Yashasvi Jaiswal: দুরন্ত যশস্বী, অভিষেক টেস্টের সেঞ্চুরি উৎসর্গ করলেন মা-বাবাকে

IND vs WI: ডমিনিকায় স্বপ্নের টেস্ট অভিষেক হয়েছে ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। তা আরও রঙিন হয়েছে শতরানে।

Yashasvi Jaiswal: দুরন্ত যশস্বী, অভিষেক টেস্টের সেঞ্চুরি উৎসর্গ করলেন মা-বাবাকে
Yashasvi Jaiswal: দুরন্ত যশস্বী, অভিষেক টেস্টের সেঞ্চুরি উৎসর্গ করলেন মা-বাবাকে

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 14, 2023 | 11:05 AM

ডমিনিকা: ‘এই সফরটা অনেক লম্বা ছিল। আমার এই সফরে যাঁরা পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ডেবিউ টেস্টে এই শতরান আমি আমার মা-বাবাকে উৎসর্গ করতে চাই।’ ডমিনিকায় স্বপ্নের টেস্ট (Test) অভিষেক হয়েছে ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। তা আরও রঙিন হয়েছে শতরানে। তাই ডেবিউ টেস্টে সেঞ্চুরির পর এই কথাগুলো একনাগাড়ে বলে গেলেন যশস্বী। ফলে ফের এক বার বলতেই হবে যশস্বী ভব! অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো তৃতীয় ভারতীয় ওপেনার হয়েছেন যশস্বী। এর আগে এই কীর্তি গড়েছেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। শুধু তাই নয়। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ডেবিউ টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ক্রিকেটারও হয়েছেন যশস্বী। তাঁর আগে রোহিত শর্মা ও পৃথ্বী শ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। অভিষেক টেস্ট সেঞ্চুরির পর আর কী কী বললেন যশস্বী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অভিষেক টেস্ট শতরান করার পর কী বললেন যশস্বী জয়সওয়াল?

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে যশস্বী তাঁর শতরান করার অনুভূতি তুলে ধরেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে তাতে যশস্বী বলেন, ‘এই মুহূর্তটা আমার কাছে ভীষণ আবেগপ্রবণ। আমার জন্য এবং আমার পরিবারের জন্য এই মুহূর্তটা বিশেষ। এই লম্বা সফরে যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। এই অভিষেক টেস্টের শতরানটা মা-বাবাকে উৎসর্গ করতে চাই। আমার কেরিয়ারে তাঁদের বড় ভূমিকা রয়েছে। এইভাবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে পেরে ভালো লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ। এই সবে শুরু। আগামী দিনে দেশের হয়ে আরও খেলতে চাই।’

যশস্বী আরও জানান, ব্যাটিং করার সময় তাঁর রোহিতের সঙ্গে বার বার কথা হচ্ছিল। রোহিত তাঁকে ওই উইকেটে কেমন শট খেলা দরকার, কোথায় শট মারলে রান আসবে এই সব নিয়ে বলেছিলেন। যশস্বী বলেন, ‘ম্যাচের আগেও রোহিত ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, তখন আমাকে তিনি বলেছিলেন আমি ভালো খেলতে পারব। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি আমি। আর সেটাই আগামী দিনগুলোতে কাজে লাগানোর চেষ্টা করব।’ উল্লেখ্য, দেড়শো রানের দোরগোড়ায় রয়েছেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে তিনি ৩৫০ বলে ১৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।