অ্যাডিলেডের বদলা মেলবোর্নে, সিরিজে সমতা ফেরাল ভারত

sushovan mukherjee |

Dec 29, 2020 | 11:31 AM

মেলবোর্নে এই নিয়ে ৪টে টেস্ট জিতল ভারতীয় দল। ম্যাচের সেরা অজিঙ্কা রাহানে।

অ্যাডিলেডের বদলা মেলবোর্নে, সিরিজে সমতা ফেরাল ভারত
মেলবোর্নে জয়ের পর টিম ইন্ডিয়া। ছবি-বিসিসিআই।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মেলবোর্নে জয় হো। অ্যাডিলেডের বদলা মেলবোর্নে। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া। চতুর্থ দিন চা বিরতির আগেই দুরন্ত জয় ছিনিয়ে নেন অজিঙ্কা রাহানেরা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ৭০। দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৩৫ রানে অপরাজিত থাকেন মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়া শুভমন গিল আর ২৭ রানে ক্রিজে ছিলেন অধিনায়ক রাহানে।

তৃতীয় দিনের শেষেই মেলবোর্নে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরা। মাত্র ২ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। হাতে ছিল ৪ উইকেট। মঙ্গলবার সকালে ২০০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। লিড ছিল মাত্র ৬৯ রানের। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টো করে উইকেট পান জাদেজা,বুমরা আর অশ্বিন।

৭০ রান তাড়া করতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগরওয়াল আর পূজারার উইকেট হারায় ভারত। স্কোরবোর্ডে তখন ভারতের রান ২ উইকেটে ১৯। অ্যাডিলেডে ৩৬ রানের আতঙ্ক যেন ফিরে আসছিল। সেখান থেকে রাহানে আর গিলের পার্টনারশিপ মেলবোর্নে ভারতকে দুরন্ত জয় এনে দেয়। ২০১৮ সালের বক্সিং ডে টেস্টের পর ফের মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতল টিম ইন্ডিয়া। মেলবোর্নে এই নিয়ে ৪টে টেস্ট জিতল ভারতীয় দল। বিদেশের মাটিতে কোনও মাঠে ৪টে জয় নেই টিম ইন্ডিয়ার।

 

আরও পড়ুন:ফেব্রুয়ারিতে ক্রিকেট ফিরছে ময়দানে

 

অ্যাডিলেডে হার,৩৬ রানের লজ্জা,সামির ছিটকে যাওয়া,কোহলির দেশে ফিরে যাওয়া। সব কিছু পেছনে ফেলে মেলবোর্নে ঐতিহাসিক জয়।মঙ্গলবারের জয় নিঃসন্দেহে বিদেশের মাটিতে ভারতের অন্যতম সেরা।

 

Next Article