India vs Australia: অনবদ্য অক্ষর, রো-হিট শোয়ে রুদ্ধশ্বাস জয়, সমতা ফেরাল ভারত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 24, 2022 | 12:01 AM

Nagpur: চোট সারিয়ে একাদশে ফেরা জসপ্রীত বুমরা আক্রমণে এলেন পঞ্চম ওভারে। ছন্দ পেতে সময় লাগল। তবে শুরু থেকেই ১৪০-র উপর গতিতে বোলিং করাটা বুমরা এবং ভারতীয় দলের কাছে স্বস্তির। ওভারের শেষ বলে নিখুঁত ইয়র্কারে ফিঞ্চকে বোল্ড করেন বুমরা। ২ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন বুমরা।

India vs Australia: অনবদ্য অক্ষর, রো-হিট শোয়ে রুদ্ধশ্বাস জয়, সমতা ফেরাল ভারত
Image Credit source: PTI

Follow Us

 

অস্ট্রেলিয়া ৯০-৫ (৮ ওভার)

ভারত ৯২-৪ (৭.২ ওভার)

নাগপুর : বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি ২০ নিয়ে ধোঁয়াশা ছিলই। ম্যাচ হল। দীর্ঘ সময় অপেক্ষা করতে হল দর্শকদের। মাঠ ভেজা থাকায় বারবার পরিদর্শনে নামেন আম্পায়াররা। খুশির খবর দিতে পারছিলেন না। অন্তত ৫ ওভারের ম্যাচও যাতে করা যায়, সেই চেষ্টায় কসুর করেননি মাঠকর্মীরা। অবশেষে সিদ্ধান্ত হয় ৮ ওভারের ম্যাচ হবে। পাওয়ার প্লে ২ ওভার। প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৯০-৫ করে অস্ট্রেলিয়া। মনে করা হয়েছিল ভারতের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হবে। যদিও তা হল না। রোহিত-রাহুলই ওপেনিংয়ে। হ্যাজলউডের প্রথম ওভারেই ২০ রান ভারতের। জোড়া ছক্কা অধিনায়ক রোহিতের। তৃতীয় ওভারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আক্রমণে আসতেই ধাক্কা। ১০ রানে ফিরলেন রাহুল। পঞ্চম ওভারে ৭ রান দিয়ে বিরাট, সূর্যর উইকেট নেন অ্যাডাম জাম্পা। রোহিত শর্মার অপরাজিত ৪৬ রানের অনবদ্য ইনিংস। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল ভারতের। দীনেশ কার্তিক ছয় এবং চার মেরে ম্যাচ ফিনিশ করেন। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সংক্ষিপ্ত ফরম্যাট আরও সংক্ষিপ্ত হয়েছে। ফল একাদশ বাছাইয়ের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হত। উমেশ যাদবের পরিবর্তে ঋষভ পন্থকে নেওয়া হয়। ভুবির পরিবর্তে একাদশে জসপ্রীত বুমরা। বিরাট কোহলির অনবদ্য থ্রো, অক্ষর প্য়াটেলের বুদ্ধির পরিচয়ে প্রথম ধাক্কা অজি শিবিরে। ক্যামেরন গ্রিন রান আউট। অক্ষর প্যাটেল জোড়া উইকেট নিয়ে অজি শিবিরে চাপ বাড়ান। ম্যাক্সওয়েল এবং টিম ডেভিডকে বোল্ড করেন অক্ষর। অজি অধিনায়ক একদিকে থাকলেও উল্টো দিক থেকে পরপর উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। ভরসা দিলেন অ্যারন ফিঞ্চই। গত ম্যাচে ৩ উইকেট নেওয়া অক্ষর এদিন নিলেন ২ উইকেট।

চোট সারিয়ে একাদশে ফেরা জসপ্রীত বুমরা আক্রমণে এলেন পঞ্চম ওভারে। ছন্দ পেতে সময় লাগল। তবে শুরু থেকেই ১৪০-র উপর গতিতে বোলিং করাটা বুমরা এবং ভারতীয় দলের কাছে স্বস্তির। ওভারের শেষ বলে নিখুঁত ইয়র্কারে ফিঞ্চকে বোল্ড করেন বুমরা। ২ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন বুমরা। গত ম্যাচের নায়ক ম্যাথিউ ওয়েডের সঙ্গে ক্রিজে যোগ দেন স্টিভ স্মিথ। সংক্ষিপ্ত ম্যাচ হওয়ায় স্মিথকে পরে নামানো হয়। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করেন। এদিনও জ্বলে ওঠেন ওয়েড। মাত্র ২০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। সংক্ষিপ্ত ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। তবে স্লগ ওভার চিন্তা থাকলোই। শেষ ৩ ওভারে ৪৪ রান তোলে অস্ট্রেলিয়া।

 

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৯০ (ম্যাথিউ ওয়েড ৪৩*, অক্ষর প্যাটেল ২-১৩)। ভারত ৯২ (রোহিত শর্মা ৪৬*, অ্যাডাম জাম্পা ৩-১৬)।

 

 

 

 

Next Article