IND vs ZIM, 3rd ODI 2022 Highlights: রাজার লড়াই, জিম্বাবোয়েকে ক্লিন সুইপ ভারতের

India vs Zimbabwe Live Score in Bengali: চোয়ালচাপা লড়াইয়ে সমর্থকদের বিনোদন দিল জিম্বাবোয়ে।

IND vs ZIM, 3rd ODI 2022 Highlights: রাজার লড়াই, জিম্বাবোয়েকে ক্লিন সুইপ ভারতের
ভারত বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান ডে ম্যাচ লাইভ

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 23, 2022 | 12:23 AM

হারারে: জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে আজ ভারত (India) ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে নেমেছিল। লক্ষ্য পূরণ হল। প্রথম দু ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জেতে ভারত। শেষ ম্যাচে কিছুটা লড়াই করল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২৯০ রানের বড় লক্ষ্য দেয় ভারত। শুভমন গিল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করলেন। ৯৭ বলে ১৩০ রানের ঝকঝকে ইনিংস শুভমনের ব্যাটে। অর্ধশতরান করেন ঈশান কিষাণ। প্রথম দু’ম্যাচে কার্যত আত্মমর্পণ করে জিম্বাবোয়ে। শেষ ম্যাচে চোয়াল চাপা লড়াই। শতরান করেন সিকান্দার রাজা। মাত্র ১৩ রানের জয় ভারতের। সিরিজে জিম্বাবোয়েকে ক্লিন সুইপ করল ভারত।

Key Events

গিলের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি

হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি শুভমন গিলের। ৯৭ বলে ১৩০ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন গিল। ওয়ান ডে ক্রিকেটে এটাই শুভমনের প্রথম শতরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।

রাজকীয় লড়াই

প্রথম দু’ম্যাচে ভরসা দিতে পারেননি সিকান্দার রাজা। শেষ ম্যাচে শতরান করলেন। দলকে অবশ্য জেতাতে পারলেন না।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 Aug 2022 09:16 PM (IST)

    এক নজরে

    • প্রথমে ব্যাট করে জিম্বাবোয়েকে ২৯০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
    • শতরান করেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শতরান।
    • রান তাড়ায় অনবদ্য পারফরম্যান্স সিকান্দার রাজার।
    • শতরান করেন রাজা। শেষ ওভার অবধি লড়াই জিম্বাবোয়ের।
    • শেষ অবধি ১৩ রানে জয় ভারতের। সিরিজ জয় ৩-০ ব্যবধানে।
  • 22 Aug 2022 08:35 PM (IST)

    শেষ ম্যাচে রাজকীয় ইনিংস

    প্রথম দু ম্যাচে ভরসা দিতে পারেননি। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৮৭ বলে শতরান পূর্ণ করেন সিকান্দার রাজা।

  • 22 Aug 2022 08:03 PM (IST)

    খেলা বাকি ১০ ওভারের

    ৪০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ১৯৬। ম্যাচ জিততে জিম্বাবোয়েকে এখনও তুলতে হবে ৯৫ রান। ক্রিজে ব্র্যাড ইভান্স (৪*) ও সিকন্দর রাজা (৬৫*)।

  • 22 Aug 2022 07:57 PM (IST)

    সিকন্দর রাজার হাফসেঞ্চুরি

    জিম্বাবোয়ের তারকা সিকন্দর রাজা আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন।

  • 22 Aug 2022 07:11 PM (IST)

    ৩০ ওভারে জিম্বাবোয়ে ১৩০/৫

    • খেলা বাকি আর ২০ ওভারের
    • ৩০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ১৩০
    • ক্রিজে সিকন্দর রাজা ও রায়ান বার্ল
    • ম্যাচ জিততে জিম্বাবোয়ের এখনও চাই ১৬০ রান
  • 22 Aug 2022 06:34 PM (IST)

    ২০ ওভারে জিম্বাবোয়ে ৯৩/৩

    খেলা বাকি ৩০ ওভারের। প্রথম ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে জিম্বাবোয়ে।

  • 22 Aug 2022 06:04 PM (IST)

    মুনিওঙ্গা-উইলিয়ামস জুটিতে এগোচ্ছে জিম্বাবোয়ে

    ১৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৬৬। ক্রিজে রয়েছেন শন উইলিয়ামস ও টনি মুনিওঙ্গা।

  • 22 Aug 2022 05:09 PM (IST)

    কাইয়া আউট

    ইনোসেন্ট কাইয়ার উইকেট তুলে নিলেন দীপক চাহার। প্রথম ধাক্কা খেল জিম্বাবোয়ে। ৬ রান করে মাঠ ছাড়লেন কাইয়া।

  • 22 Aug 2022 04:54 PM (IST)

    রান তাড়া করতে নামল জিম্বাবোয়ে

    টার্গেট ২৯০। রান তাড়া করতে নামল জিম্বাবোয়ে। ওপেনিংয়ে ইনোসেন্ট কাইয়া ও তাকুজানাসে কাইতানো।

  • 22 Aug 2022 04:51 PM (IST)

