফার্ড।

  • 18 Feb 2022 08:40 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    ইডেনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ।

  • 18 Feb 2022 08:39 PM (IST)

    ভেঙ্কটেশ আউট

    ৩৩ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম উইকেট হারাল ভারত।

  • 18 Feb 2022 08:35 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৭৯।

  • 18 Feb 2022 08:24 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারের খেলা শেষ। এখনও পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে টিম ইন্ডিয়া। শেষ ৩ ওভারে কত রান তোলে ভারত নজর থাকবে সেদিকে।

    ভেঙ্কটেশ ২৩*, ঋষভ ৩৩*

  • 18 Feb 2022 08:15 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২৪/৪

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে ভারত।

  • 18 Feb 2022 08:08 PM (IST)

    বিরাট ফিরলেন সাজঘরে

    হাফসেঞ্চুরি করার পরই উইকেট দিয়ে বসলেন বিরাট কোহলি। রস্টন চেজ নিলেন কোহলির উইকেট।

  • 18 Feb 2022 08:06 PM (IST)

    ভারতের শতরান

    ১৩.২ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

    বিরাট ৫২*, ঋষভ ১৩*

  • 18 Feb 2022 08:06 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    টি-২০ ক্রিকেট কেরিয়ারের ৩০তম হাফসেঞ্চুরি বিরাট কোহলির।

  • 18 Feb 2022 07:51 PM (IST)

    ১০ ওভারে ভারত ৭৬/৩

    প্রথম ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে তুলেছে ৭৬ রান।

  • 18 Feb 2022 07:49 PM (IST)

    স্কাই ফিরলেন প্যাভিলিয়নে

    সূর্যকুমার যাদব ফিরলেন সাজঘরে। মাত্র ৮ রান করে মাঠ ছাড়লেন স্কাই। রস্টন চেজ ক্যারিবিয়ানদের এনে দিলেন তৃতীয় সাফল্য।

  • 18 Feb 2022 07:39 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    রস্টন চেজ ফেরালেন ভারত অধিনায়ককে। ১৯ রান করে সাজঘরে ফিরলেন রোহিত।

     

  • 18 Feb 2022 07:30 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪৯ রান।

    রোহিত ১৭*, বিরাট ২৩*

  • 18 Feb 2022 07:26 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৪/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ঈশান কিষাণের উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৪।

    বিরাট ১৪*, রোহিত ১১*

  • 18 Feb 2022 07:11 PM (IST)

    ঈশান আউট

    শেল্ডন কটরেল প্রথম ধাক্কা দিলেন ভারতকে। ২ রান করে ওপেনার ঈশান কিষাণ ফিরলেন সাজঘরে।

  • 18 Feb 2022 07:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 18 Feb 2022 06:45 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    ক্যারিবিয়ানদের প্রথম একাদশে একটি পরিবর্তন। ফ্যাবিয়ান অ্যালেনের জায়গায় দলে এলেন জেসন হোল্ডার।

    দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (উইকেটকিপার), কায়রন পোলার্ড (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, আকিল হোসেইন, শেল্ডন কটরেল।

  • 18 Feb 2022 06:43 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দেখে নিন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই।

  • 18 Feb 2022 06:37 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন কায়রন পোলার্ড

  • 18 Feb 2022 06:28 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে, শেষ বেলার আলোচনায় ভারতীয় দল

  • 18 Feb 2022 06:28 PM (IST)

    আজ পোলার্ডের ১০০তম টি-২০ ম্যাচ

    ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শততম টি-২০ ম্যাচ খেলতে নামবেন কায়রন পোলার্ড।

  • 18 Feb 2022 06:15 PM (IST)

    হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১১টি ম্যাচে জিতেছে ভারত ও ৬টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

  • 18 Feb 2022 06:05 PM (IST)

    অপেক্ষার আর মাত্র ১ ঘণ্টা

    আজ ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন রোহিত-পোলার্ডরা।

NZ W vs IND W: অদ্ভূতভাবে রান আউট হ্যারি, ওয়ান ডে সিরিজ খোয়াল ভারত
Rajvardhan Hangargekar: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী টিমের কোন সদস্য বয়স ভাঁড়িয়ে মহাবিপাকে পড়লেন?