Rohit Sharma: ক্যাপ্টেন কুলকে টপকালেন হিটম্যান, ত্রিনিদাদে নয়া রেকর্ড রোহিতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 21, 2023 | 2:50 PM

India vs West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে ১৪৩ বলে ৮০ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

Rohit Sharma: ক্যাপ্টেন কুলকে টপকালেন হিটম্যান, ত্রিনিদাদে নয়া রেকর্ড রোহিতের
Rohit Sharma: ক্যাপ্টেন কুলকে টপকালেন হিটম্যান, ত্রিনিদাদে নয়া রেকর্ড রোহিতের
Image Credit source: BCCI

Follow Us

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) চেনা ছন্দে দেখা যাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন হিটম্যান। এ বার পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮০ রানের ইনিংস উপহার দিয়েছেন রোহিত। সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে হিটম্যানের ব্যাটে শতরান আসেনি। কিন্তু ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) টপকে নয়া রেকর্ড গড়েছেন রোহিত। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে ১৪৩ বলে ৮০ রানের দুরন্ত এক ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা। আর এই রানের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেশের হয়ে ৫৩৮টি ম্যাচে ১৭,২৬৬ রান করেছিলেন। সেখানে রোহিত শর্মা ৪৪৩টি* আন্তর্জাতিক ম্যাচে ১৭,২৯৮ রান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ৫ ভারতীয় ক্রিকেটারের তালিকা —

  1. সচিন তেন্ডুলকর – ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪,৩৫৭ রান।
  2. বিরাট কোহলি – ৫০০টি আন্তর্জাতিক ম্যাচে ২৫,৫৪৮ রান।
  3. রাহুল দ্রাবিড় – ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচে ২৪,২০৮ রান।
  4. সৌরভ গঙ্গোপাধ্যায় – ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৮,৫৭৫ রান।
  5. রোহিত শর্মা – ৪৪৩টি আন্তর্জাতিক ম্যাচে ১৭,২৯৮ রান।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে ২০০০ রানের রেকর্ড পূর্ণ করেছেন হিটম্যান। উল্লেখ্য, রোহিত শর্মা এখনও অবধি ৫২টি টেস্টে ৩৬২০ রান। রয়েছে ১০টি টেস্ট সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরি। ২৪৩টি ওডিআই ম্যাচে রোহিত করেছেন ৯৮২৫ রান। রয়েছে ৩০টি শতরান এবং ৪৮টি অর্ধশতরান। এ ছাড়া ১৪৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রোহিত করেছেন ৩৮৫৩ রান। তাতে আছে ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান।

Next Article