    এক নজরে জিম্বাবোয়ে ইনিংস

    • টসে জিতে তৃতীয় ও শেষ ওয়ান ডে-তে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল।
    • শুরুতে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে ভারত।
    • রেগিস চাকাভাদের আজকের ম্যাচে জিততে হলে তুলতে হবে ২৯০ রান।
    • ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন শুভমন গিল (১৩০)।
  • 22 Aug 2022 04:23 PM (IST)

    নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়ের টার্গেট ২৯০

    হারারেতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে ভারত।

  • 22 Aug 2022 04:02 PM (IST)

    সঞ্জুকে ফেরালেন জংওয়ে

    সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিলেন লুক জংওয়ে। ১৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।

  • 22 Aug 2022 03:56 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ২৪২/৪

    খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। ৪৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ২৪২। ক্রিজে শুভমন গিল (১১১*) ও সঞ্জু স্যামসন (২*)।

  • 22 Aug 2022 03:47 PM (IST)

    গিলের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি

    হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি পূর্ণ ভারতের তারকা শুভমন গিলের। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে এটাই শুভমনের প্রথম শতরান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮ রানে থাকাকালীন, বৃষ্টির জন্য ভারতের ইনিংস শেষ হয়।  না হলে, প্রথম ওডিআই শতরানের জন্য এতটা অপেক্ষা করতে হত না গিলকে।

  • 22 Aug 2022 03:34 PM (IST)

    ঈশানের হাফসেঞ্চুরি

    আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঈশান কিষাণ।

  • 22 Aug 2022 02:59 PM (IST)

    গিলের হাফসেঞ্চুরি

    হারারেতে তৃতীয় ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শুভমন গিল। ৫১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গিল। এটি শুভমনের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলকও পেরোলেন শুভমন গিল।

  • 22 Aug 2022 02:59 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৬১/২

    খেলা বাকি ১৫ ওভারের। ৩৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৬১।

  • 22 Aug 2022 02:32 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১০৬/২

    তৃতীয় ওয়ান ডে ম্যাচের অর্ধেক ওভারের খেলা শেষ। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১০৬ রান।

  • 22 Aug 2022 02:16 PM (IST)

    ধাওয়ান আউট

    শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন ব্র্যাড এভান্স। ৬৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়লেন লোকেশ রাহুলের ডেপুটি।

  • 22 Aug 2022 02:13 PM (IST)

    ২০ ওভারে ভারত ৭৭/১

    • প্রথম ২০ ওভারের খেলা শেষ
    • শুরুর ২০ ওভারে অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ভারত তুলেছে ৭৭ রান
    • ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান ও শুভমন গিল
    • গব্বর ব্যাট করছেন ৬৬ বলে ৩৯ রানে
    • পাশাপাশি শুভমন ব্যাট করছেন ৯ বলে ৪ রানে
  • 22 Aug 2022 01:52 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৬৩/১

    রাহুলের উইকেট হারাল ভারত

    খেলা বাকি ৩৫ ওভারের। শুরুর ১৫ ওভারের মধ্যে অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ৪৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন কেএল।

  • 22 Aug 2022 01:32 PM (IST)

    ১০ ওভারে ভারত ৪১/০

    ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪১। লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিতে এগিয়ে চলেছে মেন ইন ব্লু।
    • শিখর ধাওয়ান ২৫*
    • কেএল রাহুল ১২*
  • 22 Aug 2022 01:08 PM (IST)

    ৫ ওভারে ভারত ২২/০

    হারারেতে চলছে ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় ওয়ান ডে। শুরুর ৫ ওভারের মধ্যে ২২ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান (১৫*) ও লোকেশ রাহুল (৬*)।

     

  • 22 Aug 2022 12:47 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল।

  • 22 Aug 2022 12:21 PM (IST)

    জিম্বাবোয়ের একাদশ

    জিম্বাবোয়ে একাদশ: তাকুজানাসে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, শন উইলিয়ামস, টনি মুনিওঙ্গা, সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা, রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাডলি এভান্স, ভিক্টর নিয়াউচি।

    তানাকা শিভাঙ্গা এবং ওয়েসলি মাধবেরে তৃতীয় ম্যাচের একাদশে নেই।

     

  • 22 Aug 2022 12:19 PM (IST)

    মেন ইন ব্লু-র প্রথম একাদশ

    ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, দীপক চাহার ও আবেশ খান।

    প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ আজ একাদশে নেই। তাঁদের জায়গায় একাদশে ঢুকেছেন দীপক চাহার ও আবেশ খান।

  • 22 Aug 2022 12:17 PM (IST)

    টস আপডেট

    তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।

  • 22 Aug 2022 11:50 AM (IST)

    জিম্বাবোয়ের মাটিতে দুই দলের সাক্ষাৎ

    জিম্বাবোয়ের মাটিতে মোট ২৫ টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ২১ টি ম্যাচে জিতেছে ভারত এবং ৪ টি ম্যাচে জিতেছে জিম্বাবোয়ে।

  • 22 Aug 2022 11:50 AM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে ভারত ও জিম্বাবোয়ে ৬৫ বার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫৩ বার জিতেছে ভারত। এবং জিম্বাবোয়ে জিতেছে ১০ বার।