IND W vs SL W, Women’s Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ

ফাইনালে ওঠা হরমনপ্রীত কৌরের ভারত, এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। অন্যদিকে শ্রীলঙ্কা এক বারও এই টুর্নামেন্টে জেতেনি। এ বার দেখার অষ্টম সংস্করণে কোন দল বাজিমাত করে।

IND W vs SL W, Womens Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 14, 2022 | 6:46 PM

সিলেট: সপ্তম এশিয়া কাপ (Asia Cup) জয়ের লক্ষ্য নিয়ে সিলেটে আগামীকাল নামতে চলেছে ভারতের (India) মেয়েরা। পুরুষদের এশিয়া কাপে এ বারের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দাসুন শানাকার দলকে নিয়ে সেই অর্থে আলোচনাও হচ্ছিল না। তাদের ফেভারিটও মনে করেনি কেউ। সেই শ্রীলঙ্কাই চমকে দিয়েছে হয়েছে এশিয়া কাপ সেরা। এ বার চামারি আতাপাত্তুদের চমকে দেওয়ার পালা। সিলেটে চলছে মেয়েদের এশিয়া কাপের (Women’s Asia Cup) অষ্টম সংস্করণ। ফাইনালে ওঠা হরমনপ্রীত কৌরের ভারত, এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। অন্যদিকে শ্রীলঙ্কা এক বারও এই টুর্নামেন্টে জেতেনি। এ বার দেখার অষ্টম সংস্করণে কোন দল বাজিমাত করে।

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি কবে শুরু হবে?

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) হবে।

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি কোথায় হবে?

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ১টা নাগাদ। ম্যাচের আগে ১২.৩০ মিনিট নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

মহিলাদের এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও এ বারের মহিলাদের এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।