India vs West Indies, 3rd T20, Highlights: ছয় মেরে ম্যাচ ফিনিশ হার্দিকের, ৭ উইকেটে জয়

Aug 09, 2023 | 12:09 AM

India vs West Indies Live Score in Bengali: পডুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies, 3rd T20, Highlights: ছয় মেরে ম্যাচ ফিনিশ হার্দিকের, ৭ উইকেটে জয়
Image Credit source: TV9Bangla Graphics

Follow Us

গায়ানা: টেস্ট এবং ওডিআই সিরিজের পর এখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ চলছে। টানা দু-ম্যাচ হেরে প্রবল চাপে ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। আজ জিতলেই সিরিজ তাদের হত। তবে প্রত্যাবর্তন করল ভারত। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় ভারতের। সিরিজের ফয়সালা হবে মার্কিন মুলুকে। পাঁচ ম্যাচের বাকি দুটি টি-টোয়েন্টি ফ্লোরিডায়। ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস সঙ্গী করেই আমেরিকা পাড়ি দিচ্ছে টিম ইন্ডিয়া। ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Aug 2023 12:06 AM (IST)

    ম্যাচ রিপোর্ট

    ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের বিস্তারিত পড়ুন- স্কাই ঝড়ে জয়ের তিলক, সিরিজ জিইয়ে রাখল ভারত

  • 08 Aug 2023 11:08 PM (IST)

    স্কাইয়ের মাইলফলক

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মারার সেঞ্চুরি স্কাইয়ের।

     


  • 08 Aug 2023 10:51 PM (IST)

    বিধ্বংসী ইনিংস

    শতরানের স্বপ্ন দেখাচ্ছিলেন সূর্য। অল্পের জন্য হল না। ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ফিরলেন স্কাই।

  • 08 Aug 2023 10:32 PM (IST)

    স্কাই-তিলক জুটি

    মাত্র ২৮ বলে অর্ধশতরানের জুটি গড়লেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। রান তাড়ায় সঠিক পথেই ভারত।

  • 08 Aug 2023 09:15 PM (IST)

    অনবদ্য কুলদীপ

    ইনিংসের ১৫তম ওভার। প্রথম পাঁচ বলেই জোড়া ধাক্কা কুলদীপের। নিকোলাস পুরানের পর ফেরান সেট ব্যাটার ব্রেন্ডন কিংকে।

  • 08 Aug 2023 08:52 PM (IST)

    পুরানের জন্য বিশেষ প্ল্যান!

    গত ম্যাচে ঝড় তুলেছিলেন নিকোলাস পুরান। তাঁর জন্য শর্টপিচ পরিকল্পনা হার্দিকের।

  • 08 Aug 2023 08:05 PM (IST)

    দুই ওপেনার ফের নামলেন

    শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি। সার্কেল মার্ক করার জন্য পাঁচ মিনিট দেরিতে শুরু হল ম্যাচ।

  • 08 Aug 2023 08:02 PM (IST)

    কমেডি অফ এরর

    ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেরি। ৩০ গজের সার্কেল মার্কিংই করা হয়নি। দুই ওপেনার ক্রিজে নামেন। ভারতীয় দল ফিল্ডিংয়ে নামে। এরপরই নজরে পড়ে বিষয়টি। দু-দলের ক্রিকেটাররা মাঠ ছাড়েন। এখন সার্কেল করা হচ্ছে।

  • 08 Aug 2023 07:50 PM (IST)

    টস রিপোর্ট

  • 08 Aug 2023 07:30 PM (IST)

    ব্যাটিং শক্তিশালী করার সিদ্ধান্ত হার্দিকের

    গত দু-ম্যাচে ব্যাটিং ভরাডুবি হয়েছে। কিছুটা ভরসা দিয়েছিলেন তিলক ভার্মা। আজ অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের।

     

  • 08 Aug 2023 07:18 PM (IST)

    হারের হ্যাটট্রিক আটকানোর লড়াই

    গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু-ম্যাচেই হার ভারতের। সিরিজ জিইয়ে রাখার ম্যাচ ভারতের।