ফেব্রুয়ারিতে ক্রিকেট ফিরছে ময়দানে

আজ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন সিএবি কর্তারা। ময়দানে ক্রিকেট ফেরাতে সম্মতি প্রকাশ করে সমস্ত ক্লাবই। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত কিছু হয়নি।

ফেব্রুয়ারিতে ক্রিকেট ফিরছে ময়দানে
ফেব্রুয়ারি থেকে ময়দানে ফিরছে ক্রিকেট।ছবি-সিএবি
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 7:08 PM

TV9 বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারি থেকে ময়দানে ফিরছে ক্রিকেট। কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল সিএবি-র ঘরোয়া ক্রিকেট। নভেম্বরে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ দিয়ে শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেট। শুধুমাত্র ইডেন গার্ডেন্সেই আয়োজিত হয়েছিল সমস্ত ম্যাচ। প্রথম ডিভিশনের ৬টি দল অংশ নিয়েছিল টুর্নামেণ্টে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, তপন মেমোরিয়াল, টাউন, কালীঘাট এবং কাস্টমস অংশ নিয়েছিল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে। এবার সিএবি-র প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের দলগুলিও নামবে ময়দানে।

আজ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন সিএবি কর্তারা। ময়দানে ক্রিকেট ফেরাতে সম্মতি প্রকাশ করে সমস্ত ক্লাবই। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত কিছু হয়নি। সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘ফেব্রুয়ারিতে টি-২০ টুর্নামেণ্ট দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করার ভাবনা আছে। কিংবা সীমিত ওভারের (৪৫ ওভার) ম্যাচ দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট। কোভিড বিধি মেনেই সমস্ত খেলাগুলি আয়োজিত হবে। ইডেন গার্ডেন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভিডিওকন অ্যাকাডেমি- ৩টি প্রধান মাঠ এবং ময়দানের কয়েকটি মাঠে ম্যাচগুলি আয়োজিত হবে।’

তবে এবার আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে না ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের। ম্যাচের আগেরদিন কোভিড পরীক্ষা হবে ক্রিকেটারদের। কোভিড রিপোর্ট হাতে পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে তিনটি করে ম্যাচ খেলবে দলগুলি। তারপরের ম্যাচের আগে ফের কোভিড পরীক্ষা করা হবে ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের।

আরও পড়ুন:লর্ডসের সেঞ্চুরিকেই এগিয়ে রাখছেন রাহানে

তবে প্রশ্ন উঠছে ক্রিকেটার ট্রান্সফার এবং রেজিস্ট্রেশন নিয়ে। কোভিড পরিস্থিতির জন্য এবছর সমস্ত বিষয়ই থমকে গিয়েছে। ক্রিকেটারদের ট্রান্সফার এবং রেজিস্ট্রেশন নিয়ে এখনও কোনও নোটিশ দেয়নি সিএবি। ফেব্রুয়ারির আগে সমস্ত বিষয় সম্পন্ন করা সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে ক্লাবগুলি।