India vs West Indies : ২ বছর পর কামব্যাক, ডবল সেঞ্চুরি হাঁকানো ‘দীর্ঘদেহী’কে সামলাতে হবে রোহিতদের

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণশক্তির ভারতীয় দলের বিরুদ্ধে ২ বছর পর ক্যারিবিয়ানদের টেস্ট টিমে ফিরলেন ডবল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার।

India vs West Indies : ২ বছর পর কামব্যাক, ডবল সেঞ্চুরি হাঁকানো 'দীর্ঘদেহী'কে সামলাতে হবে রোহিতদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 1:51 PM

কলকাতা : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১২ জুলাই। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ২ দিনে প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারত (India vs West Indies)। এ বার পালা লাল বলের ফরম্যাটে ঝাঁপিয়ে পড়ার। ভারতীয় বোর্ড দল ঘোষণা করেছে অনেক আগেই। শনিবার টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ঘোষিত টেস্ট দলে ছিল একাধিক চমক। ওয়েস্ট ইন্ডিজও চমক রেখেছে। প্রথম বার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন কির্ক ম্যাকেঞ্জি এবং এলিক অথানাজে। তেমনই দীর্ঘ দু’বছর পর লাল বলের ফরম্যাটে ডাক পেয়েছেন রকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। তাঁর উপস্থিতি ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করে তুলবে এতে সন্দেহ নেই। রকিম অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বল করতে পারেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

৩০ বছরের রকিম কর্নওয়াল শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘতম ফরম্যাটের জন্য তাঁকে ভাবা হচ্ছিল না। ভারতের বিরুদ্ধে কামব্যাকের সুযোগ পেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে রান সংখ্যা মাত্র ২৩৮। তবে ৯টি টেস্টে ৩৪টি উইকেট রয়েছে তাঁর। রকিমের জন্য রোহিতদের আলাদা পরিকল্পনা সাজাতে হবে এতে সন্দেহ নেই। গত বছর আটলান্টা ওপেনে ডবল সেঞ্চুরি হাঁকান রকিম। ৭৭ বলে ২০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ডবল সেঞ্চুরির রেকর্ড আর কারও নেই। বিধ্বংসী মেজাজে টি-২০তে নয়া রেকর্ড গড়েন দীর্ঘদেহী রকিম কর্নওয়াল। তাঁর ব্যাটিং হইচই ফেলে দিয়েছিল ক্রিকেট বিশ্বে।

ক্যারবিয়ান টিমের নেতৃত্বে ক্রেগ ব্রেথওয়েট। ১৩ সদস্যের টেস্ট দলে রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেজনারায়ণ। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকান তেজনায়ারণ। কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে এই নজির গড়েন তিনি। এ বার ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্সের আশায় জুনিয়র চন্দ্রপল।

ডমিনিকায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ টিম-

ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), জার্মান ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এলিক অথানাজে, তেজনারায়ণ চন্দ্রপল, রকিম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলঝারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, রেমন রিফর, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান।