সিলেট: আজ সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফির লক্ষ্যে নেমেছিল হরমনপ্রীত কৌরের ভারত। সামনে ছিল চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা। মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার বিরুদ্ধেই জয় দিয়ে অভিযান শুরু করেছিল স্মৃতি মান্ধানারা। আর টুর্নামেন্টের শেষটাও ভারত করল শ্রীলঙ্কাকে হারিয়ে। পুরো টুর্নামেন্ট জুড়ে (Women’s Asia Cup) তেমন কোনও চ্য়ালেঞ্জের সামনে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। গ্রুপ পর্বে বিসমা মারুফের পাকিস্তানের কাছে এক মাত্র হেরেছিল ভারত। ২০০৪ সালে মহিলাদের এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণ থেকে শুরু করে ২০২২ সাল অবধি এই টুর্নামেন্টের ফাইনালে মোট ৫ বার মুখোমুখি হল ভারত এবং শ্রীলঙ্কা। আর পাঁচ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। আজ, টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ৮.৩ ওভারে ৭১ রান তুলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।
প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন ভারতের রেনুকা সিং।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।
INDIA ?? ARE THE ASIA CUP CHAMPIONS!
A comprehensive victory over Sri Lanka ?? sees them lift the prestigious trophy. ?
They have been dominating the entire tournament and have overcome every challenge thrown at them!#INDvSRL #WomensAsiaCup2022 #AsianCricketCouncil #ACC pic.twitter.com/sSUsuMlhjb
— AsianCricketCouncil (@ACCMedia1) October 15, 2022
পঞ্চম ওভারের তৃতীয় বলে জেমাইমা রডরিগজের স্টাম্প ছিটকে দিলেন কবিশা দিলহারি। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।
চতুর্থ ওভারের চতুর্থ বলে শেফালি ভার্মার উইকেট তুলে নিলেন ইনোকা রনবীরা। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন শেফালি।
এখনও ১৭ ওভারের খেলা বাকি। প্রথম ৩ ওভারের মধ্যে ২৫ রান তুলে ফেলেছে ভারতের ওপেনিং জুটি।
টার্গেট ৬৬। রান তাড়া করতে নামলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা
১৬ ওভারের শেষ বলে সুগন্ধিকা কুমারির স্টাম্প ছিটকে দিলেন স্নেহ রানা। নবম উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।
রাজেশ্বরী গায়কোয়াড় ভারতকে এনে দিলেন অষ্টম উইকেট। ওসাদি রনসিংঘে ২০ বল খেলে ১৩ রান করে মাঠ ছাড়লেন।
নবম ওভারের তৃতীয় বলে স্নেহ রানা তুলে নিলেন মালশা শেহানির উইকেট। সপ্তম উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।
রাজেশ্বরী গায়কোয়াড় তুলে নিলেন নিলাক্ষী ডি সিলভার উইকেট। ৮ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন নিলাক্ষী।
পরপর উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে রেনুকা তুলে নিলেন কবিশা দিলহারির উইকেট।
রান আউট হয়ে মাঠ ছাড়লেন হাসিনি পেরেরা।
তৃতীয় ওভারে হর্ষিতাকে ফেরানোর পরের বলেই রান আউট হলেন অনুষ্কা
তৃতীয় ওভারের তৃতীয় বলে রেনুকা ঠাকুর তুলে নিলেন হর্ষিতা সমরবিক্রমার উইকেট।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট হারিয়ে ফেলল লঙ্কানরা।
প্রথম ধাক্কা খেল শ্রীলঙ্কা। রান আউট হলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ১২ বল খেলে মাত্র ৬ রান করলন চামারি।
শ্রীলঙ্কার ইনিংস শুরু। ওপেনিংয়ে চামারি আতাপাত্তু এবং অনুষ্কা সঞ্জীবনী। বল হাতে এগিয়ে এলেন দীপ্তি শর্মা।
ফাইনাল ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন। রাধা যাদবের জায়গায় ভারতের একাদশে এসেছেন দয়ালান হেমলতা।
এক নজরে ভারতের একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, রেনুকা ঠাকুর ও রাজেশ্বরী গায়কোয়াড়।
এক নজরে দেখে নিন শ্রীলঙ্কার একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), অনুষ্কা সঞ্জীবনী (উইকেটকিপার), হর্ষিতা সমরবিক্রমা, নিলাক্ষী ডি সিলভা, হাসিনি পেরেরা, ওসাদি রনসিংঘে, কবিশা দিলহারি, মালশা শেহানি, সুগন্ধিকা কুমারি, ইনোকা রনবীরা ও অচিনি কুলসূর্য।
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে এক নজরে দেখে নিন কোন পথে ফাইনালে উঠল দুই দল —
পড়ুন বিস্তারিত: Women’s Asia Cup 2022 Final: এশিয়া কাপের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এক নজরে দুই দলের রোড টু ফাইনাল
মেয়েদের এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল ভারত। আজ, শনিবার ফাইনালে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কাই।
পড়ুন বিস্তারিত: Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনাল, ট্রফির ‘চাবি’ স্পিনাররাই
আর এক ঘণ্টা পর সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে নামতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।
The finals of the #WomensAsiaCup2022 ? is upon us, as India ?? take on Sri Lanka ??.
Both the teams have been flying high with exceptional performances with both bat and bowl and it’ll be exciting to see who comes out on top in this one! #INDvSRL #AsianCricketCouncil #ACC pic.twitter.com/ugCNATWv5n
— AsianCricketCouncil (@ACCMedia1) October 15, 2022