গায়ানা: টেস্ট এবং ওডিআই সিরিজের পর এখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ চলছে। টানা দু-ম্যাচ হেরে প্রবল চাপে ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। আজ জিতলেই সিরিজ তাদের হত। তবে প্রত্যাবর্তন করল ভারত। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় ভারতের। সিরিজের ফয়সালা হবে মার্কিন মুলুকে। পাঁচ ম্যাচের বাকি দুটি টি-টোয়েন্টি ফ্লোরিডায়। ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস সঙ্গী করেই আমেরিকা পাড়ি দিচ্ছে টিম ইন্ডিয়া। ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের বিস্তারিত পড়ুন- স্কাই ঝড়ে জয়ের তিলক, সিরিজ জিইয়ে রাখল ভারত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মারার সেঞ্চুরি স্কাইয়ের।
? Milestone Alert ?
A SKY special! ? ?
Suryakumar Yadav completes a ??????? ? of Sixes in T20Is ? ?
Follow the match ▶️ https://t.co/3rNZuAiOxH #TeamIndia | #WIvIND pic.twitter.com/4YnGBC5dvO
— BCCI (@BCCI) August 8, 2023
শতরানের স্বপ্ন দেখাচ্ছিলেন সূর্য। অল্পের জন্য হল না। ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ফিরলেন স্কাই।
মাত্র ২৮ বলে অর্ধশতরানের জুটি গড়লেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। রান তাড়ায় সঠিক পথেই ভারত।
ইনিংসের ১৫তম ওভার। প্রথম পাঁচ বলেই জোড়া ধাক্কা কুলদীপের। নিকোলাস পুরানের পর ফেরান সেট ব্যাটার ব্রেন্ডন কিংকে।
গত ম্যাচে ঝড় তুলেছিলেন নিকোলাস পুরান। তাঁর জন্য শর্টপিচ পরিকল্পনা হার্দিকের।
শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি। সার্কেল মার্ক করার জন্য পাঁচ মিনিট দেরিতে শুরু হল ম্যাচ।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেরি। ৩০ গজের সার্কেল মার্কিংই করা হয়নি। দুই ওপেনার ক্রিজে নামেন। ভারতীয় দল ফিল্ডিংয়ে নামে। এরপরই নজরে পড়ে বিষয়টি। দু-দলের ক্রিকেটাররা মাঠ ছাড়েন। এখন সার্কেল করা হচ্ছে।
টস, দু-দলের একাদশ, বিস্তারিত পড়ুন- আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড, নীল জার্সিতে ঝড় তোলার সুযোগ
গত দু-ম্যাচে ব্যাটিং ভরাডুবি হয়েছে। কিছুটা ভরসা দিয়েছিলেন তিলক ভার্মা। আজ অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের।
Yashasvi Jaiswal is all set to make his T20I debut for #TeamIndia ??#WIvIND pic.twitter.com/DelBM9ycqL
— BCCI (@BCCI) August 8, 2023
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু-ম্যাচেই হার ভারতের। সিরিজ জিইয়ে রাখার ম্যাচ ভারতের।