India vs West Indies 2023: আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড, নীল জার্সিতে ঝড় তোলার সুযোগ
IND vs WI 2023, 3rd T20I: অবশেষে নীল জার্সিতে অভিষেক যশস্বীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ঈশান কিষাণের পরিবর্তে একাদশে এলেন যশস্বী।
টানা দু-ম্যাচ হেরে চাপে ভারতীয় শিবির। আজ সিরিজ বাঁচানোর লড়াই। ব্যাটিং শক্তিশালী করতে কঠিন সিদ্ধান্ত নিতেই হল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও প্রথম দু-ম্যাচে সুযোগ পাননি। অবশেষে নীল জার্সিতে অভিষেক যশস্বীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ঈশান কিষাণের পরিবর্তে একাদশে এলেন যশস্বী। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত দু-ম্যাচেই ব্যর্থ ব্যাটিং। হতাশ করেছেন ঈশান, শুভমনও। তবে ঈশানের ওপর চাপ বাড়ছিল। তাঁর পরিবর্তেই একাদশে যশস্বী জয়সওয়াল। আইপিএলের ১৬তম সংস্করণে ঝড় তুলেছিলেন এই তরুণ বাঁ হাতি ওপেনার। একটি সেঞ্চুরি করেছিলেন। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও নিজের দখলে করেছেন। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী। এ বার টি-টোয়েন্টিতে নজর থাকবে তাঁর দিকে।
ভারত একাদশে আরও একটি পরিবর্তন হল। চোট সারিয়ে রবি বিষ্ণোইয়ের জায়গায় ফিরলেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও একটি পরিবর্তন। গত ম্যাচে চোট পেয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। তাঁর পরিবর্তে এই ম্যাচে খেলছেন অফস্পিনার-অলরাউন্ডার রস্টন চেস।
ভারতের একাদশ – শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং ও মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ – ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।