IND vs ENG: ওপেনিং জুটির তাণ্ডব, ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ-কৃষ্ণ

IND vs ENG Test Series: দীর্ঘ আট বছর পর টেস্টে প্রত্যাবর্তনের সিরিজ। এটিই সর্বাধিক স্কোর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩০৩ রান করেছিলেন। তারপর এই প্রথম হাফসেঞ্চুরি প্লাস স্কোর করলেন। ভারতের ইনিংস শেষ ২২৪ রানেই।

IND vs ENG: ওপেনিং জুটির তাণ্ডব, ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ-কৃষ্ণ
Image Credit source: PTI

Aug 01, 2025 | 10:40 PM

ইংল্যান্ডের মাটিতে সিরিজের শেষ টেস্ট। ওভালে প্রথম দিনের শেষে ভারতকে স্বস্তিতেই দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই অস্বস্তি। মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় ভারত। দলের ২১৮ স্কোরে ফেরেন করুণ নায়ার। ৫৭ রানে শেষ হয় তাঁর ইনিংস। দীর্ঘ আট বছর পর টেস্টে প্রত্যাবর্তনের সিরিজ। এটিই সর্বাধিক স্কোর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩০৩ রান করেছিলেন। তারপর এই প্রথম হাফসেঞ্চুরি প্লাস স্কোর করলেন। ভারতের ইনিংস শেষ ২২৪ রানেই।

প্রথম ইনিংসে বিধ্বংসী শুরু করেছিল ইংল্যান্ড। কঠিন পিচেও বাজ়বল শুরু করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ওপেনিং জুটিতেই ৯২ রান ওঠে। লাঞ্চের পর দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। মহম্মদ সিরাজ স্বপ্নের স্পেল করেন। ভারতীয় শিবিরে আক্ষেপ চলছিল, এই পিচে চার পেসার খেলানো হলে ভাল হত।

জসপ্রীত বুমরা নেই। তাঁর অনুপস্থিতিতে দুর্দান্ত পারফরম্যান্স সিরাজের। তেমনই ঘুরে দাঁড়ালেন প্রসিধ কৃষ্ণও। শেষ অবধি ২৪৭ রানেই ইংল্যান্ডকে অলআউট করে ভারত। ক্রিস ওকস চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁকে ছাড়াই বাকি চার দিন খেলতে হবে ইংল্য়ান্ডকে। সিরাজ এবং কৃষ্ণ চারটি করে উইকেট নেন। আকাশ দীপ নেন একটি উইকেট। ২৩ রানের লিড নেয় ইংল্যান্ড। তবে এখান থেকে দু-দলকে সমান জায়গায়ই বলা যায়।